বাণী অর্চনা-২০২৫
Schedule
Mon Feb 03 2025 at 07:00 am to 11:00 am
UTC+06:00Location
East West University | Dhaka, DA
Advertisement
ॐ चो॒द॒यि॒त्री सू॒नृता॑नां॒ चेत॑न्ती सुमती॒नाम्। य॒ज्ञं द॑धे॒ सर॑स्वती॥অর্থাৎ, সত্য ও প্রিয় বাণীর প্রেরণা দানকারী, সৎ বুদ্ধির চেতনাদাত্রী (সরস্বতী) জ্ঞানস্বরূপ পরেমেশ্বর শুভ কর্মকে ধারন করে আছেন। [ঋগ্বেদ ১|৩|১১]🌸🌸
প্রিয় সুধী,
ব্যথিত বিশ্বের নভোনীল কপোলতলে সহসা জ্যোতির মতো যিনি সমপ্রভ-আগামীর সূর্যে সূর্যে বিকশিত পদ্মে আর বিষাদ-অন্ত-প্রাণে যার স্বরবীণা সদা আন্দোলিত, প্রাণে প্রাণনা সঞ্চারী- সেই অনিন্দ্য জ্ঞানতাপসীর মানস সরোবরে প্রণম্য হই বিনম্র শ্রদ্ধায়।
পবিত্র বেদ অনুসারে, যিনি সমস্ত কিছুতে বিদ্যা রূপে প্রতিষ্ঠিত, যিনি অনন্ত ভুবনের জ্ঞান, যিনি সমস্ত কিছুর জ্ঞানস্রোত সেই মহান ঈশ্বর তাঁর শোভাবর্ধনকারী অনন্ত গুণবাচক নামের মধ্যে একটি নাম সরস্বতী।
আসছে মাঘ মাসের শুক্লাপক্ষের শ্রীপঞ্চমী তিথিতে, অর্থাৎ ৩রা ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. (২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ), সোমবার, ঈশ্বরের কৃপায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ চতুর্দশ (১৪শ) বারের ন্যায় জ্ঞান, বিবেক ও বিদ্যাদায়িনী মাতা সরস্বতীর অর্চনার আয়োজন করতে যাচ্ছে। এই পূণ্যক্ষণে আমরা সকলে অহং পরিত্যাগ করে বিনম্র শ্রদ্ধা, ভক্তি, প্রণাম দ্বারা নিজেদেরকে সমর্পিত করবো।
হে সুহৃদ, বাণীর এই অর্চনায় আপনাদের সবান্ধব উপস্থিতি একান্তভাবে কাম্য।
নিবেদনে–
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন কমিটি (EWUPCC)
স্থান: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন।
অনুষ্ঠানসূচি-
প্রতিমা স্থাপন: সকাল ৭:০০ টা
পূজারম্ভ: সকাল ৭:১৫ টা
পুষ্পাঞ্জলি প্রদান: সকাল ৯:৩০ টা
হাতে খড়ি: সকাল ১১:০০ টা
প্রসাদ বিতরণ: দুপুর ১২:০০ টা
আলোচনা সভা: দুপুর ১:০০টা
পুস্তক বিতরণ: দুপুর ১:৩০টা
গীতা প্রতিযোগিতা: দুপুর ২:০০টা
সাংস্কৃতিক অনুষ্ঠান: দুপুর ৩:০০টা
সন্ধ্যা আরতি: সন্ধ্যা ৬:৩০টা
সম্মাননা প্রদান: সন্ধ্যা ৯:০০টা
ধুনুচি প্রতিযোগিতা: রাত ৯:৩০টা
প্রতিমা বিসর্জন: রাত ১১:০০টা
প্রয়োজনে যোগাযোগ:
১। দেবাশীষ রায়,
সভাপতি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন কমিটি (২০২৪-২৫)
মোবাইল: +8801722561314
২। সাগর সাহা
সাধারণ সম্পাদক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন কমিটি (২০২৪-২৫)
মোবাইল: +8801533112028
Advertisement
Where is it happening?
East West University, A/2 Main Road, Aftabnagar,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: