৬ষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৫
Schedule
Sun, 02 Feb, 2025 at 08:00 am to Tue, 04 Feb, 2025 at 06:00 pm
UTC+06:00Location
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ | Dhaka, DA
Advertisement
“যুক্তির স্রোতেজেগেছে বিশ্বাসের বালুচর,
জাগো বাহে কোনঠে সবায়!”
নদীর বয়ে চলা ধ্বনি জীবনের গল্প বলে, আর ধর্মীয় মূল্যবোধের ছোঁয়ায় সেই গল্প পায় নতুন দিশা। সভ্যতার আদি যুগ থেকে নদী কেবল ভূগোল নয়; এটি জীবন, সংস্কৃতি এবং ধর্মের প্রবাহমান প্রতীক। জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহের উপলক্ষে এই চিরন্তন সম্পর্ককে নতুন আলোয় দেখার প্রয়াসে আয়োজিত হতে যাচ্ছে “৬ষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৫”।
নদী জীবনের ধারাকে বহমান রাখে, আর ধর্ম জীবনকে শৃঙ্খলিত করে নৈতিকতা ও দায়িত্ববোধে। সভ্যতার ইতিহাসে যেমন নদী মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ, তেমনি ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আধ্যাত্মিকতার কেন্দ্রে থেকেছে নদী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেমন নদীর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি ধর্মের মূল শিক্ষাও অনেক সময় মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের "আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ" কেন্দ্র এবং “ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব” এর যৌথ আয়োজনে এই উৎসবটি পরিবেশ, নৈতিকতা এবং সম্প্রীতির মেলবন্ধনে একটি অনন্য মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করছে। এখানে যুক্তি, বিশ্বাস ও সম্প্রীতির মেলবন্ধনে আমরা খুঁজে বের করব সেই পথ, যা তৈরি করবে শান্তি ও সৌহার্দ্যের সেতু।
আসুন, যুক্তির আলোয় খুঁজে নিই সমাধান, বিশ্বাস দিয়ে গড়ি বন্ধন, আর সম্প্রীতির স্রোতে ভাসিয়ে দিই সকল ভেদাভেদ। জাতিসংঘ ঘোষিত আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উদযাপনে আমাদের এই প্রয়াস হোক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
নিয়মাবলি :
১. বাংলাদেশের স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগ/ইনস্টিটিউট ডিবেটিং ক্লাবগুলো অংশগ্রহন করতে পারবে।
২. টিম ক্যাপ: ৩২ টি (ট্যাব)
৩. ভেন্যু : টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪. ইকুইটি প্যানেলের বিধি-বিধান যথাযথ ভাবে মেনে চলতে হবে।
৫. আয়োজক কর্তৃপক্ষ গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রয়োজনে:
নূরুদ্দীন মুহাম্মাদ
সাধারণ সম্পাদক
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৫১৬-৫৮৬৯৪০
আসমা সুলতালা লিজা
সভাপতি
ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব
মোবাইল: ০১৫৫৮-৯৮১৭০০
Advertisement
Where is it happening?
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০, TSC, University Campus, Shahbag, Ramna,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: