বানী অর্চনা ১৪৩১
Schedule
Mon, 03 Feb, 2025 at 08:00 am
UTC+06:00Location
Daffodil International University, Khagan, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
ওঁ সরস্বতৈ নমঃনমস্কার🙏🏻,
আসছে ২০ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রোজ সোমবার
শুক্ল পঞ্চমীর সু-প্রভাত লগ্নে হিমশীতল কুয়াশাচ্ছন্ন নভো মন্ডল ভেদ করে পবিত্র এই ভূমিতে জ্ঞান বিদ্যারুপিনী দেবী তাঁর অগণিত ভক্তের মাঝে শুভাগমন করবেন। এই মহালগ্নে "সনাতন বিদ্যার্থী পরিষদ,ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ( স. বি.প.- ডি আই ইউ )" ভক্তি অর্ঘ্য সহযোগে বরণ করে নিবে শুভ্রবসনা দেবীকে আমাদের সবুজ ক্যাম্পাসে, পূজিত হবে দেবী,পুষ্পার্ঘ্য নিবেদনে সিক্ত হবে শ্রী শ্রী সরস্বতী মায়ের রাতুল শ্রীচরণ । "বাণী অর্চনা ১৪৩১" এ সকলকে জানাই সবান্ধব নিমন্ত্রন।
"বাণী অর্চনা" বিদ্যার্থীদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিদ্যার্থীদের পূজার প্রণামী নির্ধারণ করা হয়েছে "৪০১ টাকা"। প্রণামী সংগ্রহ বুথ এবং অনলাইন মোবাইল ব্যাঙ্কিং এর মাধ্যমে প্রণামী প্রদান করা যাবে। সকল বিদ্যার্থীদের পূজার নির্ধারিত প্রণামী প্রদান করে পূজার আয়োজন সম্পূর্ণকরনে সহযোগিতা করার আহ্ববান জানাই।
বুথ ১ঃ স্টুডেন্ট লঞ্জ, নলেজ টাওয়ার গ্রাউন্ড ফ্লোর।
বুথ ২ঃ ইইই ভবন এর সামনে, ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স।
অনলাইন প্রণামী ফর্মঃ https://forms.gle/6oVNPghmrSBRcSPr5
পূজার নির্ঘণ্টঃ
বোধনঃ সকাল ৬:৩০ ঘটিকা
পুজারম্ভ: সকাল ৭:০০ ঘটিকা
পুষ্পাঞ্জলি: সকাল ৯:০০ ঘটিকা
বিভূতি ও চরণামৃত: সকাল ১১.০০ ঘটিকা
প্রসাদ বিতরণ:দুপুর ১২:০০ ঘটিকা
সাংস্কৃতিক অনুষ্ঠান:দুপুর ২:০০ ঘটিকা
সন্ধ্যা আরতি : সন্ধ্যা ৬:০০- ৭:০০ ঘটিকা
প্রতিমা বির্সজন: সন্ধ্যা ৮:০০ ঘটিকা
যেকোন প্রয়োজনে,
০১৮৮২৪৭৪৩৯৪
বিধান সরকার বিদ্যুৎ
সাধারণ সম্পাদক
Advertisement
Where is it happening?
Daffodil International University, Khagan, Dhaka Division, Bangladesh, Daffodil International University, Mirpur Road, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: