৩য় জাতীয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াড ২০২৬
Schedule
Sat, 21 Feb, 2026 at 10:00 am
UTC+06:00Location
International Mother Language Institute | Dhaka, DA
আমি সেই দিন হব শান্ত—
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল
আকাশে বাতাসে ধ্বনিবে না।”
— কাজী নজরুল ইসলাম
বাংলা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়—এটি সংগ্রাম, চেতনা ও আত্মপরিচয়ের প্রতীক। হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি ও সাহিত্য বহন করে চলেছে এই ভাষা। বাংলা সাহিত্য ও সংস্কৃতি বাঙালির হৃদয়ে যেমন আবেগ জাগায়, তেমনি জাগিয়ে তোলে প্রতিবাদের ভাষা, মানবতার ডাক ও ন্যায়ের চেতনা। এই সাহিত্য ও সংস্কৃতির গভীর স্বাদ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ইয়ুথ ম্যাসেঞ্জার আয়োজন করতে যাচ্ছে— তৃতীয় জাতীয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াড ২০২৬।
➥ সেগমেন্ট সমূহ:
⁍ বাংলা সাহিত্য অলিম্পিয়াড
⁍ বাংলা সংস্কৃতি অলিম্পিয়াড
⁍ জাতীয় ভাষা অলিম্পিয়াড
⁍ কবিতা আবৃত্তি
⁍ কবিতা লিখন
⁍ গল্প লিখন
⁍ উপস্থিত বক্তৃতা
⁍ চিঠি লিখন
⁍ বই পর্যালোচনা
⁍ চিত্রাঙ্কন
➥ ক্যাটেগরি
⁍ প্রাথমিক (প্রথম থেকে পঞ্চম শ্রেণী)
⁍ মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণী)
⁍ উচ্চ মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণী)
⁍ বিশ্ববিদ্যালয়/ডিপ্লোমা
➥রেজিস্ট্রেশন ফর্ম
www.youthmessenger.site/blco
➥সেগমেন্ট বিবরণী
⁍ বাংলা সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াড-
বাংলা সাহিত্যে অবদান রাখা সাহিত্যিকদের আত্মকাহিনী ও বিভিন্ন সাহিত্যকর্ম সম্পর্কিত প্রশ্ন ও বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক আচার-অনুষ্ঠান সম্পর্কে প্রশ্ন করা হবে।
➤ মোট ৪০টি প্রশ্ন করা হবে।
➤ নির্ধারিত সময় ৪০ মিনিট।
➤ প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর। ভুল উত্তরে কোনো ঋণাত্মক নম্বর প্রযোজ্য হবে না।
➤ প্রশ্নোত্তর পর্ব গুগল ফর্মে অনুষ্ঠিত হবে।
➤ সকল ক্যাটেগরির জন্য উন্মুক্ত
➤ রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
➤ রেজিস্ট্রেশন ফর্ম: www.youthmessenger.site/blco
⁍ কবিতা ও গল্প লিখন-
এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীকে নিজের লেখা গল্প ও কবিতা জমা দিতে হবে। নিজের সৃজনশীলতা লেখা কবিতা ও গল্প উপস্থাপন করে সেরা ১২ প্রতিযোগীকে “ক্ষুদে লেখক” পুরস্কার প্রদান করা হবে। একজন প্রতিযোগী একসাথে দুইটি সেগমেন্টেই অংশগ্রহণ করতে পারবেন।
➤ গল্প ও কবিতা সম্পূর্ণ নিজের লেখনীতে হতে হবে।
➤ যেকোনো মৌলিক বিষয়ের উপর গল্প অথবা কবিতা রচনা করতে হবে।
➤ অশ্লীল কিংবা ঘৃণা ও বিদ্বেষ ছড়ায় এরূপ কবিতা কিংবা গল্প গ্রহণযোগ্য হবে না।
➤ লিখিত গল্প অথবা কবিতা সরাসরি লিখে অথবা ডিজিটাল উপায়ে ডকুমেন্ট ফাইল আকারে সাবমিশন ফরমের মাধ্যমে জমা দিতে হবে।
➤ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ইমেইলের মাধ্যমে সাবমিশন ফর্মের লিংক প্রদান করা হবে।
➤ সকল ক্যাটেগরির জন্য উন্মুক্ত
➤ রেজিস্ট্রেশন ফি: ১৫০ টাকা
➤ রেজিস্ট্রেশন ফর্ম: www.youthmessenger.site/blco
⁍ কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা
একজন প্রতিযোগী নির্দিষ্ট কবিতা আবৃত্তি করে অথবা নির্দিষ্ট বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রদান করে উক্ত সেগমেন্টে অংশগ্রহণ করতে পারবে।
➤ প্রত্যেক প্রতিযোগীকে আবৃত্তি অথবা বক্তৃতার ভিডিও ধারণ করে করে সাবমিশন ফরমে জমা দিতে হবে।
➤ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহারে কোনো নিষেধাজ্ঞা নেই।
➤ ভিডিওর সর্বোচ্চ দৈর্ঘ্য ৫-৭ মিনিট পর্যন্ত গ্রহণযোগ্য।
➤ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ইমেইলের মাধ্যমে সাবমিশন ফর্মের লিংক প্রদান করা হবে।
➤ সকল ক্যাটেগরির জন্য উন্মুক্ত
➤ রেজিস্ট্রেশন ফি: ১৫০ টাকা
➤ রেজিস্ট্রেশন ফর্ম: www.youthmessenger.site/blco
⁍ বই পর্যালোচনা ও চিঠি লিখন
এই সেগমেন্টে প্রতিযোগীকে নির্দিষ্ট বই পর্যালোচনা করে (রিভিও) অথবা নির্দিষ্ট বিষয়ে চিঠি লিখে জমা দিতে হবে।
➤ চিঠি ও পর্যালোচনা সম্পূর্ণ নিজের লেখনীতে হতে হবে।
➤ অশ্লীল কিংবা ঘৃণা ও বিদ্বেষ ছড়ায় এরূপ লেখনী গ্রহণযোগ্য হবে না।
➤ লেখনী সরাসরি লিখে করে অথবা ডিজিটাল উপায়ে ডকুমেন্ট ফাইল আকারে সাবমিশন ফরমের মাধ্যমে জমা দিতে হবে।
➤ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ইমেইলের মাধ্যমে সাবমিশন ফর্মের লিংক প্রদান করা হবে।
➤ সকল ক্যাটেগরির জন্য উন্মুক্ত
➤ রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
➤ রেজিস্ট্রেশন ফর্ম: www.youthmessenger.site/blco
⁍ চিত্রাঙ্কন
চিত্রাঙ্কন সেগমেন্টে একজন প্রতিযোগীকে নিজের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিষয় প্রযোজ্য হবে না।
➤ চিত্রাংকন সম্পূর্ণ নিজের হতে হবে।
➤ যেকোনো মৌলিক বিষয়ের উপর চিত্রকর্ম অংকন করতে হবে।
➤ অশ্লীল কিংবা ঘৃণা ও বিদ্বেষ ছড়ায় এরূপ চিত্রকর্ম গ্রহণযোগ্য হবে না।
➤ অঙ্কিত চিত্রকর্ম ডিজিটাল উপায়ে ছবি তুলে সাবমিশন ফরমের মাধ্যমে জমা দিতে হবে।
➤ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর ইমেইলের মাধ্যমে সাবমিশন ফর্মের লিংক প্রদান করা হবে।
➤ সকল ক্যাটেগরির জন্য উন্মুক্ত
➤ রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
➤ রেজিস্ট্রেশন ফর্ম: www.youthmessenger.site/blco
(সাবমিশনের নিয়ম ও সেগমেন্টের বিস্তারিত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ফিরতি কনফারমেশন মেইলের মাধ্যমে জানানো হবে)
যেকোনো প্রয়োজন, জিজ্ঞাসা কিংবা কোনো ধরনের পরামর্শ প্রদানে ফেসবুক পেইজে মেসেজ অথবা ইমেইল করার অনুরোধ করা যাচ্ছে।
Where is it happening?
International Mother Language Institute, 1/ka, Segunbagicha, Dhaka-1000., Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:


















