শতবর্ষে ঋত্বিক ঘটক
Schedule
Tue Nov 04 2025 at 03:00 pm to 09:00 pm
UTC+06:00Location
Alliance Française de Dhaka | Dhaka, DA
Advertisement
শতবর্ষে ঋত্বিক ঘটকবাংলা চলচ্চিত্রে বাস্তবতার নির্মম অথচ কাব্যময় রূপ খুব কম নির্মাতাই ফুটিয়ে তুলতে পেরেছেন—ঋত্বিক ঘটক তাঁদের অগ্রগণ্য। তাঁর সিনেমা যেন সময়ের আয়না, যেখানে প্রতিফলিত হয় দেশভাগের ক্ষত, মানুষের স্বপ্নভঙ্গ, ভালোবাসা ও বেঁচে থাকার মরিয়া আকাঙ্ক্ষা। সেলুলয়েডে বাস্তবের যে তীব্রতা তিনি ফুটিয়ে তুলেছেন তা বাংলা চলচ্চিত্রের পরিধি ও পরিভাষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০), ‘কোমল গান্ধার’ (১৯৬১), ‘সুবর্ণরেখা’ (১৯৬৫), ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৭৩), ‘অযান্ত্রিক’ (১৯৫৮), এই ছবিগুলোর প্রতিটি দৃশ্য একদিকে যেমন আমাদের মনে জাগায় এক অদ্ভুত বিষন্নতা, অন্যদিকে তৈরি করে এক অচেনা মুগ্ধতা।
ঋত্বিক ঘটক একদিকে ছিলেন সমাজ ও ইতিহাসের নির্ভীক পাঠক, অন্যদিকে শিল্পের নির্মম আত্মসমালোচক। কেউ তাঁকে সম্বোধন করেছেন “ভাঙাচোরা সময়ের কবি”, কেউবা “চিত্রকর, যিনি চলচ্চিত্রে রঙের বদলে ব্যবহার করেছেন যন্ত্রণা”, কারো কাছে তিনি “স্পর্ধার আর এক নাম”। তাঁর সিনেমা মানেই মানুষ, দেশভাগ, স্মৃতি আর আশার এক চিরন্তন যাত্রা।
আসছে ৪ নভেম্বর, ২০২৫, ঋত্বিক ঘটকের শততম জন্মদিন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সৃষ্ট জগৎ এখনো বেঁচে আছে প্রতিটি ফ্রেমে, প্রতিটি সংলাপে। এই মহান চলচ্চিত্রকারের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করছে ‘শতবর্ষে ঋত্বিক ঘটক’।
৪ নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে দিনব্যাপী এই আয়োজনে প্রদর্শিত হবে তাঁর দুই কালজয়ী সৃষ্টি—‘কোমল গান্ধার’ (১৯৬১) ও ‘অযান্ত্রিক’ (১৯৫৮)। পাশাপাশি থাকবে স্থিরচিত্র ও পোস্টার প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান এবং স্মরণসভা।
অনুষ্ঠানসূচি
স্মারক বক্তৃতা
বিকাল ০৩.০০টা
ঋত্বিক ঘটকের ছবি: উদ্বাস্তু অস্তিত্বের চলচ্চিত্রায়ণ
বক্তা: মইনুদ্দীন খালেদ
প্রদর্শনী
বিকাল ৪:০০টা
‘কোমল গান্ধার’ (১৯৬১)
দৈর্ঘ্য: ২ ঘন্টা ১৪ মিনিট
সন্ধ্যা ৬:৩০টা
‘অযান্ত্রিক’ (১৯৫৮)
দৈর্ঘ্য: ১ ঘণ্টা ৩৭ মিনিট
স্থান: আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
Very few filmmakers in Bengali cinema have been able to portray the harsh yet poetic face of reality as masterfully as Ritwik Ghatak. His films are like mirrors of their time—reflecting the wounds of Partition, the shattering of dreams, the longing for love, and the desperate urge to survive. The intensity of reality that he captured on celluloid elevated both the scope and the language of Bengali cinema to new heights.
Each frame of Meghe Dhaka Tara (1960), Komal Gandhar (1961), Subarnarekha (1965), Titash Ekti Nadir Naam (1973), and Ajantrik (1958) evokes, on one hand, a strange melancholy, and on the other, an unfamiliar enchantment.
Ritwik Ghatak was at once a fearless reader of society and history, and a ruthless self-critic of art. Some have called him “the poet of a broken age”, others “a painter who used pain instead of color”, and to many, he was “another name for defiance.” His cinema is a timeless journey through humanity, Partition, memory, and hope.
On November 4, 2025, we celebrate the 100th birth anniversary of Ritwik Ghatak. Though he is no longer among us, his creative world continues to live on—in every frame, in every dialogue. To honor this legendary filmmaker, Dhaka University Film Society (DUFS) presents “Ritwik Ghatak at 100.”
The day-long event will be held on November 4 at Alliance Française de Dhaka, featuring screenings of two of his timeless masterpieces—Komal Gandhar (1961) and Ajantrik (1958). The program will also include a photography and poster exhibition, a discussion session, and a memorial gathering.
Program Schedule
Discussion Session
39:00 PM
Ritwik Ghatak’s Cinema: Filming the Refugee Existence
Speaker: Moinuddin Khaled
Screenings
4:00 PM
‘Komal Gandhar’ (1961)
Duration: 2 hours 14 minutes
6:30 PM
‘Ajantrik’ (1958)
Duration: 1 hour 37 minutes
Venue: Alliance Française de Dhaka
Advertisement
Where is it happening?
Alliance Française de Dhaka, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.







