বৈশাখী মেলা ও নগর উৎসব ১৪৩২
Schedule
Sun, 13 Apr, 2025 at 10:00 am to Tue, 15 Apr, 2025 at 10:00 pm
UTC+06:00Location
শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্ক, গুলশান-২, ঢাকা | Dhaka, DA
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার বৈশাখের আনন্দ হবে আরও বর্ণিল, প্রাণবন্ত এবং ভিন্ন! বৈশাখী মেলা ও নগর উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্কে, যেখানে তিন দিনব্যাপী থাকছে নানা ধরনের আয়োজন, স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক কার্যক্রম।
ইভেন্টের বিবরণ
📍 স্থান: শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্ক, গুলশান ২, ঢাকা
📅 তারিখ: ১৩, ১৪ ও ১৫ এপ্রিল ২০২৫
⏰ সময়: সকাল ১০টা – রাত ১০টা
কি থাকছে উৎসবে?
✅ বৈচিত্র্যময় স্টল: দেশীয় হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, পিঠা-পুলি, গ্রামীণ পণ্য, বই ও আরো অনেক কিছু।
✅ বিভিন্ন ধরণের এক্টিভিটিস: আলপনা, শিশুদের জন্য আঁকাআঁকি করা ও মাটির খেলনা তৈরির সুযোগ, নাগরদোলা সহ আরো অনেক কিছু।
✅ সংস্কৃতিক পরিবেশনা: লোকগান ও বৈশাখী আয়োজন।
✅ ঢাকার ঐতিহ্য ও ইতিহাস নিয়ে বই প্রকাশনা
✅ ফুড স্টল ইত্যাদি।
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে, যেখানে সব বয়সী মানুষ উপভোগ করতে পারবেন বৈশাখী আনন্দ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ও Catch Bangladesh Limited-এর ইভেন্ট পার্টনারশিপে এই আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন স্পন্সর ও সাংস্কৃতিক সংগঠন সহযোগিতা করছে।
সবাইকে সপরিবারে আমন্ত্রণ, আসুন একসঙ্গে উদযাপন করি 'বৈশাখী মেলা ও নগর উৎসব ১৪৩২'!
Boishakhi Mela & Nogor Uthshob 1432
Under the initiative of Dhaka North City Corporation, this year's Boishakh celebration will be even more colorful, lively, and unique! Boishakhi Mela & Nogor Uthshob 1432 is set to take place at Shaheed Tajuddin Ahmad Smriti Park, featuring a three-day festival with various activities, stalls, cultural programs, and entertainment.
Event Details
📍 Venue: Shaheed Tajuddin Ahmad Smriti Park, Gulshan 2, Dhaka
📅 Date: April 13, 14 & 15, 2025
⏰ Time: 10 AM – 10 PM
What’s in the Event?
✅ Diverse Stalls: Traditional handicrafts, ethnic attire, pitha-puli, rural products, books, and much more.
✅ Various Activities: Alpana (traditional painting), drawing and clay toy-making for children, Nagordola (Ferris wheel), and other fun activities.
✅ Cultural Performances: Folk music and vibrant Boishakhi performances.
✅ Book Launch on Dhaka’s Heritage & History
✅ Food Stalls & More
The festival is open to all, ensuring a joyous Boishakhi experience for people of all ages.
Organized by Dhaka North City Corporation in event partnership with Catch Bangladesh Limited, this grand celebration is supported by various sponsors and cultural organizations.
We warmly invite you and your family to join us in celebrating Boishakhi Mela & Nogor Uthshob 1432 together!
Where is it happening?
শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্ক, গুলশান-২, ঢাকা, Gulshan Youth Club, গুলশান এভিনিউ, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: