ফেব্রুয়ারী তে সাজেক এ ভ্রমণ করুন ট্যুরন্তের সাথে

Schedule

Fri, 07 Feb, 2025 at 05:00 pm to Tue, 11 Feb, 2025 at 08:00 pm

UTC+06:00

Location

sajek | Dhaka, DA

Advertisement

⚠⚠এটি Touronto Travelers Group এর ইভেন্ট।
যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।
📖📖 সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুই-লুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়-এ যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়।
🌐আমাদের ওয়েবসাইটঃ www.tourontobd.com
📄আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
web.facebook.com/tourontobd/
👥আমাদের সকল ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপে :-
web.facebook.com/groups/tourontotravellers/

👨‍🔧👨‍🔧আমাদের সাথে কেন ভ্রমণ করবেনঃ
==========================
➡ আমাদের পরিচালনা টিমে রয়েছে দক্ষ ট্যুর পরিচালক যার জন্য আপনার প্রতিটা ট্যুর নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন
➡ ট্যুরন্ত সব সময়ই সার্ভিসে বিশ্বাসী তাই আপনার সার্ভিসের গ্যারান্টি ট্যুরন্ত নিজেই দিয়ে থাকে
➡ আমাদের ট্যুরের যাবতীয় তথ্য ইভেন্ট ডিটেইলস এ আপনি পেয়ে যাবেন। তাই আমাদের হিডেন চার্জ বলে কিছু নেই ।
➡ আমাদের ট্যুর গুলো একেকটি পরিবার। তাই আপনি পরিবারের সাথে ভ্রমণ করলে যে পরিবেশ পাবেন আশা করি ট্যুরন্তের সাথে ভ্রমণেও সেরকম পরিবেশই থাকবে।
➡ ট্যুরন্ত সিকিউরিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। তাই পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।
➡ মনে রাখবেন অল্প টাকায় ট্যুর কখনোই ভালো হয় না। কারন অল্প টাকার ট্যুরের সার্ভিস সবসময়ই খারাপ হয়।

🚀🚀ভ্রমণকালঃ
============
যাত্রা শুরুঃ
৬ই ফেব্রুয়ারী ২০২৫
সাজেক ইভেন্ট ফি:
============
এক রুমে ৪ জন - ৯,৫০০/-
এক রুমে ০৩ জন - ১০,৫০০/-
এক রুমে ০২ জন বা কাপল -১২,৫০০/- জনপ্রতি
★ নন এসি বাস
★কেউ এসি বাসে বা স্লীপারে যাওয়া আসা করতে চাইলে অবশ্যই আমাদের আগে জানাতে হবে সেক্ষেত্রে জনপ্রতি ১৮০০ টাকা এক্সট্রা দিতে হবে।
🔊🔊বুকিং সিস্টেম
*********************
পুরোপুরি কনফার্ম থাকলে ইভেন্ ফি বাবদ ৳ ৫০০০টাকা (অফেরত যোগ্য) অগ্রীম প্রদান করতে হবে।
ℹℹ যেভাবে বুকিং করতে পারবেন :
===================
১। বিকাশ/নগদ/রকেটঃ 01877724798 (পারসোনাল নম্বর অবশ্যই খরচ সহ পাঠাবেন)
২। Bank একাউন্টঃ
City Bank
একাউন্টঃTouronto Travelers Group
একাউন্ট নাম্বার: 1503372100001
একাউন্ট ব্রাঞ্চঃ Principle Branch
আপনি সরাসরি অথবা বিকাশে টাকা জমা দিতে পারবেন ।মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয় । অবশ্যই বুকিং মানিতে কনফার্ম নিশ্চিত করতে হবে ।

📣📣ভ্রমনকাল ও সময়সূচী
===============
☑ ০০ দিন ঃ ঢাকা থেকে রাতের নন-এসি বাসে যাত্রা।
☑ ১ম দিন ঃ খাগড়াছড়িতে নাস্তা করে সাজেক এর উদ্দেশ্যে যাত্রা (আর্মি এস্কর্ট সকাল ১০:৩০-১১টা)।
রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বিকেল বেলায় হ্যালিপেড এবং রুইলুই পাড়ায় ঘোরাঘুরি। রাতে বারবিকিউ ডিনার।
☑ ০২য় দিন ঃ সকালের নাস্তা শেষে কংলাক পাড়ায় চলে যাবো। কংলাক পাহাড় ঘুরে রিসোর্টে ফিরে আসবো। তারপর পুরোদিন নিজদের মত ঘোরাঘুরি ও রিল্যাক্স।
☑ ০৩দিন ঃ সকালের নাস্তা করে নিজেদের মত করে সাজেকে কিছুক্ষন ঘোরাঘুরি করে সকাল ১০ টার আর্মি এস্কর্টে করে দুপুরে খাগড়াছড়িতে এসে লাঞ্চ সেরে আলুটিলা গুহা এবং জেলা পরিষদ পার্ক ভ্রমনে যাবো। তারপর রাতের ডিনার করে বাসে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা।
☑ ০৪ দিন ঃ ঢাকায় পৌঁছাবো ইনশাআল্লাহ।

❑খাবার মেন্যু:
✅১ম দিন:
☑সকালের নাস্তা: পরটা, সবজি, ডিমের ওমলেট, চা / খিচুরি, ডিম, চা।
☑দুপুরের খাবার: সাদা ভাত, সবজি, ব্যাম্বু চিকেন, ডাল, সালাদ।
☑রাতের খাবার: পরাটা, চিকেন বার-বি-কিউ, সালাদ সফট ড্রিংকস।
✅২য় দিন:
☑সকালের নাস্তা: খিচুরি, ডিম ভুনা, চাটনি / পরোটা, সবজি, ডিমের ওমলেট, চা।
☑দুপুরের খাবার: সাদা ভাত, শুটকি/সবজি, ব্যাম্বু চিকেন, ডাল, সালাদ।
☑রাতের খাবার: পরটা, চিকেন বার-বি-কিউ, সফট ড্রিংকস।
অথবা,ব্যাম্বু বিরিয়ানি।
✅৩য় দিন:
☑সকালের নাস্তা: খিচুরি, ডিম ভুনা, চাটনি/ভর্তা।
☑দুপুরের খাবার: সাদা ভাত, সবজি/মাশরুম, হাঁস/গরু/মুরগির মাংস, ডাল, সালাদ।
☑রাতের খাবার: সাদা ভাত, সবজি/মাশরুম, হাঁস/গরু/মুরগির মাংস, ডাল, সালাদ।

👁‍🗨👁‍🗨 যা যা দেখবোঃ
================
👁‍🗨 সাজেক (রুইলুই পাড়া,কংলাক পাড়া)
👁‍🗨 কংলাক পাহাড়
👁‍🗨 সাজেক হ্যালিপ্যাড
👁‍🗨 আলুটিলা গুহা
👁‍🗨 রিসাং ঝর্না
👁‍🗨 তারেং ( সময় সাপেক্ষে )

📗📗এই টাকায় যা যা থাকছে:
=================
📗 ঢাকা-সাজেক-ঢাকা সমস্ত পরিবহন খরচ
📗 তিন বেলা সব খাওয়া-দাওয়া।
📗 BBQ Dinner (একরাত)
📗 ট্যুরের সকল এন্ট্রি ফি

📕📕যা যা অন্তর্ভুক্ত নাঃ
================
🚫 যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
🚫 শপিং ।
🚫 পার্সোনাল মেডিসিন।
🚫 হাইওয়ের বিরতিতে খাবার ।

যা যা নিতে হবে :
================
◘যেকোন ধরনের ব্যক্তিগত খাবার (ওষুধ, ব্যক্তিগত পানি, স্নাঙ্কস ইত্যাদি)
◘মোবাইলের জন্য ব্যাকআপ চার্জার নেওয়া ভাল
◘রওয়ানা দেবার দিন রাতের ডিনার।
◘টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু
◘কেডস/ সেন্ডেল
◘টিস্যু
◘রবি সিম
◘মশা থেকে বাচতে অডমস

🧑‍🎤🧑‍🎤অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
***********************************
👁‍🗨 নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
👁‍🗨 নির্দিস্ট গেস্ট মেম্বার না হলে লোকাল গাইড দিয়ে ট্যুর পরিচালনা করা হবে।
👁‍🗨 নিজস্ব কারনে ট্রিপ কেন্সেল হলে মেইন ইভেন্ট ফি দিতে বাধ্য থাকবেন।
👁‍🗨 সিংগেল মেয়ে বা ছেলে বুকিং এর ক্ষেত্রে আর যদি সিঙ্গেল কেউ না থাকে অবশ্যই রুম ভারা বাবদ অতিরিক্ত খরচ নিজেকেই বহন করতে হবে।
👁‍🗨 হোটেলে নিজের প্রয়জনে যেকেনো ইমিনিটিস ব্যাবহারে অতিরিক্ত খরচ আপনাকে অবশ্যই করতে হবে। মোটকথা হোটেল অতিরিক্ত বিল করতে পারে সকল কিছুরবিল আপনাকেই বহণ করতে হবে।
👁‍🗨 নিজের লাগেজ নিজেকে বহন করতে হবে। এ বাবদ যদি অতিরিক্ত টিপস নিজ হাতে দিয়ে দিতে হবে।
👁‍🗨 ট্যুর চলাকালীন নিজেদের দেরি করার কারনে নির্দিস্ট সময়ে স্পট কাভার করতে না পারলে কর্তপক্ষ দায়ভার নিবে না।
👁‍🗨 ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
👁‍🗨 ট্যুরে কোন ধরনের এক্সিডেন্টাল কিছু হলে এটা সম্পূর্ন দায়ভার নিজেদের নিতে হবে।
👁‍🗨 ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা হলে, অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করা হবে যেমনটা একটি পরিবারের ভ্রমণের ক্ষেত্রে হয়ে থাকে।
👁‍🗨 সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করতে হবে।
👁‍🗨 দলছাড়া হয়ে ঘুরাফেরা করা যাবে না। বিশেষ প্রয়োজনে দলের প্রতিনিধিকে জানিয়ে যাওয়া যেতে পারে।
👁‍🗨 দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না।
👁‍🗨 সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
📢📢বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।
❌❌আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
===================
বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেস্টা করা হবে তার রিপ্লেসমেন্টের যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।
যদি প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।
আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।
আমাদের সেবা সমূহঃ
=============
💼 কর্পোরেট ট্যুর
👥 গ্রুপ ট্যুর
👪 ফ্যামিলি ট্যুর
🏢 কাষ্টমাইজ ট্যুর
⌛ ডে আউট ট্যুর
🚌 বাস টিকেট
🚢 শীপ টিকেট
✈ এয়ার টিকেট
📁 ভিসা প্রসেসিং ( ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক)
🚂 ভারতীয় অভ্যন্তরীন রেল টিকেট
🏨 হোটেল বা রিসোর্ট বুকিং
🧳 ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।
*****নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।

📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন: 01877724796, 01897984004, 0187772479
Advertisement

Where is it happening?

sajek, Commercial Complex, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Touronto Travelers Group

Host or Publisher Touronto Travelers Group

It's more fun with friends. Share with friends

Discover More Events in Dhaka

Climate Hope Bangladesh 2024
Fri, 07 Feb, 2025 at 08:00 am Climate Hope Bangladesh 2024

BUET

WORKSHOPS BUSINESS
1st National Youth Cancer Congress 2025
Fri, 07 Feb, 2025 at 09:00 am 1st National Youth Cancer Congress 2025

বিশ্বসাহিত্য কেন্দ্র Bishwa Sahitya Kendra

BUSINESS WORKSHOPS
\u200e\u09a1\u09bf\u09aa\u09cd\u09b2\u09cb\u09ae\u09be \u0987\u099e\u09cd\u099c\u09bf\u09a8\u09bf\u09df\u09be\u09b0\u09a6\u09c7\u09b0 \u099a\u09be\u0995\u09b0\u09bf \u09ae\u09c7\u09b2\u09be \u09e8\u09e6\u09e8\u09eb
Fri, 07 Feb, 2025 at 09:00 am ‎ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি মেলা ২০২৫

1 Sobhanbagh, Mirpur Road, Dhanmondi, Dhaka, Bangladesh

JOB-FAIRS
Fragrance Fair Bangladesh 2025
Fri, 07 Feb, 2025 at 09:30 am Fragrance Fair Bangladesh 2025

Samarai Convention Center,23/G/7,Panthapath(Opposite to Bashundhara City Market), 1205 Dhaka, Bangladesh

BYLC Running with Purpose 2025
Sat, 08 Feb, 2025 at 05:30 am BYLC Running with Purpose 2025

Hatirjheel - হাতিরঝিল

HEALTH-WELLNESS
Criticon Bangladesh 2025
Sat, 08 Feb, 2025 at 08:00 am Criticon Bangladesh 2025

BSMMU Convention Center

BUSINESS CONFERENCES
Zero Olympiad with Faatiha Aayat - Grand Finale
Sat, 08 Feb, 2025 at 04:00 pm Zero Olympiad with Faatiha Aayat - Grand Finale

BIAM Foundation

SPORTS BUSINESS
Nestle Safe Food Carnival
Sat, 08 Feb, 2025 at 05:00 pm Nestle Safe Food Carnival

Bangabandhu International Conference Center, Agargaon, Dhaka

FOOD-DRINKS CARNIVALS
DUEDC Barbecue Fiesta 2025
Thu, 09 Jan, 2025 at 03:00 pm DUEDC Barbecue Fiesta 2025

TSC, University of Dhaka

WORKSHOPS MUSIC
\u09ae\u09be\u09a4\u09c3\u09ad\u09be\u09b7\u09be \u09a6\u09bf\u09ac\u09b8\u09c7\u09b0 \u099b\u09c1\u099f\u09bf \u09a4\u09c7 \u09b8\u09be\u099c\u09c7\u0995 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 \u099f\u09bf\u09ae \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09a8\u09cd\u09a4
Fri, 21 Feb, 2025 at 05:00 pm মাতৃভাষা দিবসের ছুটি তে সাজেক ভ্রমণে টিম ট্যুরন্ত

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events