পরিচ্ছন্ন হোক,"গাজীপুর টঙ্গী ইউনাইটেড মডেল একাডেমী এর চারপাশ"
Schedule
Sat, 25 Jan, 2025 at 03:00 pm
UTC+06:00Location
Gazipur, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
"গাড়ি আমার,বাড়ি আমার, রাখছি পরিষ্কার।নোংরা করছি দেশের মাটি
দেশটা তবে কার?
এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার"
আপনিও এগিয়ে আসুন, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন "একটি ময়লাও যত্রতত্র নয়"। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার সহ আপনাকে সচেতন করতেই BD Clean তারুণ্য দেশব্যাপী কাজ করছে মাঠ পর্যায়ে। সপ্তাহে একদিন ধারাবাহিকভাবে পরিষ্কার করে চলেছে সারাদেশের কোনা থেকে কোনা পর্যন্ত। যার ফলে BD Clean এর "পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন" এখন সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২৪/০১/২০২৫ ইং তারিখ, রোজ শুক্রবার আমরা
#বিডি_ক্লিন_গাজীপুর_সদর_জোন-১৯ আসছি ”গাজীপুর টঙ্গী ইউনাইটেড মডেল একাডেমী এর চারপাশ” চলে আসুন আপনিও “গাজীপুর টঙ্গী ইউনাইটেড মডেল একাডেমী এর চারপাশ” , ছড়িয়ে দিন পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা। নিজ দেশপ্রেম উজ্জীবিত করে হয়ে উঠুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একজন গর্বিত অংশীদার, একজন সহযোদ্ধা। আপনিও ছড়িয়ে দিন সচেতনতার আহবান। চলে আসুন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে। আমরা থাকবো আপনার অপেক্ষায়। ব্যবহার করুন
#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে হ্যাশ ট্যাগ, ছড়িয়ে দিন #পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন বার্তা
#BD_Clean
#BD_Clean_Gazipur
রিপোর্টিং টাইম: বিকাল ২:৪৫-৩:০০ টা
রিপোর্টিং প্লেস: বিদ্যালয় মাঠ।
রিপোর্টিং প্লেস লোকেশন: https://maps.app.goo.gl/7jbsmTPVcpA51jdN9
আপনার অংশগ্রহন নিশ্চিত করতে আগামী,২৩/০১/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭:০০ টার মধ্যে আপনার মোবাইল নং পাঠিয়ে দিন BD Clean - Gazipur পেইজের ইনবক্সে, একইসাথে অবশ্যই ইভেন্ট পেজ এ পোষ্ট করুন আপনার মতামত, মন্তব্য ইত্যাদি।
ইভেন্ট সম্পর্কিত তথ্য জানতে ও সদস্য হতে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে বা যে কোন প্রয়োজনে কল করুনঃ
★ইমরান (জোনাল সমন্বয়ক, গাজীপুর সদর জোন ১৯)
০১৯৫০৮০৫৪২০
#cleanliness #awareness
#Dream_To_Clean_Bangladesh
#Let_Cleanliness_Start_from_Me
Advertisement
Where is it happening?
Gazipur, Dhaka Division, Bangladesh, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: