নবীন বিতর্ক উৎসব-২০২৫
Schedule
Sun, 26 Jan, 2025 at 08:30 am
UTC+06:00Location
Bir Uttam AK Khandakar Road, Moakhali, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
আসসালামু আলাইকুম।"তিতুমীরের বাতাসে ছড়িয়ে পড়ুক বিতর্কে শুদ্ধতা"
আগামী ২৬ জানুয়ারি সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব নবীন বিতর্কিকদের নিয়ে "নবীন বিতর্ক উৎসব - ২০২৫" আয়োজন করতে যাচ্ছে।
🔴🔴 "নবীন বিতর্ক উৎসব - ২০২৫" এ দু'টি সেগমেন্ট থাকবেঃ
১.সংসদীয় বিতর্ক(নবীনদের জন্য বাধ্যতামূলক)
২.কুইজ(ক্লাব এবং ক্লাবের বাহিরে সবার জন্য উন্মুক্ত)
➡️➡️➡️
★সংসদীয় বিতর্কের রেজিস্ট্রেশন ফি প্রতি বিতর্কিকের জন্য = ১০০ টাকা
★সংসদীয় বিতর্কে বিচারকের স্কোরের ভিত্তিতে ৫ জনকে সেরা বিতার্কিক ঘোষণা করা হবে।
★দুইটি বিজয়ী টিম ঘোষণা করা হবে।
➡️➡️➡️➡️
★কুইজে ৩ জনকে বিজয়ী ঘোষণা করা হবে।
★কুইজের টপিকঃ
বাংলাদেশ - ১০
আন্তর্জাতিক - ১০
খেলাধুলা - ০৫
সাম্প্রতিক - ০৫
★কুইজে বিতর্ক ক্লাব বা বিতর্ক ক্লাবের বাহিরে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন,তিতুমীর কলেজের সকলের জন্য উন্মুক্ত।
★রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা
➡️➡️➡️
অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য সার্টিফিকেট থাকবে। এবং বিজয়ীদের জন্য থাকবে ক্রেস্ট এবং পুরস্কার।
রেজিষ্ট্রেশন লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSduxsYDDi6nDACOD6zLtiCna7aEvN8358OYW11xV-wyNXwOvQ/viewform?fbclid=IwY2xjawHvIOxleHRuA2FlbQIxMQABHRtPeUjoCo9SBNGA3B37JWzbwgyUMoIP8mg0gJWx79qcg6vPFI52WZCTng_aem_Phhrk9ll_X2jZDSYGZC8AA
যোগাযোগ
হাবিবুল্লাহ রনি
সভাপতি, GTC DC
তাসনুভা ওয়াসিমা
সাধারণ সম্পাদক, GTC DC
নিশাত ইয়াসমিন
আহ্বায়ক,নবীন বিতর্ক উৎসব ২০২৫।
এহতেশাম নোমান
আমিনুল ইসলাম
সারজিস হোসেন
সোলায়মান নাগিব
যুগ্ম আহ্বায়ক, নবীন বিতর্ক উৎসব, ২০২৫।
Advertisement
Where is it happening?
Bir Uttam AK Khandakar Road, Moakhali, Dhaka, Dhaka Division, BangladeshEvent Location & Nearby Stays: