National Film Conference 2025
Schedule
Wed, 29 Jan, 2025 at 02:30 pm
UTC+06:00Location
Nabab Nawab Ali Chowdhury Senate Bhaban, University of Dhaka | Dhaka, DA
Advertisement
📢 জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫📅 তারিখ: ২৯ জানুয়ারি, বুধবার, ২০২৫
⏰ সময়: বিকাল ৩.৩০ – ৬.০০ টা
📍 স্থান: নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্লোগান: সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ
লক্ষ্য ও উদ্দেশ্য:
চলচ্চিত্র একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, সর্বাধুনিক অডিও-ভিজ্যুয়াল আর্ট যা গণযোগাযোগের মাধ্যমে সমাজকে প্রভাবিত করার অন্যতম হাতিয়ার। বিশ্বের অনেক দেশে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতও বটে। বাংলাদেশে গত ৬০ বছরে চলচ্চিত্রকে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ, কলা ও বাণিজ্যের মাধ্যম হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হলেও বিগত সরকার ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়হীনতা, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও দুর্নীতি সহ আরও অনেক কারণে তা সম্ভব হয়নি। দেশের প্রতিটি খাতে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় সংস্কার কার্যক্রম চলমান। তাই চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল অংশীজন এরও উচিত সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে প্রয়োজনীয় সংস্কারে সহায়তা করা। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলচ্চিত্রকে বাংলাদেশের অন্যতম গণযোগাযোগ, বিনোদন , শিল্প চর্চা ও বাণিজ্যক খাত হিসেবে গড়ে তুলতে অতীব জরুরী ভিত্তিতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করাই জাতীয় চলচ্চিত্র সম্মেলন ২০২৫ এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
📢 Join the National Film Conference 2025: Registration Now Open!
🎬 National Film Conference 2025
📅 Date: Wednesday, January 29, 2025
⏰ Time: 2:30 PM – 6:00 PM
📍 Venue: Nabab Nawab Ali Chowdhury Senate Building, University of Dhaka
Are you passionate about the future of Bangladeshi cinema? Do you want to be part of an event that envisions transformative change in the film industry? The National Film Conference 2025 is your platform!
Why Attend?
🎥 Engage in meaningful discussions on film industry reforms
🎥 Learn from industry experts and prominent speakers
🎥 Network with filmmakers, students, and enthusiasts
🎥 Be part of shaping the future of cinema in Bangladesh
Who Can Join?
This conference is free and open to all, including:
✅ Film students
✅ Industry professionals
✅ Aspiring filmmakers
✅ Cinema enthusiasts
How to Register?
📌 Registration is completely free!
👉 Fill out the registration form here: https://forms.gle/sGMZ5ZGXmWPmXPc4A
👉 Deadline: January 24, 2025
Don’t miss this unique opportunity to be part of the change!
For more information:
📞 01876445067
📧 [email protected]
Organized by: Bangladesh Film Students Association
Let’s unite for the future of Bangladeshi cinema!
Advertisement
Where is it happening?
Nabab Nawab Ali Chowdhury Senate Bhaban, University of Dhaka, M. Rahman Metal, কাটাবনরোড, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: