Establish Smoking Booth in Dhaka
Schedule
Wed, 01 Oct, 2025 at 07:00 am
UTC+06:00Location
Sahid Minar-Tsc | Dhaka, DA
Advertisement
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কতো কী হচ্ছে। শপিংমল, মেট্রোরেল, পাতাল সড়ক, উড়াল সড়ক কত কী। কিন্তু অন্যন্য দেশের মতো #Smoking_booth চালু হবে কবে? দেশের ধূ ম পা য়ী ভাইরা এতো কষ্ট করে ছোট ছোট দোকান অলিগলিতে ভিড় জমায়। কখনো রাস্তায় হাঁটতে হাঁটতে বিরস বদনে সুখটান দিয়ে ধোঁ য়া ছেড়ে হেঁটে যায়। তবু মনে হয় যেন এদের মনে কোন সুখ নেই। আর ধূ ম পা য়ী আপা রা তো চির অবহেলিত। এরা না পারে মনের সুখে টান দিতে না পারে শান্তি মতো ধোঁ য়া ছাড়তে...
এই দেশপ্রেমিক ও শান্তিপ্রিয় ভাই ও বোন গুলোর কথা ভেবেও অন্তত দেশে নির্দিষ্ট #Smoking_zone থাকা উচিত। এরা নিজের পয়সা খরচ করে বক্ষব্যাধী ডাক্তার ও দোকানদারদের সংসার ও পেট বাঁচায়। দাম বাড়লেও কোন আন্দোলন করে না। নিরবে মুখ বুজে ধোঁ য়া ছেড়ে যায়।
অ ধূ ম পায়ী শিশু বৃদ্ধ বৃদ্ধা গর্ভবতী অসুস্থ ব্যক্তিবর্গের চাপে এরা আরামে রাস্তার আনাচে কানাচে মুনের সুখে সুখ টান দিতে পারে না। আরামদায়ক #Smoking_booth চালু হলে অন্তত তাদের প্রতি অবিচার করা বন্ধ হবে।
মূ র্খ ও ধূ ম পা নে অনভিজ্ঞ ব্যক্তিরাও ধূ ম পা য়ী দের প্রতি শ্রদ্ধাশীল হবে।
Advertisement
Where is it happening?
Sahid Minar-Tsc, TSC,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: