ঐতিহ্যের পথ ধরে: পূজোয় পুরান ঢাকা
Schedule
Wed Oct 01 2025 at 08:40 am to 03:00 pm
UTC+06:00Location
Old Town, Dhaka | Dhaka, DA
Advertisement
পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য, নান্দনিকতা, খাবারদাবার, রসবোধ, ঐশ্বর্য আর বৈচিত্র্যকে উপলব্ধি করতে চাওয়ার আয়োজন- হেরিটেজ ওয়াক ঢাকা।.
ঢাকা বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র; যা এখানকার বাসিন্দাদের অনন্য জীবনধারার জন্য বিখ্যাত। ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ফুটে ওঠে কোলাহলপূর্ণ বাজার, রাস্তার খাবারের দোকান , আড্ডা ও ঐতিহাসিক স্থাপনাগুলোর মাঝে। এখনো অতীত ও বর্তমান সুসমন্বয়ে সহাবস্থান করছে, সৃষ্টি করছে এক আকর্ষণীয় ও বৈচিত্রপূর্ণ পরিবেশ।
সুলতানি শাসন থেকে শুরু করে ব্রিটিশ আমলের বিভিন্ন স্থাপত্য, মানুষের জীবনযাপনের স্বরূপ এবং পুরান ঢাকায় বসতি গড়া জমিদারদের জমিদারির বিভিন্ন নিদর্শন আমরা দেখবো এই আয়োজনে
একইসাথে পাচ্ছি পূজোর আমেজ।
.
সাধারণ যেকোন দিনের পুরান ঢাকা আর দূর্গা পূজোর সময়ের পুরান ঢাকার মাঝে তফাৎ অনেক।এই পূজোর সময় শাখারি বাজার,তাঁতি বাজারে যে রঙের ছড়াছড়ি থাকে তা দীর্ঘ সময় চোখে আর মনে লেগে থাকে।পূজোর সামগ্রী থেকে শুরু করে লাড্ডু,সন্দেশ,জিলাপি আর হরেক রকমের মিষ্টান্নের পসরা বসে পুরান ঢাকায়।ঢাকের তাল আর শাখের শব্দের সাথে এসে মিশে ধূপের মিষ্টি গন্ধ।হাজার বছর ধরে লালন করা অসাম্প্রদায়িক বাঙালিয়ানার ছাপ এ সময় পুরান ঢাকার অলিতে গলিতে স্পষ্ট হয়ে ওঠে।পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই পুজোর আনন্দ ভাগ করে নিতে তাই সকল ধর্মের মানুষই মন্ডপ ঘুরে ঘুরে প্রতিমা দেখেন।কোন প্রতিমা সবচেয়ে বেশি সুন্দর তা নিয়ে যে সূক্ষ্ম একটা প্রতিযোগিতা সবার মাঝে থাকে তা কিন্তু স্পষ্ট বোঝা যায়।শাখারি বাজার,তাঁতি বাজারের পথে যেতে যেতে যে প্রতিমা দেখা যায় তার ধরণও অভিনব,রাস্তার উপর বিশাল স্টেজ করে করা হয় এই প্রতিমা,কোন মন্দিরের ভেতরে নয়।
.
দিনের আলো নিভে এলেই সারা পুরান ঢাকা মিটিমিটি আলোয় ছেয়ে যায়।চোখ ধাঁধানো লাইটিং এ মনে হয়,এ যেন এক অন্যরকম পুরান ঢাকা।ছবি তোলা যাদের নেশা,দূর্গা পূজোর পুরান ঢাকা তাদের জন্য এক মোক্ষম সুযোগ।আর দেশের সংস্কৃতি,পুরান ঢাকার অলি গলি যাদের হেঁটে দেখার শখ,নি:সন্দেহে এই সময়ের পুরান ঢাকা আপনাদের মনে গেঁথে থাকবে অনেক দিন।
★যেসব জায়গা দেখা হবে:
১. বল্ধা গার্ডেন
২. খিস্ট্রান সিমেন্ট্রি
৩. বিনত বিবির মসজিদ( ঢাকার সবচাইতে পুরনো মসজিদ)
৪. হৃষীকেশ দাসের বাড়ি
৫. রেবতী মোহন লজ
৬. বড় বাড়ি
৭. ফরাশগঞ্জ
৮. ভাওয়াল স্টেটের ধ্বংসাবশেষ
৯. বাকল্যান্ড বাঁধ
১০. লালকুঠি (নর্থ বুক হল)
১১. রুপলাল হাউস
১২. কালী মন্দির
১৩. বিউটি বোর্ডিং
১৪. বাহাদুর শাহ পার্ক
১৫. শাঁখারী বাজার ও তাঁতি বাজার
শুধু মাত্র বাংলাদেশীদের জন্য এবারের আয়োজন
এই পর্বে অংশ নিতে পারবেন ১৫ জন।
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
★রেজিস্ট্রেশন ফি ১২৫০ টাকা
সকল প্রকার এন্ট্রি ফি, গাইডিং, হালকা নাস্তা(চা, পানি, বাকরখানি, মতিচুরের লাড্ডু) রেজিস্ট্রেশন ফি-র অন্তর্ভুক্ত
যেকোন জিজ্ঞাসা ও রেজিস্ট্রেশনের জন্য পেজে মেসেজ করুন।
ঐতিহ্যের পথে ধরে হাঁটায় স্বাগতম। গল্প বলার কাজটা আমাদের।
Advertisement
Where is it happening?
Old Town, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: