BUFT National Quiz Competition-2025
Schedule
Sat, 08 Nov, 2025 at 06:00 pm
UTC+06:00Location
Nishatnagar, Turag, Dhaka 1230, Bangladesh, 1230 Dhaka, Bangladesh | Dhaka, DA
"বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫"
📖 জ্ঞান, সৃজনশীলতা ও নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে!
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT) আয়োজিত জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৫-এ আপনাকে স্বাগতম।
বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাধারণ জ্ঞান, ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান ও সাম্প্রতিক বিষয়াবলীতে আগ্রহ ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।
বিষয়ঃ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
📝 রেজিস্ট্রেশন চলবে: ২৫ অক্টোবর ২০২৫ রাত ১২টা পর্যন্ত
✅ কে অংশগ্রহণ করতে পারবে?
একাদশ, দ্বাদশ ও ২০২৫ এর এইচএসসি পরীক্ষার্থীরা
🏆 পুরস্কারসমূহ:
🥇 চ্যাম্পিয়ন: ৫০,০০০ টাকা
🥈 প্রথম রানারআপ: ৪০,০০০ টাকা
🥉 দ্বিতীয় রানারআপ: ৩০,০০০ টাকা
⭐ সেরা প্রতিযোগী: ১০,০০০ টাকা
🎁 এছাড়াও সকল অংশগ্রহণকারীর জন্য থাকবে সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার
📋 অংশগ্রহণের নিয়ম
নির্দিষ্ট Google Form এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
নির্ধারিত ডেডলাইনের আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন শেষে নিশ্চিতকরণ মেইল/বার্তা পাবেন।
👉 এখনই রেজিস্ট্রেশন করুন ও বিস্তারিত জানতে ভিজিট করুন:
🔗 Registration Link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdmrXv-Nit8qdgvnu8mL9iLCoHykdve27EZ4Q71NHm7JFHS2g/viewform?usp=header
Where is it happening?
Nishatnagar, Turag, Dhaka 1230, Bangladesh, 1230 Dhaka, Bangladesh, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:
