BookingPapee.Com এর সাথে ঘুরে আসুন রাতারগুল-সোয়াম্প ফরেস্ট ও ভোলাগঞ্জ সাদা পাথর।

Schedule

Thu Sep 19 2024 at 10:00 pm

UTC+06:00

Location

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka ,1217, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA

Advertisement
Booking Paper.Com এর সাথে ঘুরে আসুন রাতারগুল সোয়াম্প ফরেস্ট, ভোলাগঞ্জের সাদা পাথর, মালিনীছড়া চা-বাগান এবং মাজার। ---------------------------------------------------------------------------------
❑ ভ্রমণ এর তারিখ এবং সময়ঃ বৃহষ্পতিবার রাত ১০ঃ০০ টা থেকে শনিবার সকাল ০৬ঃ০০ টা পর্যন্ত।
🔖ট্যুর- ০১
➡️যাত্রার তারিখ:- ১৯ সেপ্টেম্বর ২০২৪ রাতে ঢাকা থেকে,
➡️ফেরার তারিখ:- ২০ সেপ্টেম্বর ২০২৪ রাতে সিলেট থেকে।
🔖ট্যুর- ০২
➡️যাত্রার তারিখ:- ২৬ সেপ্টেম্বর ২০২৪ রাতে ঢাকা থেকে,
➡️ফেরার তারিখ:- ২৭ সেপ্টেম্বর ২০২৪ রাতে সিলেট থেকে।
❑ ভ্রমণের খরচঃ ২৪৫০ টাকা (জনপ্রতি)
❑ বুকিং এর জন্য অগ্রিম পাঠাতে হবেঃ ১০২০ টাকা (বিকাশ খরচ সহ)
❑ বিকাশঃ
০১৬২৫৭৯৫৭৫৩ (ব্যক্তিগত)
০১৬২৯১০৬১৬৮ (ব্যক্তিগত)
❑ নগদঃ
০১৬২৫৭৯৫৭৫৩ (ব্যক্তিগত)
❑ ব্যাংক একাউন্টঃ
Booking Paper
Social Islami Bank Ltd.
Kalachandpur Sub Branch
5921330000263
❑ বিকাশে বুকিং এর টাকা পাঠানোর পর অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে আপনার নাম, মোবাইল নাম্বার, ইভেন্টের নাম, বিকাশ/নগদ নাম্বার এস.এম.এস করবেন। ব্যাংকে ডিপোজিট করলে স্লিপটি হোয়াটসঅ্যাপ কিংবা পেজের ইনবক্সে পাঠাতে হবে।
---------------------------------------------------------------------------------
❑ ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
--------------------------------
- ডে-০১ঃ বৃহষ্পতিবার রাত ১০ঃ০০ টায় বাসে করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা।
- ডে-০২ঃ শুক্রবার ভোরে সিলেট নেমে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিবো। তারপর রিজার্ভ লেগুনায় করে আমরা প্রথমে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট। নৌকা করে জলাবন ঘুরে আবার লেগুনায় চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। মাঝে সেরে নিবো দুপুরের খাবার। তারপরে মালিনীছড়া চা-বাগানসহ
তিনটি স্পট দেখা শেষ করে রওনা হবো সিলেটের উদ্দেশ্যে। সিলেটের বিখ্যাত পাঁচ ভাই/পানশী হোটেলে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
- ডে-০৩ঃ সকাল ০৬ঃ০০ টার মধ্যে ঢাকা পৌঁছাবো ইন শা আল্লাহ্‌। অর্থাৎ শনিবার ঢাকা এসে আপনারা অফিস করতে পারবেন।
---------------------------------------------------------------------------------
❑ ভ্রমণের স্থান সমূহঃ
--------------------------
☑ সাদা পাথর, ভোলাগঞ্জঃ সাদা পাথর, ধলাই নদী, রোপওয়ে ও সীমান্তের খাসিয়া-জৈন্তা পাহাড়। ভোলাগঞ্জে ধলাই নদীতে দেশের সর্ব বৃহত্তম পাথর কোয়ারি অঞ্চল। প্রতি বর্ষায় ভারতের খাসিয়া পাহাড় থেকে নেমে আসা ঢলের সাথে নেমে আসে পাথর। এখান থেকে পাথর সংগ্রহ করে রোপওয়ের সাহায্যে পাঠানো হতো ছাতক। ১৯৬৪ সালে নির্মিত হয় এই ১১ কিলোমিটার লম্বা রোপওয়ে।
☑ রাতারগুল সোয়াম্প ফরেস্টঃ রাতারগুল সোয়াম্প ফরেস্ট (Ratargul Swamp Forest) সিলেটের অন্যতম এক দর্শনীয় স্থান যা বাংলাদেশের এক মাত্র মিঠাপানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃত।চিরসবুজ এই বন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত। বর্ষা মৌসুমে এখানে ভিড় করে পর্যটকগণ। ডিঙি নৌকাতে চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপসুধা।
--------------------------------------------------------------------------
❑ ট্যুর ফি'তে যা যা থাকছেঃ
---------------------------------------
☑ ঢাকা - সিলেট - ঢাকা নন এ/সি বাস টিকেট।
☑ সিলেটে পৌঁছানোর পর সকালের ব্রেকফাষ্ট, দুপুরের খাবার ও রাতের খাবার এবং সন্ধ্যায় টুকিটাকি স্ন্যাকস।
☑ লোকাল ট্রান্সপোর্ট।
☑ নৌকায় ঘোরাঘুরির খরচ।
☑ এন্ট্রি টিকেট
☑ অভিজ্ঞ গাইড
❑ যা থাকছেনাঃ
----------------------
☑ কোন ব্যক্তিগত খরচ।
☑ ঢাকা থেকে সিলেট আসা যাওয়ার পথে যাত্রা বিরতিতে খাবার।
☑️ রাতের খাবার।
☑ কোন প্রকার ঔষধের খরচ।
☑ কোন প্রকারের দুর্ঘটনা জনিত বীমা। ---------------------------------------------------------------------------------
❑ যা সাথে নিতে পারেনঃ
---------------------------------
১. ন্যাশনাল আইডি কার্ড। না থাকলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি।
২. হালকা ব্যাকপ্যাক।
৩. সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
৪. ব্রাশ।
৫. প্রয়োজনীয় ঔষধ।
৬. ক্যামেরা এবং এর এক্সট্রা ব্যাটারি।
৭. চার্জের জন্য পাওয়ার ব্যাংক।
৮. হেডফোন।
----------------------------------------------------------------------------
আমাদের ট্যুর কেন অন্যদের থেকে আলাদা তার কিছু কারণ হলোঃ
১. ট্যুর চলাকালীন একজন গাইড সার্বক্ষনিক গ্রুপের সাথে থাকেন যার ফলে কারো কোন সমস্যা হলে সাথে সাথে তার সমাধানের চেষ্টা করা হয়।
২. আমাদের প্রতিটি ট্যুর পরিকল্পনামাফিক হয়ে থাকে। আর তাই লোকাল ট্রান্সপোর্ট, হোটেল সবকিছুর ব্যবস্থা আগে থেকেই করা থাকে। যার কারনে কোথাও কোন ধরণের ভোগান্তি পোহাতে হয় না।
৩. স্ট্যান্ডার্ড মানের হোটেল এর ব্যবস্থা করা হয়ে থাকে।
৪. ট্যুর মেম্বারদের ঘোরাঘুরির ক্ষেত্রে যথেষ্ট সময় দেওয়া হয়।
৫. একটি সুন্দর ও আনন্দময় ট্যুরের জন্য আপ্রাণ চেষ্টা করা হয়।
৬. কোন ধরনের হিডেন চার্জ নেই।
৭. নিরাপত্তার ক্ষেত্রে ১০০% নজর দেওয়া হয়।
৮. সোজাকথা, আপনি আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবারের সাথে ট্যুরে যেভাবে উপভোগ করে থাকেন আমাদের ট্যুরগুলো ঠিক সেভাবেই আয়োজন করা হয়ে থাকে।
*** মনে রাখবেন সস্তা ট্যুর কখনই ভালো হয়না।
---------------------------------------------------------------------------------
★★বরাবরের মতই মেয়েদের নিরাপত্তার বেপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে ।
⏩বিঃদ্রঃ যেকোন সময় যেকোন পরিস্থিতিতে বাস আসন ও ট্যুর প্ল্যান এমনকি ট্যুর ডেট পরিবর্তন করার ক্ষমতা শুধুইমাত্র উক্ত ট্যুর কমিটির হাতে অর্পিত থাকিবে )
----------------------------------------------
দেশ ও দেশের বাহিরে কর্পোরেট,ফ্যামিলি, বন্ধুবান্ধব কিংবা কাষ্টমাইজ ট্যুর প্যাকেজের জন্য তাছাড়া ট্যুর সম্পর্কিত যে কোন তথ্য জানতে কল করতে পারেন :-
☎️ 01629106168
☎️ 01701314976
-------------------------------------------
🏢অফিসে এসেও সরাসরি টাকা দিতে পারেন 😕
64-68 East commercial complex. room-204, Komolapur , Motijheel dhaka-1000.
Advertisement

Where is it happening?

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka ,1217, Dhaka, Dhaka Division, Bangladesh

Event Location & Nearby Stays:

Booking Paper

Host or Publisher Booking Paper

It's more fun with friends. Share with friends

Discover More Events in Dhaka

\u09ae\u09be\u09a4\u09cd\u09b0-\u09e7\u09e9\u09eb\u09e6\u09f3 \u09e8\u09e6\u09b6\u09c7 \u09b8\u09c7\u09aa\u09cd\u099f\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0 \u09b6\u09c1\u0995\u09cd\u09b0\u09ac\u09be\u09b0 \u09b2\u09be\u09b2 \u09aa\u09be\u09b9\u09be\u09dc\u09c7\u09b0 \u09a6\u09c7\u09b6 \u09b0\u09be\u0999\u09cd\u0997\u09be\u09ae\u09be\u099f\u09bf \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3
Thu Sep 19 2024 at 10:00 pm মাত্র-১৩৫০৳ ২০শে সেপ্টেম্বর শুক্রবার লাল পাহাড়ের দেশ রাঙ্গামাটি ভ্রমণ

রাঙামাটি,কাপ্তাই লেক,শুবলং পাহাড় শুভলং ঝর্ণা,ঝুলন্ত ব্রিজ

BookingPapee.Com \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u0998\u09c1\u09b0\u09c7 \u0986\u09b8\u09c1\u09a8 \u09b0\u09be\u09a4\u09be\u09b0\u0997\u09c1\u09b2-\u09b8\u09cb\u09df\u09be\u09ae\u09cd\u09aa \u09ab\u09b0\u09c7\u09b8\u09cd\u099f \u0993 \u09ad\u09cb\u09b2\u09be\u0997\u099e\u09cd\u099c \u09b8\u09be\u09a6\u09be \u09aa\u09be\u09a5\u09b0\u0964
Thu Sep 19 2024 at 10:00 pm BookingPapee.Com এর সাথে ঘুরে আসুন রাতারগুল-সোয়াম্প ফরেস্ট ও ভোলাগঞ্জ সাদা পাথর।

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka ,1217, Dhaka, Dhaka Division, Bangladesh

Welcome to my Facebook page \ufffd\ufffd\ufffd
Thu Sep 19 2024 at 11:00 pm Welcome to my Facebook page ���

Dhaka, Bangladesh

Shout out to my newest followers! Excited to have you onboard!
Thu Sep 19 2024 at 11:00 pm Shout out to my newest followers! Excited to have you onboard!

Baridhara DOHS

Shout out to my newest followers! Excited to have you onboard!
Thu Sep 19 2024 at 11:00 pm Shout out to my newest followers! Excited to have you onboard!

Rajendrapur Cantt gazipur sador, Dhaka, Dhaka Division, Bangladesh

EWUDC INVITATIONALS 1.0
Fri Sep 20 2024 at 12:00 am EWUDC INVITATIONALS 1.0

EAST WEST UNIVERSITY, Dhaka, Dhaka Division, Bangladesh

SPORTS TOURNAMENTS
All Eyes On University of Dhaka\ud83d\ude10
Fri Sep 20 2024 at 12:00 am All Eyes On University of Dhaka😐

University of Dhaka

Sakal's Nasty Nasto
Fri Sep 20 2024 at 03:00 am Sakal's Nasty Nasto

Gazipur, Dhaka Division, Bangladesh

LIVE-MUSIC
Free seminar on Europe Visit Visa
Fri Sep 20 2024 at 04:00 am Free seminar on Europe Visit Visa

Address: House#25, Road#05, Block#J, Banasree,Rampura, DHAKA-1219

WORKSHOPS
ActivePulse 15K
Fri Sep 20 2024 at 04:30 am ActivePulse 15K

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

SPORTS WORKSHOPS
Rakeen Runners Endurance Training (Season -1)
Fri Sep 20 2024 at 05:30 am Rakeen Runners Endurance Training (Season -1)

Unani & Ayurvedic Medical College & Hospital

WORKSHOPS HEALTH-WELLNESS

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events