"নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট পুনর্মিলনী উৎসব ২০২৫"

Schedule

Sat Nov 15 2025 at 08:00 am to 12:00 pm

UTC+06:00

Location

Police Line Road, Narsingdi, Bangladesh | Mymensingh, BD

Advertisement
🎉 নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী ২০২৫
📝 রেজিস্ট্রেশন চলবে: ২ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://npi-aa.com/alumni/index
📅 তারিখ: অনুষ্ঠানটি হবে ১৫ নভেম্বর ২০২৫
👉 রিইউনিয়নে অংশগ্রহণের নিয়মাবলী:
১। নিবন্ধন বাধ্যতামূলক:
রিইউনিয়নে অংশগ্রহণ করতে হলে সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
(স্বামী-স্ত্রী একই প্রতিষ্ঠানের প্রাক্তন হলে উভয়কেই আলাদা রেজিস্ট্রেশন করতে হবে)

২। রেজিস্ট্রেশন ফি: 👇
প্রাক্তন শিক্ষার্থী: ১০০০/-
বর্তমান শিক্ষার্থী: ৪০০/-
অতিথি (শুধুমাত্র পরিবার সদস্য): ৫০০/-
(বি.দ্র: রেজিস্ট্রেশন ফি ফেরতযোগ্য হবে না)
৩। আচরণবিধি:
অংশগ্রহণকারীদের শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।
মাদক, ধূমপান বা বিশৃঙ্খল আচরণ পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
৪। গেস্ট / পরিবার সদস্য:
যারা পরিবার সদস্যকে অতিথি হিসেবে আনতে চান, তাদের রেজিস্ট্রেশনের সময় আলাদাভাবে তালিকাভুক্ত করতে হবে এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে।
৫। সাংস্কৃতিক ও অন্যান্য আয়োজন:
শুধুমাত্র রেজিস্ট্রেশন সম্পন্নকারী সদস্যরাই সাংস্কৃতিক ও অন্যান্য আয়োজন উপভোগ করতে পারবেন।
৬। খাবার ব্যবস্থা:
অংশগ্রহণকারীদের জন্য পূর্ব-নির্ধারিত ব্যবস্থাপনায় খাবারের আয়োজন করা হবে।
৭. পরিষ্কার-পরিচ্ছন্নতা:
অনুষ্ঠানস্থল ও আশপাশ পরিষ্কার রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
প্লাস্টিক, খাবারের মোড়ক বা পানির বোতল নির্ধারিত জায়গায় ফেলতে হবে।
৮। বিশেষ পরিস্থিতি:
কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতিতে সময়সূচি পরিবর্তিত হতে পারে। আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে
📣 স্লোগান:
"এসো মিলি স্মৃতির প্রাঙ্গণে, প্রাণের উৎসবে"
📬 যোগাযোগ:
আরো জানতে এবং প্রয়োজনে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে👉https://www.facebook.com/narsingdigovtpoly
Advertisement

Where is it happening?

Police Line Road, Narsingdi, Bangladesh, Mymensingh, Bangladesh

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.
Narsingdi Govt Polytechnic Institute

Host or Publisher Narsingdi Govt Polytechnic Institute

Ask AI if this event suits you:

Discover More Events in Mymensingh

3rd National Career Carnival 2025
Fri, 28 Nov at 10:00 am 3rd National Career Carnival 2025

Bangladesh Agricultural University, Mymensingh, Dhaka Division, Bangladesh

CARNIVALS
International Conference on the Future Trends in Emerging National Security Challenges in Asia
Wed, 03 Dec at 09:00 am International Conference on the Future Trends in Emerging National Security Challenges in Asia

Bangladesh University of Professionals, Mirpur Cantonment, Dhaka, Dhaka Division, Bangladesh

BUSINESS CONFERENCES
\u0997\u09cd\u09b0\u09be\u09ae\u09cd\u09af \u0995\u09b0\u09cd\u09ae\u09b6\u09be\u09b2\u09be
Thu, 04 Dec at 03:00 pm গ্রাম্য কর্মশালা

Tangail-টাংগাইল

WORKSHOPS
\u09ac\u09bf\u09a6\u09cd\u09af\u09be\u09b2\u09df\u09c7\u09b0 \u09b6\u09a4 \u09ac\u09be\u09b0\u09cd\u09b7\u09bf\u0995\u09c0 \u09aa\u09be\u09b2\u09a8\u0964
Thu, 25 Dec at 08:00 am বিদ্যালয়ের শত বার্ষিকী পালন।

কেওয়াটখালী, ময়মনসিংহ

\ud83c\udf3f \u09b8\u09cd\u09ae\u09c3\u09a4\u09bf\u09b0 \u09aa\u09a5 \u09a7\u09b0\u09c7 \u098f\u0995\u09b8\u09be\u09a5\u09c7...\ud83d\udc9a
Fri, 26 Dec at 10:00 am 🌿 স্মৃতির পথ ধরে একসাথে...💚

China Badh, Sirajganj - চায়না বাঁধ, সিরাজগঞ্জ

What's Happening Next in Mymensingh?

Discover Mymensingh Events