শীতে গ্রামভ্রমণ ও গ্রামের রিসোর্টে থাকা
Schedule
Fri, 05 Dec, 2025 at 06:00 am to Sat, 06 Dec, 2025 at 10:00 pm
UTC+06:00Location
Mymensingh City | Mymensingh, BD
                  		Advertisement
                   		                   		 
                  	
                  
                                    
                  শীতের শুরুতেই গ্রামভ্রমণ 🙂🙂পরিচিত স্পটে ট্যুর তো সবসময়ই হয়, এবার চেনাজানা গন্ডির বাইরেই হোক ট্যুর 🙂🙂। ডিসেম্বরের শুরুতেই আমাদের গ্রুপ Travellers Forum আয়োজন করছে ভিলেজ ট্যুর। ঘুরবেন দুর্দান্ত সুন্দর একটা গ্রাম এবং থাকবেন গ্রামে গড়ে ওঠা একটি চমৎকার এসি কটেজে।
*** আয়োজনটি হবে আমার নিজের গ্রামেই...
*** ঢাকা থেকে মাত্র ২.৫-৩ ঘন্টার দূরত্ব
*** কমিউনিটি বেজড ট্রিপ হবে
*** ফ্যামিলি/কাপলদের রাত্রিযাপনের জন্য এসি কটেজ থাকবে
*** খোলা মাঠ থাকবে ঘুরার জন্য
*** মাটির চুলায় রান্না করা খাবার থাকবে
*** শীতের পিঠা থাকবে
*** গ্রামের মেঠোপথ, বাজার থাকবে
এই সকল সুবিধাই পাবেন আমাদের ভিলেজ ট্রিপে। মূলত ২ দিনের ট্রিপ হবে।
গ্রামভ্রমণ, এসি কটেজে থাকা, ২ নাস্তা, ২ লাঞ্চ, ১ ডিনার ও অন্যান্য আনুষঙ্গিক খরচ নিয়ে জনপ্রতি খরচ ৪০০০ টাকা।
*** ঢাকা থেকে আসা-যাওয়া খরচ আলাদা যুক্ত হবে। বাসে/ট্রেনে আসলে ১০০০ এর মাঝেই আসা-যাওয়া করা সম্ভব।
*** আপাতত এই ট্রিপে ১০ জন আসতে পারবেন।
চেনাজানা গন্ডির বাইরে কমিউনিটি বেজড এরকম চমৎকার ভিলেজ ট্রিপে যেতে চাইলে যোগাযোগ করুন: +8801718161716 (Mobile and WhatsApp)
                    	 
                    	 Advertisement
                    	                    		 
                    
                  
                  Where is it happening?
Mymensingh City, Mymensingh City,Mymensingh, BangladeshEvent Location & Nearby Stays:
									Know what’s Happening Next — before everyone else does. 
								
							



