৯ম শিল্প ও সাহিত্য প্রতিযোগিতা ২০২৫ | নটর ডেম নাট্যদল
Schedule
Wed, 19 Feb, 2025 at 12:00 am to Thu, 20 Feb, 2025 at 11:59 pm
UTC+06:00Location
Notre Dame College, Dhaka | Dhaka, DA
Advertisement
নটরডেম নাট্যদল শুধু একটি নাটকের দল নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি বিকাশের এক উৎকৃষ্ট ক্ষেত্র। এরই ধারাবাহিকতায় এবারে নটর ডেম নাট্যদল ১৯ ও ২০ ফেব্রুয়ারি আয়োজন করছে "৯ম শিল্প সাহিত্য প্রতিযোগিতা ২০২৫"। অংশগ্রহণ করতে পারবে ২৫ ও ২৬ ব্যাচের নটরডেমিয়ানরা।
🟠 প্রতিযোগিতা ও নিয়মাবলি :
◼️অফলাইন
১) অভিনয় (একক)
২) ডাম্ব শ্যারেডস (দ্বৈত)
🔺কথা নয়, শুধু অভিনয়! শরীরের ভাষা আর
মুখভঙ্গিতে বোঝাতে হবে সিনেমা, বই, প্রবাদ বা চরিত্রের নাম।
৩) সিনে-কুইজ
🔺 তারেক মাসুদ এবং সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্র
৪) বাংলা অলিম্পিয়াড
🔺 উচ্চ মাধ্যমিক বাংলা বই (প্রথম পত্র)
৫) রেড লাইট গ্রীন লাইট
🔺"গ্রিন লাইট!" বলা হলে সবাই দৌড়াবে।
🔺 "রেড লাইট!" বলা মাত্র সবাইকে সাথে সাথে স্থির হয়ে যেতে হবে।
🔺 কেউ যদি রেড লাইটে নড়ে, তবে তাকে আবার শুরুতে ফিরে যেতে হবে!
🔺 যে প্রথমে ফিনিশ লাইনে পৌঁছাবে, সে বিজয়ী হবে!
বিঃদ্রঃ প্রতিযোগীর উপর নির্ভর করে কয়েকটি রাউন্ডে হতে পারে, সেরা তিনজন নিয়ে।
৬) অভিনয় (দলীয়- সর্বোচ্চ ৫ জন)
৭) যেমন খুশি তেমন সাজো
৮) মূকাভিনয়
৯) মিমিক্রি
১০) স্ট্যান্ড আপ কমেডি
১১) স্ক্রিপ্ট রাইটিং
🔺নাটক - সর্বোচ্চ ৫ অঙ্ক/ দৃশ্য।)
🔺প্রতিযোগী যেকোন বিষয়ে স্ক্রিপ্ট লিখে বুথে নাম রোলসহ নাট্যদলের দায়িত্বপ্রাপ্ত সদস্যের কাছে জমা দেবে।
◼️অনলাইন
১) পোস্টার ডিজাইনিং (মুভি রিলেটেড)
২) সিনেমাটোগ্রাফি
৩) শর্ট ফিল্ম ( কলাকুশলী ও অভিনেতাসহ সর্বোচ্চ ৫ জন)
৪) ক্যারেক্টার ফটোগ্রাফি। ( যেকোন সিনেমা/ সাহিত্যের চরিত্র)
অনলাইন ইভেন্টগুলো নিম্নোক্ত ই-মেইলে ড্রাইভ করে জমা দিতে হবে।
[email protected]
🟠 রেজিস্ট্রেশন ফি
১) দলীয় সেগমেন্ট
◾অভিনয় (দলীয়- সর্বোচ্চ
৫ জন) ১৫০ টাকা
◾শর্টফিল্ম ( সর্বোচ্চ -৫ জন) ১৫০ টাকা।
২) দ্বৈত সেগমেন্ট
◾ডাম্ব শারেডস - ৮০ টাকা
৩) জেনারেল সেগমেন্টস
◾প্রতিটি আলাদা সেগমেন্ট - ৫০ টাকা
#অনলাইন সব সেগমেন্টের জন্য গুগল ফর্ম নিচে সংযুক্ত করা হয়েছে। সেই সাথে দেয়া হয়েছে টাকা জমা দেবার জন্য বিকাশ ও নগদ নাম্বার।
https://forms.gle/LoAREd5eCgxFBAxPA
বিকাশ/ নগদে টাকা জমা দেবার নাম্বার : 01569133802
📍 প্রতিযোগিতার সময়সূচি নটর ডেম নাট্যদলের
পেইজে প্রকাশ করা হবে।
সেরা তিন জনকে পুরস্কৃত করার পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে। বাংলা অলিম্পিয়াড ও সিনে অলিম্পিয়াডে ৫ টি করে পুরস্কার প্রদান করা হবে।
যেকোন প্রয়োজনে -
ওমায়ের -01302-318283
সাজ্জাদ - 01864-701782
Advertisement
Where is it happening?
Notre Dame College, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: