জোছনাতরীর সাথে বান্দরবান সিটির রিল্যাক্স ট্যুর
Schedule
Thu, 13 Feb, 2025 at 10:00 pm to Sun, 16 Feb, 2025 at 06:00 am
UTC+06:00Location
বান্দরবান | Dhaka, DA
Advertisement
আপনারা যারা বান্দরবানের পাহাড় দেখতে চান কিন্তু হাঁটতে পারেন না অথবা ট্রেকিং পছন্দ করেন না, কেবল তাদের জন্য এ ইভেন্ট। হ্যাঁ, বান্দরবান শহরের আশেপাশের সকল স্পট (নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত, মেঘলা, প্রান্তিক লেক ও স্বর্ণমন্দির) ঘোরা হবে দুইদিনে।#যাত্রার_তারিখ: ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা
#ফেরার_তারিখ: ১৬ ফেব্রুয়ারি ভোর ৬ টা
ইভেন্ট ফি:
পারহেড ৬৮০০ টাকা।
কাপল পারহেড ৭৮০০ টাকা।
বুকিং মানি:
৩০০০ টাকা
আপনার প্যাকেজটি দুটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেন:
১। ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে বুকিং কনফার্ম:
#DBBL Bank Account:
Account Name: Md. Akram Hossain
Account No: 107.151.105382
২। বিকাশ কিংবা রকেট এর মাধ্যমে বুকিং কনফার্ম:
01793183508 (Bkash-Personal)
016842877109 (Rocket)
ইভেন্ট ডিটেইলস:
১৩ ফেব্রুয়ারি
রাত ১০ টায় ফকিরাপুল থেকে বান্দরবন এর উদ্দেশ্যে যাত্রা শুরু।
১৪ফেব্রুয়ারি
সকালে বান্দরবান পৌঁছে আমরা আমাদের নির্দিষ্ট হোটেলে উঠব। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেবো। এর পর আমরা সোজা চলে যাব প্রান্তিক লেক । সবুজে ঘেরা আর মাঝখানে স্বচ্ছ পানির এক সুন্দর পরিবেশে আমরা কিছু সময় কাটাবো। এরপর যাব মেঘলাতে। এরপর মিনি সাফারী পার্ক, চিড়িয়াখানা, শিশুপার্ক ঘুরে , ক্যাবল কার এ চড়ে, চলে যাব রুপালী ঝর্ণাতে । ঝর্ণায় ঝাপিয়ে ক্ষুধা বাড়িয়ে চলে যাব দুপুরের খাবার খেতে । দুপুরের পরে যাব স্বর্ণমন্দিরে। স্বর্ণ মন্দিরে কিছু সময় কাটিয়ে চলে আসবো নীলাচলে । চলবে পাহাড় উপভোগ সূর্যাস্ত পর্যন্ত। এরপর হোটেলে ফিরে আসবো।
১৫ফেব্রুয়ারি
সকালে নাস্তা খেয়ে দীর্ঘ পথের এক ভ্রমণ শুরু হবে চান্দের গাড়িতে চেপে। গন্তব্য এবার বাংলাদেশর সবচেয়ে পরিচিত স্পট নীলগিরি। মেঘের ভেলা আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা নীলগিরি পৌঁছে যাব ঘণ্টা দুয়েকের মধ্যে। তার আগেই যাওয়ার পথে দেখে নেব চিম্বুক পাহাড় আর শৈলপ্রপাতের সৌন্দর্য।
নীলগিরিতে মেঘ-পাহাড়ের অনুপম খেলা দেখে এবার ফেরার পালা। বান্দরবান শহরে ফিরে এসে দুপুরের খেয়ে নেবো। তারপর রাতের খাবার খেয়ে রাত ৮ টার গাড়িতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
১৬ ফেব্রুয়ারি
সবকিছু ঠিকঠাক থাকলে সকাল ৬ টার মাঝে ঢাকায় পৌঁছে যাবো।
বান্দরবানের যেসকল স্পট দেখবো:
১) নীলগিরি
২) শৈলপ্রপাত
৩) নীলাচল
৪) চিম্বুক
৫) মেঘলা
৬)স্বর্ণমন্দির
৭)প্রান্তিক লেক
৮) রূপালী ঝর্ণা
৯) মিনি সাফারী পার্ক
যা যা থাকছে ভ্রমণের এর মাধ্যে:
>> ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাসের টিকেট।
>> মেঘলা ও নীলাচল ঘোরার জন্য জিপ ভাড়া।
>> চিম্বুক-নীলগির ঘোরার জন্য রিজার্ভ জিপ ভাড়া।
>> প্রতিদিন তিনবেলা খাবার।
>> গাইড ফি।
>>যাওয়া আসার বাস: নন-এসি চেয়ার কোচ।( শ্যামলী পরিবহন )
>> হোটেলের খরচ।
খাবার মেন্যু-
সকালের নাস্তা -ডিম +সবজি +পরটা +চা অথবা খিচুড়ি +ডিম ভু
যা যা ভ্রমণের মধ্যে থাকছে না:
১) বাসের যাত্রা বিরতির খাবার
২) দর্শনীয় স্থান সমুহের টিকেট (প্রবেশ ফি)
৩) ব্যক্তিগত খরচ যেমন লন্ড্রি, টেলিফোন কল, মিনারেল ওয়াটার , নরম ও হার্ড ড্রিংকস
৪) উল্লিখিত ভ্রমণপথের তুলনায় অতিরিক্ত ঘুরে বেড়ানো বা গাড়ির অতিরিক্ত ব্যবহারের খরছ।
৫) প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস , রাস্তা অবরোধের , রাজনৈতিক গোলযোগ ( ধর্মঘট ) ইত্যাদি কারণে উদ্ভূত কোন খরচ ক্রেতা ও ভোক্তাকে সরাসরি ঘটনাস্থলেই বহন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য :
* বুকিং-এর টাকা অফেরত যোগ্য।
কি কি নিতে হবে-
১) ব্যাগ ২) গামছা ৩) ছাতা ৪) টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু ৫) কেডস/ সেন্ডেল ৬) ক্যামেরা+ব্যাটারী+চার্জার ৭) পলিথিন ৮) সানক্যাপ ৯) সানগ্লাস ১০) সানব্লক ১১) টিস্যু ১২) ব্যক্তিগত ঔষধ ১৩) লোশন
১৪) শীতের কাপড়
আমাদের ফেইসবুক পেইজ: https://www.facebook.com/Jochhnatori.2016/
আমাদের ফেইজবুক গ্রুপ:
https://www.facebook.com/groups/179574469115935/
Advertisement
Where is it happening?
বান্দরবান, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: