৫ম আন্ত:বিভাগ বিতর্ক উৎসব ২০২৫
Schedule
Wed, 13 Aug, 2025 at 08:00 am to Thu, 14 Aug, 2025 at 08:00 pm
UTC+06:00Location
Tejgaon College, Dhaka, Bangladesh | Dhaka, DA
বর্তমান যুগ অনেকাংশেই প্রযুক্তিভিত্তিক যুগ- এখানে জ্ঞানের, তথ্যের সরবরাহ চলছে প্রতিনিয়ত, তবে যুগের বিপরীতে মনোযোগের বয়সসীমা নেমে এসেছে ত্রিশ সেকেন্ডেরও নিচে! অথচ এক যুগ আগেও আমাদের যৌক্তিক চিন্তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রধান হাতিয়ার ছিল মস্তিষ্কচর্চা, আজ সেই চর্চা ক্রমশই প্রতিস্থাপিত হচ্ছে স্ক্রল আর স্কিপের অভ্যাসে।
এক যুগের ব্যবধানে বদলে গেছে মানুষের সামগ্রিক চিন্তার কাঠামো, ধৈর্যের সীমা হয়েছে সংকুচিত।
আগামী আগষ্ট ১৩ ও ১৪, ২০২৫ এ তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রম ভিত্তিক পড়াশোনার পাশাপাশি যুক্তিবাদী, দুরদৃষ্টি সম্পন্ন, দক্ষ, ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত "মুক্তির পথে, যুক্তির স্লোগানে, উঠিতেছে জয়ধ্বনি", প্রতিপাদ্যকে সামনে রেখে " ৫ম আন্তঃ বিভাগ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। যেখানে যেখানে শাণিত হবে চিন্তার কাঠামো, ধৈর্যের সীমা এবং চর্চা করতে পারব মস্তিষ্কের ক্রমশ হারিয়ে যাওয়া সেই শৈল্পিকতা।একই সাথে এই উৎসবের উদ্দেশ্যে বিভাগ সমুহের মধ্যে মুক্ত চিন্তার বিকাশ ও আন্তঃ বিভাগ মিথস্ক্রিয়ার ক্ষেত্র সৃষ্টির মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা।
📅 তারিখ: ১৩ ও ১৪ আগস্ট, ২০২৫
📍 স্থান: তেজগাঁও কলেজে (প্রফেশনাল বিল্ডিং)
🎙️ বিষয়: মুক্ত
🎤 ফরম্যাট: বাংলা এশীয় সংসদীয় বিতর্ক
👥 দলপ্রতি: ৩ জন বিতার্কিক + ১/২ জন অতিরিক্ত
🏛️ অংশগ্রহণকারী দল: কলেজের বিভিন্ন বিভাগ
➡️ দল পাঠানোর শেষ সময়: ৬ অগাস্ট, ২০২৫ (বিকাল ৪ টা)
⚠️শুধু বিভাগীয় দলই অংশগ্রহণ করতে পারবে। দলের সকল সদস্যদের একই বিভাগের শিক্ষার্থী হতে হবে। সকল বিতার্কিককে অবশ্যই তেজগাঁও কলেজের শিক্ষার্থী হতে হবে।
প্রাইজ পুল:
🏆 চ্যাম্পিয়ন দল: চ্যাম্পিয়ন ট্রফি, ব্যক্তিগত ক্রেস্ট।
🏆রানার আপ দল: রানার আপ ট্রফি, ব্যক্তিগত ক্রেস্ট।
🏆প্রতিযোগিতার সেরা বিতার্কিক: ক্রেস্ট।
🏆ফাইনালের সেরা বিতার্কিক: ক্রেস্ট।
🏆সেরা স্বেচ্ছাসেবক: ক্রেস্ট (৩ জন)।
🏆সর্বোচ্চ সহযোগী বিভাগ: ক্রেস্ট
✅দলীয় নিবন্ধন ফর্মঃ https://forms.gle/t3sadmQu8axGChBQ8
✅একক নিবন্ধন ফর্মঃ https://forms.gle/DZ36txsoxXYgGtbV6
✅স্বেচ্ছাসেবক নিবন্ধন ফর্মঃ https://forms.gle/vhivhYZVYk4mpcDc7
১। বিতর্ক প্রতিযোগিতায় নিবন্ধনের ও স্বেচ্ছাসেবক তালিকা প্রেরণের শেষ তারিখ: ৬ আগস্ট, ২০২৫
২। বিতর্কটি হবে এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে। বিতর্কের ভাষা হবে বাংলা। তবে নিত্য ইংরেজি শব্দের ব্যবহারে অসুবিধা নেই।
৩। প্রতিটি দলে ন্যূনতম ৩ জন বক্তা থাকা বাধ্যতামূলক এবং অতিরিক্ত ১/২ জন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। পূর্বের যেকোন আন্তঃবিভাগ বিতর্ক উৎসবের বিজয়ী দলের সদস্য, আয়োজক কমিটির সদস্য, বর্তমান ও পূর্বের কার্য নির্বাহী কমিটির সদস্য বিতর্কে অংশগ্রহণ করতে পারবে না।
৪। ফাইনালের আগে মোট তিন পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিটি বিতর্কে গঠনমূলক পর্যায়ে প্রতিটি বক্তার জন্য সর্বোচ্চ বক্তব্যের সময় ৫ মিনিট নির্ধারিত থাকবে। যুক্তিখণ্ডন পর্যায়ের জন্য ৩ মিনিট বক্তব্যের সময় নির্ধারিত থাকবে। দলের প্রথম ও দ্বিতীয় বক্তার যেকোনো একজন যুক্তিখণ্ডন করতে পারবে।
৫। প্রথম পর্বে ৩ রাউন্ড বিতর্ক অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শেষে সর্বোচ্চ স্কোর ও সর্বাধিক জয়প্রাপ্ত ৮টি দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হবে। এরপর সেই সকল দল নিয়ে কোয়ার্টার ফাইনালে ১ রাউন্ড করে ৮টি দলের ৪টি বিতর্ক হবে। ৪টি বিতর্কের জয়ী দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে।
৬। প্রথম পর্বের ৩ রাউন্ড বিতর্কের জন্য ১০টি টপিক বা মোশন ৩ দিন আগেই দিয়ে দেওয়া হবে। যেখান থেকে ৩ টি টপিক বা মোশনে প্রথম পর্বের ৩ রাউন্ড বিতর্ক হবে।
৭। সেমিফাইনাল ও ফাইনালের বিতর্ক কলেজ কর্তৃক নির্ধারিত পরবর্তী সময়ে আয়োজন করা হবে।
৮। অংশগ্রহণকারী দলের জন্য ২ দিন অফলাইন ও ১ দিন অনলাইনে বিতর্কের সামগ্রিক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে, কর্মশালায় অংশগ্রহণ বাধ্যতামূলক। কর্মশালায় অংশ নেওয়া দলগুলোতে মেন্টর নিয়োগ করা হবে।
৯। বিচারক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত যোগ্য ও খ্যাতিমান ব্যক্তিবর্গ।
১০। সময়সীমা না মানা, নিয়ম লঙ্ঘন বা অনুপস্থিতির ক্ষেত্রে সংশ্লিষ্ট দলকে অযোগ্য ঘোষণা করা হতে পারে।
১১। কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ সকল বিতার্কিকদের মেডেল ও সনদ দেওয়া হবে।
১২। বিজয়ী দল, রানারআপ দল, টুর্নামেন্টের শ্রেষ্ঠ বক্তা, ফাইনালের শ্রেষ্ঠ বক্তাকে বিশেষ ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
১৩। শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে তিন জনকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি সকল স্বেচ্ছাসেবকদের জন্য থাকছে প্রশিক্ষণ, সনদ ও খাবারের ব্যবস্থা।
১৪। যে সকল বিভাগ থেকে সর্বাধিক দল প্রদান করা হবে, সর্বাধিক স্বেচ্ছাসেবক দেওয়া হবে ও সর্বোচ্চ সাহায্য গ্রহণ করা হবে, সার্বিক দিক বিবেচনায় সেই বিভাগ সর্বোচ্চ সহযোগী বিভাগ হিসেবে পুরস্কৃত করা হবে।
১৫। আয়োজক কর্তৃপক্ষ এই উৎসবের যেকোন পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করার ক্ষমতা সংরক্ষণ করে।
আপনাদের সহযোগিতায়:
➡️ সাদিয়া জাহান, সভাপতি, তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব, 01304304409
➡️ হাফিজা আক্তার সিনহা, সহ- সভাপতি, তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব, 01310272574
➡️ আবদুল্লাহ আল শাহরিয়া, সহ- সাধারণ সম্পাদক, তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব, 01518918293
➡️অপি খান, সাংগঠনিক সম্পাদক, তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাব, 01603843100
Where is it happening?
Tejgaon College, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: