৩১স্ট নাইটে ফানুস, পটকা আর আতশবাজি জ্বালানো প্রতিহত করুন! বিজাতীয় New Year ও 31st Night বর্জন করুন।
Schedule
Thu, 25 Dec, 2025 at 09:00 am
UTC+06:00Location
Dhaka Metropolitan | Dhaka, DA
তাছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় ফানুস পড়ার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আল্লাহর অবাধ্যতা ও পাপাচারের কারণে আমরা এমনিই ভূমিকম্প সহ নানান প্রলয়ঙ্করি দূর্যোগের ঝুঁকিতে আছি।
এই বছর যেকোন মূল্যে অশিক্ষিত ছাপড়িদের ফানুস, পটকা আর আতশবাজি জ্বালানো থেকে প্রতিহত করতে হবে। আপনার এলাকার জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করুন। সচেতনতা বৃদ্ধি করুন। সকলেই নিজে, নিজের পরিবার, মহল্লায়, মসজিদে, প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ প্রতিরোধমূলক কর্মকান্ড শুরু করুন।
আসন্ন বিজাতীয় 31st Night ও নিউ ইয়ার উদযাপনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করতে এখন থেকেই প্রচারনা ও একটিভিজম করতে হবে।
ওয়ামা আইলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমীন।
Where is it happening?
Dhaka Metropolitan, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:








