১১তম একক মূকাভিনয় প্রদর্শনী লাল মিছিল
Schedule
Thu, 06 Feb, 2025 at 06:30 pm
UTC+06:00Location
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেগুনবাগিচা, ঢাকা বাংলাদেশ | Dhaka, DA
Advertisement
জনপ্রিয় তরুণ মূকাভিনয় শিল্পী মীর লোকমান। অন্যায়-অবিচারের বিপরীতে নির্বাক ভাষায় রাজপথে তার সরব উপস্থিতি গত এক যুগের উপরে। মীর ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এবং ইনস্টিটিউট অব মাইম এন্ড মুভমেন্টের প্রতিষ্ঠাতা। দেশে-বিদেশে আটশোর মত প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। আগামী ০৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সন্ধ্যা ৬.৩০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তার ১১তম পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রদর্শনী 'লাল মিছিল' অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংঘটিত গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট আর বিশ্ব রাজনীতির নানা বিষয় উঠে আসবে এই প্রযোজনায়। মোট আটটি গল্প দিয়ে সাজানো হয়েছে প্রযোজনাটি।
Advertisement
Where is it happening?
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেগুনবাগিচা, ঢাকা বাংলাদেশ, বাংলাদেশ শিল্পকলা একাডেমী সেগুনবাগিচা, ঢাকা বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: