General Member Recruitment 2.0
Schedule
Thu, 06 Feb, 2025 at 10:00 pm
UTC+06:00Location
TSC, Jahangirnagar University, 1342 | Dhaka, DA
Advertisement
✨লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাস একটি সামাজিক ও সেবামূলক সংগঠন, যা তরুণদের নেতৃত্ব এবং সেবামূলক কাজে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করে। 🔸যারা এই ক্লাবের সদস্য তাদেরকে সাধারণত "লিও" বলে সম্বোধন করা হয়। প্রত্যেক লিও তাদের বিভিন্ন কার্যক্রম যেমন বিভিন্ন ধরনের ক্যাম্পিং,সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণের মাধ্যমে আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করার সুযোগ পায়।
🔸লিও ক্লাবের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক লায়ন এবং লিওদের সঙ্গে নেটওয়ার্কিং করার সুযোগ মেলে। এটি ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় ধরনের সুবিধা প্রদান করে।
🔸লিও ক্লাব একটি আন্তর্জাতিক ক্লাব। সদস্য থাকাকালীন তাদের একটি আন্তর্জাতিক আইডি থাকে এবং মেয়াদ শেষ হলে লিওরা তাদের অবদানের স্বীকৃতি হিসেবে একটি আন্তর্জাতিক সার্টিফিকেট লাভ করে।
🔸আপনি কি নিজের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে অবদান রাখতে চান? তাহলে এখনই যুক্ত হোন লিও ক্লাবে!
Registration link- (copy the link and open in google chrome)
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScX8-svJBKIceI8DOKo3COOaa1npMpBfxXx8BCn2BnKgK6Qrg/viewform?usp=header
Advertisement
Where is it happening?
TSC, Jahangirnagar University, 1342, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, JU, সাভার, বাংলাদেশ,Gerua, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: