১০ম মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বিতর্ক উৎসব-২০২৫
Schedule
Wed, 05 Feb, 2025 at 08:00 am to Sun, 09 Feb, 2025 at 06:00 pm
UTC+06:00Location
Dr. Muhammad Shahidullah Hall | Dhaka, DA
Advertisement
সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বাংলাদেশের একমাত্র জাতীয় বিতর্ক উৎসব বছর ঘুরে আবারো এলো ১০ম বারের মতো। জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণা এবং বাংলার আবহমান সংস্কৃতি ধারণ করার অঙ্গীকার নিয়ে পর্দা উঠছে '১০ম মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বিতর্ক উৎসব ২০২৫' - এর।
উৎসবের সময়কাল _________________________
২১ মাঘ থেকে ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
০৫ থেকে ০৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ। _____________________________________________
এবারের প্রতিপাদ্য _______________________________
"যুক্তিবোধের সেঁউতি চালাও মুক্ত স্বাধীন প্রান্তরে।"
_____________________________________________
আয়োজনে থাকছে- ....................................................
০৫ ফেব্রুয়ারি ২০২৫:
উদ্বোধনী অনুষ্ঠান
স্মারক ম্যাগাজিন 'বিস্ময়'-এর মোড়ক উন্মোচন
বাংলার ঐতিহ্যবাহী গানের আসর
পুঁথিপাঠ
আলোকচিত্র প্রদর্শনী
০৬ ফেব্রুয়ারি ২০২৫:
আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা (সংসদীয় বিতর্ক)
(১ম অধিবেশন, ২য় অধিবেশন, ৩য় অধিবেশন ও ঊনশেষ পর্ব)
০৭ ফেব্রুয়ারি ২০২৫:
আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা -বিশ্ববিদ্যালয় পর্যায়
(সংসদীয় বিতর্ক)
(১ম অধিবেশন, ২য় অধিবেশন, ৩য় অধিবেশন, প্রাক-অষ্টরণ পর্ব ও অষ্টরণ পর্ব )
০৯ ফেব্রুয়ারি, ২০২৫:
মহাদ্বৈরথ (আন্তঃকলেজ)
ঊনশেষ ও মহাদ্বৈরথ (আন্তঃক্লাব)
সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ
_____________________________________________
প্রতিযোগিতার সাধারণ নিয়ম:
১. যেকোনো ক্লাব নিবন্ধন ও স্লট প্রাপ্তি সাপেক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২. বাংলা ভাষায় এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে।
৩. প্রথম পর্যায়ে ট্যাব পদ্ধতি অনুসরণ করা হবে।
৪. ট্যাব পর্বে প্রত্যেক দল তিন রাউন্ড বিতর্ক করার সুযোগ পাবে।
৫. বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩২টি দল নিয়ে ট্যাব পর্ব অনুষ্ঠিত হবে। তিন পর্ব বিতর্কের পর প্রাক-অষ্টরণ পর্বের জন্য ফলাফল ঘোষণা করা হবে। উত্তীর্ণ প্রথম ১২টি দল নিয়ে প্রাক-অষ্টরণ পর্ব অনুষ্ঠিত হবে।
৬. কলেজ পর্যায়ে ট্যাব রাউন্ডের দল সংখ্যার উপর নির্ভর করে অষ্টরণ/ প্রাক-ঊনশেষ/ ঊনশেষ পর্ব অনুষ্ঠিত হবে।
৭. নিবন্ধনকৃত দল সমূহের মধ্যে স্লট প্রাপ্তির ব্যাপারে আয়োজক কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।
___________________________________________
বিতর্কের বিষয়বস্তু- 'সাহিত্য ও সংস্কৃতি'
_____________________________________________
নিবন্ধন মাশুল- ৭১০/=
অন্তর্জাল নিবন্ধন সংযোগঃ
https://shorturl.at/xjsCw
প্রাক নিবন্ধনের শেষ সময়ঃ ২৭ জানুয়ারি ২০২৫
_____________________________________________
যে কোন প্রয়োজনে-
মোঃ রেজওয়ানুল হক (সভাপতি)
০১৭৭৪-১৫৯৯১৭
মাহির আজরফ (সাধারণ সম্পাদক)
০১৫৩৭-৭৯১৩২৯
১০ম মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বিতর্ক উৎসব ২০২৫
৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা (৬ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি)
আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা- বিশ্ববিদ্যালয় পর্যায়
৩২ টি দল (ট্যাব রাউন্ড)
(৭ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি)
প্রাক নিবন্ধন শেষ সময়: ২৮ জানুয়ারি ২০২৫
রাত: ১১:৫৯ মিনিট
রেজিস্ট্রেশন ফি প্রদানের মাধ্যম: 01537791329 (বিকাশ)
প্রতিযোগিতা সম্পর্কিত যেকোনো প্রয়োজনে:
মোঃ রেজওয়ানুল হক রাফি
সভাপতি, শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব
ঢাকা বিশ্ববিদ্যালয়
মোবাইল: 01774159917
মাহির আজরফ
সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ্ হল ডিবেটিং ক্লাব
ঢাকা বিশ্ববিদ্যালয়
মেবাইল: 01537791329
Advertisement
Where is it happening?
Dr. Muhammad Shahidullah Hall, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: