বাংলা আমার ভালোবাসা-কুইজ প্রতিযোগিতা ২০২৬
Schedule
Mon, 02 Feb, 2026 at 10:00 am
UTC+06:00Location
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকা | Dhaka, DA
বাংলা আমার ভালোবাসা-কুইজ প্রতিযোগিতা ২০২৬
৫০টি MCQ প্রশ্ন ব্যাংক
(এখান থেকে প্রতিযোগিতায় যেকোন ১৫টি প্রশ্ন থাকবে)
অংশ–ক : বাংলা ভাষা ও ব্যাকরণ (১–১৫)
১. বাংলা ভাষা কোন ভাষা পরিবারভুক্ত?
ক) দ্রাবিড়
খ) সেমিটিক
গ) ইন্দো-ইউরোপীয়
ঘ) চীনা
২. বাংলা স্বরবর্ণ কয়টি?
ক) ৯
খ) ১০
গ) ১১
ঘ) ১২
৩. বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক) ৩৯
খ) ৪০
গ) ৪১
ঘ) ৪২
৪. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি?
ক) মঙ্গলকাব্য
খ) চর্যাপদ
গ) শ্রীকৃষ্ণকীর্তন
ঘ) বৈষ্ণব পদাবলি
৫. চর্যাপদের ভাষা কী নামে পরিচিত?
ক) চলিত ভাষা
খ) সাধু ভাষা
গ) সন্ধ্যাভাষা
ঘ) আঞ্চলিক ভাষা
৬. ‘ক্ষ’ কোন ধরনের বর্ণ?
ক) স্বর
খ) ব্যঞ্জন
গ) যুক্তবর্ণ
ঘ) উপসর্গ
৭. চলিত ভাষার প্রবর্তক কে?
ক) রবীন্দ্রনাথ
খ) প্রমথ চৌধুরী
গ) বিদ্যাসাগর
ঘ) নজরুল
৮. বাংলা বর্ণমালার শেষ বর্ণ কোনটি?
ক) হ
খ) য়
গ) ড়
ঘ) ক্ষ
৯. বাংলা বানান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান—
ক) শিক্ষা বোর্ড
খ) বাংলা একাডেমি
গ) বিশ্ববিদ্যালয়
ঘ) ইউনেস্কো
১০. ‘বর্ণপরিচয়’ গ্রন্থের রচয়িতা—
ক) বঙ্কিমচন্দ্র
খ) বিদ্যাসাগর
গ) রবীন্দ্রনাথ
ঘ) মধুসূদন
১১. বাংলা ভাষার আধুনিক ব্যাকরণ প্রবর্তক কে?
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রামমোহন রায়
গ) হরপ্রসাদ শাস্ত্রী
ঘ) নজরুল ইসলাম
১২. বাংলা স্বরবর্ণের মধ্যে অল্প উচ্চারিত স্বর কোনটি?
ক) অ
খ) আ
গ) ই
ঘ) উ
১৩. বাংলা ব্যাকরণের অংশ—
ক) পদ
খ) বাক্য
গ) ক্রিয়া
ঘ) সবগুলো
১৪. ‘সংলাপ’ শব্দটি কোন ধরনের বাক্যাংশ?
ক) বিশেষ্যবাচক
খ) ক্রিয়াবাচক
গ) অব্যয়
ঘ) সমাস
১৫. ‘আমি’ কোন ধরনের শব্দ?
ক) বিশেষ্য
খ) সর্বনাম
গ) ক্রিয়া
ঘ) অব্যয়
অংশ–খ : ভাষা আন্দোলন ও ইতিহাস (১৬–৩০)
১৬. বাংলা ভাষা আন্দোলন সংঘটিত হয় কোন সালে?
ক) ১৯৪৭
খ) ১৯৪৮
গ) ১৯৫২
ঘ) ১৯৫৬
১৭. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিনে পালিত হয়?
ক) ২৬ মার্চ
খ) ১৬ ডিসেম্বর
গ) ২১ ফেব্রুয়ারি
ঘ) ১ মে
১৮. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে—
ক) জাতিসংঘ
খ) ইউনিসেফ
গ) ইউনেস্কো
ঘ) বিশ্বব্যাংক
১৯. ভাষা আন্দোলনের প্রধান কেন্দ্র—
ক) চট্টগ্রাম
খ) রাজশাহী
গ) ঢাকা
ঘ) খুলনা
২০. শহীদ মিনার কোথায় অবস্থিত?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) বাংলা একাডেমি
গ) সংসদ ভবন
ঘ) শাহবাগ
২১. ভাষা আন্দোলনের সময় শহীদদের সংখ্যা—
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
২২. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদদের মধ্যে ছিলেন—
ক) সালাম, বরকত, রফিক
খ) নজরুল, রবীন্দ্র
গ) হুমায়ুন, শেখ মুজিব
ঘ) রফিক, আজিজ, মনোয়ার
২৩. ভাষা আন্দোলনের নায়ক কে?
ক) আ ক ম শাহিদুল্লাহ
খ) শহীদ মিনারের শহীদরা
গ) শেখ মুজিবুর রহমান
ঘ) নজরুল ইসলাম
২৪. ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ—
ক) স্বাধীনতা স্হম্ভ
খ) শহীদ মিনার
গ) রাজপথ
ঘ) বঙ্গবন্ধু ভবন
২৫. ভাষা আন্দোলন কবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়?
ক) ১৯৯৯
খ) ২০০০
গ) ২০০১
ঘ) ২০০২
২৬. ‘আমার সোনার বাংলা’ রচয়িতা—
ক) নজরুল
খ) রবীন্দ্রনাথ
গ) জীবনানন্দ
ঘ) মাইকেল মধুসূদন
২৭. বাংলা ভাষা আন্দোলনের প্রথম সংগঠক—
ক) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ
খ) সাংবাদিকরা
গ) শিক্ষক সমাজ
ঘ) সাহিত্যিকরা
২৮. বাংলা ভাষা আন্দোলনের কারণে পাকিস্তানের সরকার—
ক) ভাষা মানতে বাধ্য হয়
খ) শিক্ষা বন্ধ করে দেয়
গ) শহীদ মিনার ভাঙে
ঘ) নতুন সংবিধান দেয়
২৯. ভাষা আন্দোলনের কেন্দ্রীয় ধারা—
ক) শিক্ষার মান
খ) ভাষার স্বীকৃতি
গ) অর্থনীতি
ঘ) সামাজিক সংস্কার
৩০. ১৯৫২ সালের ভাষা আন্দোলন কী জন্য?
ক) বাংলা ভাষার রাষ্ট্রভাষা স্বীকৃতি
খ) শিক্ষার জন্য
গ) রাজনীতি
ঘ) সাহিত্য প্রচার
অংশ–গ : সাহিত্য ও লেখক (৩১–৪০)
৩১. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস—
ক) কপালকুণ্ডলা
খ) দুর্গেশনন্দিনী
গ) বিষবৃক্ষ
ঘ) আলালের ঘরের দুলাল
৩২. ‘আলালের ঘরের দুলাল’ লেখক—
ক) প্যারীচাঁদ মিত্র
খ) দীনবন্ধু মিত্র
গ) বঙ্কিমচন্দ্র
ঘ) বিদ্যাসাগর
৩৩. বাংলা সাহিত্যে নোবেল বিজয়ী—
ক) নজরুল ইসলাম
খ) শরৎচন্দ্র
গ) রবীন্দ্রনাথ
ঘ) জীবনানন্দ
৩৪. ‘আমার সোনার বাংলা’ রচয়িতা—
ক) নজরুল
খ) রবীন্দ্রনাথ
গ) জীবনানন্দ
ঘ) মাইকেল
৩৫. বিদ্যাসাগর কাকে বলা হয়?
ক) গদ্যকার
খ) শিক্ষক ও সংস্কারক
গ) কবি
ঘ) নাট্যকার
৩৬. ‘মেঘনাদবধ কাব্য’ রচয়িতা—
ক) কাজী নজরুল ইসলাম
খ) বঙ্কিমচন্দ্র
গ) রবীন্দ্রনাথ
ঘ) জীবনানন্দ
৩৭. বাংলা ভাষার প্রথম ছাপাখানা কোথায়?
ক) চট্টগ্রাম
খ) শ্রীরামপুর
গ) কলকাতা
ঘ) ঢাকা
৩৮. বাংলা ভাষার প্রথম সংবাদপত্র—
ক) সমাচার দর্পণ
খ) যুগান্তর
গ) সংবাদ প্রভাকর
ঘ) আজাদ
৩৯. সমাচার দর্পণ প্রকাশিত হয়—
ক) ১৮০০
খ) ১৮১৮
গ) ১৮২১
ঘ) ১৮৩০
৪০. ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়—
ক) ১৮৫৫
খ) ১৮৫৬
গ) ১৮৫৭
ঘ) ১৮৫৮
অংশ–ঘ : সাধারণ ভাষা জ্ঞান (৪১–৫০)
৪১. বাংলা ভাষা কোন দেশে রাষ্ট্রভাষা?
ক) ভারত
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ
ঘ) নেপাল
৪২. বাংলা ভাষার শহীদ দিবস—
ক) ২৬ মার্চ
খ) ২১ ফেব্রুয়ারি
গ) ১৬ ডিসেম্বর
ঘ) ১ মে
৪৩. ‘বিদ্রোহী’ কবির নাম—
ক) রবীন্দ্রনাথ
খ) নজরুল ইসলাম
গ) জীবনানন্দ
ঘ) সুকান্ত
৪৪. বাংলা একাডেমি কোথায় অবস্থিত?
ক) চট্টগ্রাম
খ) ঢাকা
গ) রাজশাহী
ঘ) সিলেট
৪৫. বাংলা ভাষার লেখনীর লিপি—
ক) দেবনাগরী
খ) ব্রাহ্মী
গ) আরবী
ঘ) চীনা
৪৬. বাংলা ভাষার আধুনিক প্রবর্তক কে?
ক) রবীন্দ্রনাথ
খ) প্রমথ চৌধুরী
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) নজরুল
৪৭. বাংলা ভাষায় বর্ণ সংখ্যা—
ক) ৫০
খ) ৫১
গ) ৫২
ঘ) ৫৩
৪৮. বাংলা ভাষার ধ্বনি বিজ্ঞান—
ক) ব্যাকরণ
খ) ফোনেটিক্স
গ) শব্দতত্ত্ব
ঘ) অভিধান
৪৯. বাংলা ভাষার শহীদদের সংখ্যা—
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৫০. বাংলা ভাষার জাতিস্মৃতি দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি—
ক) ১৯৯৯
খ) ২০০০
গ) ২০০১
ঘ) ২০০২
Where is it happening?
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকা, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:



















