আফ্রিকা'র সর্বোচ্চ পর্বত কিলিমানজারো এবং মাসাইমারায় ট্যুরন্তের সাথে ( ০১ ফেব্রুয়ারি ২০২৬)

Schedule

Sun, 01 Feb, 2026 at 07:00 pm

UTC+06:00

Location

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217 | Dhaka, DA

Advertisement
⚠⚠এটি Touronto Travelers Group এর ইভেন্ট।
যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।

🌐আমাদের ওয়েবসাইটঃ www.tourontobd.com
📄আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
web.facebook.com/tourontobd/
👥আমাদের সকল ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপে :-
web.facebook.com/groups/tourontotravellers/

👨‍🔧👨‍🔧আমাদের সাথে কেন ভ্রমণ করবেনঃ
==========================
➡ আমাদের পরিচালনা টিমে রয়েছে দক্ষ ট্যুর পরিচালক যার জন্য আপনার প্রতিটা ট্যুর নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন
➡ ট্যুরন্ত সব সময়ই সার্ভিসে বিশ্বাসী তাই আপনার সার্ভিসের গ্যারান্টি ট্যুরন্ত নিজেই দিয়ে থাকে
➡ আমাদের ট্যুরের যাবতীয় তথ্য ইভেন্ট ডিটেইলস এ আপনি পেয়ে যাবেন। তাই আমাদের হিডেন চার্জ বলে কিছু নেই ।
➡ আমাদের ট্যুর গুলো একেকটি পরিবার। তাই আপনি পরিবারের সাথে ভ্রমণ করলে যে পরিবেশ পাবেন আশা করি ট্যুরন্তের সাথে ভ্রমণেও সেরকম পরিবেশই থাকবে।
➡ ট্যুরন্ত সিকিউরিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। তাই পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।
➡ মনে রাখবেন অল্প টাকায় ট্যুর কখনোই ভালো হয় না। কারন অল্প টাকার ট্যুরের সার্ভিস সবসময়ই খারাপ হয়।

🚀🚀ভ্রমণকালঃ
============
যাত্রা শুরুঃ
০১ ফেব্রুয়ারি ২০২৬।

ইভেন্ট ফি:
============
★কিলিমানজেরো
নাইরুবি- কিলিমানজেরো- নাইরুবি ৭/৮ দিন।
প্যাকেজ প্রাইজঃ ১৮৪০ ডলার ।।
★মাসাইমারাঃ নাইরুবি- মাসাইমারা(২ রাত)-(১ রাত)নাইরুবি।
৩ রাত ৪ দিন = ৫৫০ ডলার
[ দুই দিন পার্ক এন্ট্রি ফি ইনক্লুড করে । এক দিন হাফ ডে ,একদিন ফুল ডে গেম ড্রাইভ]
★জাঞ্জিবারঃ ২ রাত জাঞ্জিবার , ১ রাত মোশি = ৪৫০ ডলার।
★১ রাত নাইরুবি =৪৫ ডলার
★পোর্টার: ৫০ ডলার
******************************************
★টোটাল ল্যান্ড প্যাকেজ=২৯৩৫ ইউএস ডলার।
★আরো যুক্ত হবে
বিমান ভারাঃ ৬৮০ ডলার ।
ভিসাঃ ৯৫ ডলার ( ভিসা প্রসেসিং ফি ১৫০০ টাকা)
জাঞ্জিবারঃ ইন্সুরেন্স ৪৪ ডলার ।
সামিট টিপস: ১০০+/- ( যারা সামিট করবে তারা গাইড কে দেবে)
পোর্টার,বাবুর্চি সহ পুরা টিমের টিপস= ৩০-৫০ ডলার জন প্রতি ।

-------------------------------------------------
★প্যাকেজের বাইরে এক্সট্রা ডে এড হলে ৫০ ডলার দিন প্রতি চার্জ হবে। হোটেল আর খাবার ইঙ্কলুড থাকবে ।
--------------------------------------------
যোগাযোগঃ 01877724796,01877724798

👁‍🗨কিলিমাঞ্জারো, তাজনাজিয়াঃ---
আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমানজারো পৃথিবীতে মুক্তভাবে দাঁড়িয়ে থাকা একমাত্র পর্বত। তিন মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে উদগিরিত ছাই, লাভা এবং শিলার সমন্বয়ে সৃষ্ট কিলিমানজারো পর্বতটি পূর্ব আফ্রিকার তানজানিয়া-কেনিয়া সীমান্তে অবস্থিত একটা সুপ্ত আগ্নেয়গিরি। আগ্নেয় বিস্ফোরণের ফলে শিরা, মাওয়েনজি এবং কিবো নামে তিনটি শৃঙ্গের জন্ম হয়। মাওয়েনজি ও শিরা বর্তমানে মৃতপ্রায় হলেও কিবো শৃঙ্গের সর্বোচ্চ বিন্দু উহুরো পিকের পাশের জ্বালামুখ সুপ্ত অবস্থায় আছে।
কিলিমানজারো পর্বতের পাদদেশ থেকে শীর্ষ পর্যন্ত ৫টি ভিন্ন জলবায়ু স্তর দেখা যায়। পাদদেশের সন্নিকটে আবহাওয়া নাতিশীতোষ্ণ এবং বছরজুড়ে স্থিতিশীল থাকে। প্রায় ১৮০০ মিটার উচ্চতা পর্যন্ত চাষাবাদযোগ্য আবহাওয়া বিদ্যমান রয়েছে, যেখানে আফ্রিকান উপজাতিরা বংশপরম্পরায় বসতি গড়ে তুলেছে। দুই হাজার মিটারের পর শুরু হয় রেইনফরেস্ট অঞ্চল। এখানে ঘন জঙ্গল আর বড় বড় প্রাচীন বৃক্ষের সমাহার। যুগ যুগ ধরে বন্য প্রাণীরা এই ফরেস্টে বিচরণ করছে। এই স্তরে তাপমাত্রা কিছুটা উষ্ণ এবং বায়ু আর্দ্র থাকে। প্রায় ২৮০০ মিটার উচ্চতার পর শুরু হয় মোরল্যান্ড তথা খোলা প্রান্তর। এই স্তরে এসে বৃক্ষ সাইজে ছোট হয়ে যায়। গুল্মজাতীয় গাছ আর বর্ণিল ফুলের সমাহার অভিযাত্রীদের মুগ্ধ করে।
🏔️মাসাইমারা, কেনিয়া---
মাসাইমারা শুধু বন্যপ্রাণীর জন্যই বিখ্যাত নয়, মাসাই সম্প্রদায়ের জন্যও বিখ্যাত। যারা এখনো অনেকটাই যাযাবর জীবনধারা বজায় রেখেছে। মাসাইরা তাদের স্বতন্ত্র পোশাক, পুঁতির গয়না, ভূমি ও বন্যপ্রাণীর সঙ্গে তাদের সম্পর্কের জন্য পরিচিত। মাসাই গ্রাম ঘুরে আপনি তাদের জীবনধারা, আবাসন ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন।

📣📣ভ্রমনকাল ও সময়সূচী
==================
✔ ১ম দিন :- ভোর ৫ টায় সালাম এয়ারে করে নাইরুবি । রাতে নাইরুবি ।
✔২য় দিন :- নাইরোবি – মাসাই মারা গেম রিজার্ভ:
নাইরোবির সিটি সেন্টার এলাকার হোটেল থেকে পিকআপ করা হবে এবং কেনিয়ার বিশ্ববিখ্যাত মাসাই মারা গেম রিজার্ভের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। পথে গ্রেট রিফট ভ্যালিতে যাত্রা বিরতি দেওয়া হবে, যেখানে আপনি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। দুপুরের খাবারের সময় মাসাই মারায় পৌঁছাবেন এবং হোটেলে চেক-ইন করবেন।
বিকেল ৩ টা থেকে গেম ড্রাইভ, যেখানে আপনি পার্কের অনন্য বন্যপ্রাণী দেখতে পাবেন।
রাতের খাবার এবং রাত্রিযাপন: জিরাফ হিলস মারা ক্যাম্প বা সমমানের অন্য কোনো ক্যাম্পে।
✔৩য় দিন :- পুরো দিন মাসাই মারা গেম রিজার্ভে:
এই দিনটি আপনি মাসাই মারা ন্যাশনাল রিজার্ভে গেম ড্রাইভের মাধ্যমে কাটাবেন। সকালে ও বিকেলে গেম ড্রাইভে বের হওয়া হবে, যেখানে আপনি আফ্রিকার বিখ্যাত “বিগ ফাইভ” এবং অসংখ্য বন্যপ্রাণীর দেখা পাবেন। পরিষ্কার দিনে, মরুভূমির গোধূলি সূর্যাস্ত ক্যামেরাবন্দি করার মত চমৎকার দৃশ্য উপহার দেয়।
মারা রিজার্ভের আয়তন ১৫১০ বর্গকিমি, যা বিস্তীর্ণ খোলা প্রান্তর, নদীর ধারে ঘন বনভূমি এবং অসাধারণ বন্যজীবনের জন্য বিখ্যাত। এখানে আপনি দেখতে পারবেন:
মাসাই জিরাফ, বাঁদর, ওয়ার্থগ, ব্যাট-ইয়ার্ড ফক্স, গ্রে জ্যাকাল, হায়েনা
টোপি, ইমপালা, হার্টবিস্ট, গনু, হাতি, মহিষ, জেব্রা ও হিপোপটামাস
সিংহদের প্রায়শই বিশ্রাম নিতে বা শিকারের প্রস্তুতি নিতে দেখা যায়
চিতা ও চিতাবাঘ সাধারণত দেখা যায়, তবে খুঁজে পাওয়া একটু কঠিন
এই রিজার্ভের সবচেয়ে আকর্ষণীয় ঘটনা হলো “গ্রেট মাইগ্রেশন”, জুলাই ও আগস্ট মাসে লাখ লাখ গনু ও অন্যান্য তৃণভোজী প্রাণী সেরেঙ্গেটি থেকে উত্তরে ঘাস খুঁজতে আসে এবং অক্টোবরের দিকে দক্ষিণে ফিরে যায়।
(ঐচ্ছিক) আপনি চাইলে অতিরিক্ত খরচে হট এয়ার বেলুনে উঠে আকাশ থেকে মরুভূমির জীবজগত উপভোগ করতে পারেন – এটি এক অনন্য অভিজ্ঞতা।
দিনশেষে ক্যাম্পে ফিরে রাতের খাবার ও রাত্রিযাপন: জিরাফ হিলস মারা ক্যাম্প বা সমমানের ক্যাম্পে।
✔৪র্থ দিন :-,মাসাই মারা – নাইরোবি:
সকালে ঘুম থেকে উঠে হোটেলের জানালা দিয়ে মনোরম দৃশ্য উপভোগ করুন। তারপর নাস্তা করে চেক-আউট করবেন। চাইলে মাসাই ভিলেজ দেখে আসতে পারেন ( এন্ট্রি ফি যুক্ত হবে ২৫ ডলার জন প্রতি )
✔৫ম দিন :-সকালের বাসে মোশির উদ্দেশ্যে রউনা।
আপনাকে নির্ধারিত সময়ে পিকআপ করে মোশির হোটেলে নিয়ে যাওয়া হবে। এই দিনে আপনার পাহাড়ি সরঞ্জামাদি চেক করা হবে যাতে আপনি ট্রেকের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকেন।।
✔৬ ষ্ট দিন :-হোটেল → মারাঙ্গু গেট (১৮৬০ মি) → ম্যান্ডারা হাট (২৭০০ মি)
নাশতা ও ব্রিফিংয়ের (সরঞ্জাম চেকসহ) পর, আপনাকে কিলিমানজারো ন্যাশনাল পার্কের গেটে নিয়ে যাওয়া হবে। আনুষ্ঠানিকতা শেষে ঘন রেইন ফরেস্টের মধ্য দিয়ে ট্রেক শুরু হবে। পথে আপনি দেখতে পারবেন কালো-সাদা কোলবাস বানর, নীল বানর ও নানা রকমের পাখি।
৩-৪ ঘণ্টা হাঁটার পর পৌঁছাবেন ম্যান্ডারা হাটে।
চাইলে আপনার গাইডের সঙ্গে মাউন্ডি ক্র্যাটার (১৫ মিনিট দূরে) ঘুরে দেখতে পারেন, যেখান থেকে কিলিমানজারো, উত্তর তানজানিয়া এবং কেনিয়ার অসাধারণ দৃশ্য দেখা যায়।
দুপুর ও রাতের খাবার এবং রাত্রিযাপন: ম্যান্ডারা হাটে।
✔৭ ম দিন :-ম্যান্ডারা হাট → হোরোম্বো হাট (৩৭০০ মি)
সকালে নাশতা করে ট্রেক শুরু। অল্প কিছুক্ষণ পরেই আপনি টাইমবারলাইন পার হয়ে হিথ ও মুর অঞ্চল দিয়ে উঠতে থাকবেন।
৫-৬ ঘণ্টা হাঁটার পর পৌঁছাবেন হোরোম্বো হাটে, যেখান থেকে আপনি মাওয়েনজি, কিবো এবং ম্যাসাই সমভূমির অসাধারণ দৃশ্য দেখতে পারবেন।
নাশতা, দুপুর ও রাতের খাবার এবং রাত্রিযাপন: হোরোম্বো হাটে।
✔৮ ম দিন :-, হোরোম্বো হাট → জেব্রা রকস (৩৯৮০ মি) → হোরোম্বো হাট
এই দিনটি অ্যাকলিমেটাইজেশন (উচ্চতায় মানিয়ে নেওয়ার) জন্য নির্ধারিত। সকালের পর আপনি জেব্রা রকস পর্যন্ত হালকা ট্রেক করবেন।
পাথরের গায়ে কালো-সাদা দাগ থাকায় এর নাম জেব্রা রকস।
ফিরে এসে দুপুরের খাবার, বিশ্রাম এবং পরবর্তী দিনের জন্য শক্তি সঞ্চয়।
নাশতা, দুপুর ও রাতের খাবার এবং রাত্রিযাপন: হোরোম্বো হাটে।
✔৯ ম দিন :-,হোরোম্বো হাট → কিবো হাট (৪৭০০ মি)
এই দিনের ট্রেক তুলনামূলক দীর্ঘ ও কঠিন। পথে "লাস্ট ওয়াটার পয়েন্ট" পার হয়ে প্রবেশ করবেন এক প্রায়-উদ্ভিদহীন সমতল এলাকা “স্যাডল”-এ, যা কিবো ও মাওয়েনজি শৃঙ্গকে যুক্ত করেছে।
৫-৬ ঘণ্টার মধ্যে পৌঁছাবেন কিবো হাটে।
প্রথমে রাতের খাবার, তারপর দ্রুত ঘুমাতে হবে কারণ মধ্যরাতে শৃঙ্গ জয়ের জন্য যাত্রা শুরু হবে।
নাশতা, দুপুর ও রাতের খাবার এবং রাত্রিযাপন: কিবো হাটে।
✔১০ ম দিন :-কিবো হাট → উহুরু পিক (৫৮৯৫ মি) → হোরোম্বো হাট
আজই সেই দিন – শৃঙ্গ জয়ের দিন!
রাত ১১টার দিকে গাইড আপনাকে জাগাবেন এবং মধ্যরাতে ট্রেক শুরু হবে। বরফ জমে থাকায় রাতেই ওঠা সহজ হয়।
৫২২০ মিটার উচ্চতায় হ্যান্স মেয়ার কেভ পেরিয়ে ধীরে ধীরে উঠতে উঠতে সূর্যোদয়ের সময় পৌঁছাবেন গিলম্যানস পয়েন্ট (৫৬৮১ মি)-এ।
আরো ১-২ ঘণ্টা পর পৌঁছাবেন উহুরু পিকে (৫৮৯৫ মি) – আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ!
অভিনন্দন! আপনি "আফ্রিকার ছাদে" পৌঁছেছেন।
এরপর কিবো হাটে ফিরে দুপুরের খাবার খেয়ে ১-২ ঘণ্টা বিশ্রাম নিন, তারপর হোরোম্বো হাটে নেমে যান ( রাত্রি যাপন আর পানির জন্য এইটা সেইফ প্লেস)।
নাশতা, দুপুর ও রাতের খাবার এবং রাত্রিযাপন: হোরোম্বো হাটে।
✔১১ ম দিন :-,হোরোম্বো হাট → মারাঙ্গু গেট (১৮৬০ মি) → হোটেল ট্রান্সফার
সকালে ট্রেক শুরু করে ম্যান্ডারা হাটে পৌঁছাবেন এবং দুপুরের খাবার গ্রহণ করবেন।
এরপর রেইন ফরেস্ট পেরিয়ে ৬ ঘণ্টার ট্রেক শেষে পৌঁছাবেন মারাঙ্গু গেটে।
টিমের সাথে বিদায় জানিয়ে হোটেলে ফেরত আসবেন।
এখানে গরম পানিতে স্নান করে আপনার অসাধারণ অভিজ্ঞতা উদযাপন করতে পারবেন।
✔১২ ম দিন :-সারাদিন নিজেদের মত করে মোশি ঘুরাঘুরি । ( এটিকে রিজার্ভভ ডে হিসেবেও কাজে লাগানো যাবে । )
রাতের বাসে আরুশা থেকে দারু এস সালাম ।
✔১৩ ম দিন :- জাঞ্জিবার যাত্রা শুরু:
সকাল ৭:০০ – দার এস সালাম থেকে ফেরি/স্পিড বোটে জাঞ্জিবার রওনা (১.৫ ঘণ্টা)।
বিকাল ৩:০০ – সন্ধ্যা ৬:০০ – ঐচ্ছিক: প্রিজন আইল্যান্ড ট্যুর
রাত ৮:০০ – ডিনার ও রাত্রীযাপন: স্টোন টাউন।
✔১৪ ম দিন :- নুঙ্গুই বিচ & স্নরকেলিং অ্যাডভেঞ্চার
সকাল ৮:৩০ – গাড়ি নিয়ে রওনা নুঙ্গুই বিচ/কেন্ডোয়া বিচ (প্রায় ১.৫ ঘণ্টা)
সকাল ১০:০০ – বিকাল ৩:০০ – স্নরকেলিং, সুইমিং, রিলাক্সিং:
কাচের মতো স্বচ্ছ পানিতে ডলফিন দেখা (ঐচ্ছিক)
সন্ধ্যা ৬:০০ – বিচ সাইডে সূর্যাস্ত দেখা
রাত ৮:০০ – হোটেল ।
✔১৫ ম দিন :- বিচ মজা → দার এস সালাম ফেরা
সকাল ৮:০০ – নাশতা শেষে ফ্রি টাইম (স্নান, ছবি তোলা, বিচে হেঁটে বেড়ানো)
বিকাল ৪:৩০ – ৬:০০ – দার এস সালামে পৌঁছানো।
রাতের বাসে নাইরুবি যাত্রা ।
✔১৬ ম দিন :- সকাল ১১ টায় আমরা নাইরুবি থাকব । লাস্ট মুহুর্তের শপিং সেরে নেব ।
✔১৭ ম দিন :- , ঢাকা ।।

📗 প্যাকেজে যা যা থাকবে :-
============================
✅রাতের থাকার ব্যবস্থাঃ(৩ স্টার মানের হোটেল এবং ট্রেকিং এর সময় টি হাউজ এবং ক্যাম্পিং )✅ তিন বেলা সব খাওয়া-দাওয়া।
✅ অক্সিজেন সিলিন্ডার।
✅ ট্যুরের সকল পার্মিশন।
✅গাইড ও কর্মীদের বেতন।

📕📕যা যা অন্তর্ভুক্ত নাঃ
================
🚫 তাঞ্জানিয়া ভিসা ($৫৫)
🚫কেনিয়া ভিসা ($৪০)
🚫ব্যক্তিগত খরচ
🚫 বিমা
🚫রেসকিউ ফি
🚫এয়ার ফেয়ার বেড়ে গেলে তার খরচ
🚫 ফ্লাইট টাইমের ভেতর কোন খরচ
🚫জাঞ্জিবারে কোন এক্টিভিটি
🚫পোর্টার ৫০ ডলার।
🚫সামিট টিপস ($৫০-১০০)
🚫প্ল্যান এর বাইরে কোন খরচ হলে সাবাই মিলে দেব।
যাওয়ার স্বীদ্ধান্ত নেয়ার আগে যে বিষয়গুলো ভালো করে জেনে রাখা

🧑‍🎤🧑‍🎤অংশগ্রহণকালীন যা যা জানতে হবে:
***********************************
⚠️ ফ্রেস পাস্পোর্টে ভিসা পাওয়া যাবে না। যাদের বিদেশ ট্যুর নাই তারা
একটা বিদেশ ট্যুর দিয়ে নেবেন আগেই ।
⚠️ এটি একটি এক্সট্রিম ট্রেকিং ট্রিপ হতে পারে। যেখানে প্রতিদিনই গড়ে ১০-১২ কিলো মিটার পথ ট্রেকিং করতে হবে। পুরোটা পথই পায়ে হেটে, পাহাড় বেয়ে উঠে/ নেমে পথ চলতে হবে, এবং তখন আপনার ভারি ব্যাগটা আপনাকেই বহন করতে হবে। (আমাদের তরফ থেকে পোর্টার থাকবে আপনার ৫ কেজি মালামাল তাকে দিতে পারবেন))
* যেহেতু ট্রেকিং ট্রিপ, এখানে খাবার এবং থাকার যায়গা সাধারণ মাণের হবে।
⚠️ আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে টিম লিডার সবার সাথে আলোচনা করেই পরবর্তী করনীয় ঠিক করবেন । ট্রেক আইটিনারি পরিবর্তন বা দুর্যোগকালীন পরিস্থিতিতে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে।
⚠️ AMS; ট্রেক নিশ্চিতভাবে একটি হাই অল্টিচিউড ট্রেক।এখানে AMS এর মত উচ্চতা জনিত সমস্যা গুলো ইনভলভ। তাই যাদের উচ্চতা ভিতী, উচ্চরক্তচাপ, এজমা+হাপানী, ডায়বেটিস অথবা শ্বাস জনিত কোন শারিরীক সমস্যা আছে তারা এই ট্রেকে কোনভাবেই যুক্ত হবার যোগ্যতা রাখেন না।

📢📢বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।

❌❌এডভ্যান্স পেমেন্ট নন রিফান্ডেবল।।

📗যা সাথে নিতে হবে:( বাধ্যতামূলক);-
✅ভালো গ্রিপের একটি ট্রেকিং বুট । (অবশ্যই কিছুদিন পূর্বে থেকে পরে হাঁটবেন )
✅ভাল মানের ব্যাক-প্যাক । ৫০ লিটারের হলে চলবে। কাঁধে সুন্দর করে এঁটে থাকে দেখে নেবেন।
✅ভাল মানের ব্যাক-প্যাক । ৫০ লিটারের হলে চলবে। কাঁধে সুন্দর করে এঁটে থাকে দেখে নেবেন।
✅মাংকি ক্যাপ এবং ভাল মানের গ্লোভস ।
✅ওয়াকিং স্টিক/ ট্রেকিং পুল ১ টি/২ টি।
✅পোলারাইজড সানগ্লাস, হ্যাট, সান ক্রিম(যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
✅হেড ল্যাম্প/টর্চ নিতে হবে
✅প্রয়োজনীয় ঔষধ
✅ টেম্পারেচার মাইনাসে পাবো তাই সেইভাবে হ্যাভী শীতের প্রস্তুতি নিতে হবে।
✅ বৃষ্টির জন্য ভাল মানের পঞ্চ বা রেইন কোড নিতে হবে।
(এগুলো মূলত মিটিং এ জানিয়ে দেয়া হবে)।

ℹℹ যেভাবে বুকিং করতে পারবেন :
===================
১। বিকাশ/নগদ/রকেটঃ 01877724798 (পারসোনাল নম্বর অবশ্যই খরচ সহ পাঠাবেন)
২। Bank একাউন্টঃ
City Bank
একাউন্টঃTouronto Travelers Group
একাউন্ট নাম্বার: 1503372100001
একাউন্ট ব্রাঞ্চঃ Principle Branch
আপনি সরাসরি অথবা বিকাশে টাকা জমা দিতে পারবেন ।মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয় । অবশ্যই বুকিং মানিতে কনফার্ম নিশ্চিত করতে হবে ।

আমাদের সেবা সমূহঃ
=============
💼 কর্পোরেট ট্যুর
👥 গ্রুপ ট্যুর
👪 ফ্যামিলি ট্যুর
🏢 কাষ্টমাইজ ট্যুর
⌛ ডে আউট ট্যুর
🚌 বাস টিকেট
🚢 শীপ টিকেট
✈ এয়ার টিকেট
📁 ভিসা প্রসেসিং ( ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক)
🚂 ভারতীয় অভ্যন্তরীন রেল টিকেট
🏨 হোটেল বা রিসোর্ট বুকিং
🧳 ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।
*****নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।

📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল বা whats app করতে পারেন:
wa.me/01897984004
wa.me/01897984005
wa.me/01897984006

Advertisement

Where is it happening?

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217, Bangladesh

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.
Touronto Travelers Group

Host or Publisher Touronto Travelers Group

Ask AI if this event suits you:

Discover More Events in Dhaka

Common Concrete Material Tests in Construction
Sun, 01 Feb at 02:00 pm Common Concrete Material Tests in Construction

Uttara, Dhaka, Dhaka Division, Bangladesh

Eid Collection 2025
Tue, 03 Feb at 12:00 am Eid Collection 2025

South Banasree Model high school, Dhaka, Dhaka Division, Bangladesh

increasing water in rainyday
Tue, 03 Feb at 02:00 pm increasing water in rainyday

Gazipur, Dhaka Division, Bangladesh

HEALTH-WELLNESS
International Islamic Lifestyle Fair 2026
Wed, 04 Feb at 09:00 am International Islamic Lifestyle Fair 2026

The Westin Hotel, Dhaka, Bangladesh

HEALTH-WELLNESS BUSINESS
Dhaka Duathlon 2026
Fri, 06 Feb at 05:00 am Dhaka Duathlon 2026

Hatirjheel - হাতিরঝিল

SPORTS CONTESTS
Bhawal Trail Ultra 2026
Fri, 06 Feb at 06:00 am Bhawal Trail Ultra 2026

Nuhash Polli, Gazipur

TRIPS-ADVENTURES CONTESTS
7TH ANNUAL RUNBANGLA RACE 2026
Fri, 13 Feb at 04:00 am 7TH ANNUAL RUNBANGLA RACE 2026

Hatir Jheel

SPORTS

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events