ধুপপানি-মুপ্পোছড়া-ণ'কাটাছড়া ঝর্নায় ভ্রমণে টিজিবি (১৪ আগস্ট)

Schedule

Thu, 14 Aug, 2025 at 10:00 pm to Sun, 17 Aug, 2025 at 07:00 am

UTC+06:00

Location

Tour Group BD - TGB | Dhaka, DA

Advertisement
** ইভেন্টের নাম: ধুপপানি-মুপ্পোছড়া-ণ'কাটাছড়া ঝর্নায় ভ্রমণে টিজিবি (১৪ আগস্ট)
** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ Trekking
** *যাত্রার তারিখ ১৪ আগস্ট রাত ১০ টা ।
ফেরার তারিখ ১৭ আগস্ট সকাল ৬:০০ (ঢাকায় থাকবো)
********************************************
ভ্রমণ খরচঃ ৬৪০০/- টাকা। ।
(এই খরচের মধ্যেই থাকবে সকল প্রকার যাতায়াত, খাওয়া এবং গাইডের খরচ ।)
#বুকিং এর জন্যঃ +8801840238946,
অথবা +8801877722854,+8801911580907
এবং পরামর্শ বা কোন কিছু জানার জন্য অথবা কর্পোরেট ট্যুরের জন্য কল করুন
#টিজিবি হেল্প লাইনঃ +8801877722851 থেকে +8801877722855।
*** আর যারা নিশ্চিতভাবে যাচ্ছেন, তারা এই ইভেন্ট নিজস্ব টাইমলাইনে শেয়ার করবেন, যেন আপনার নিজের পরিচিতরাও যাবার সুযোগ পায়।
ট্রিপ সাইজ- ১৫ জন , আসন ফিলাপ হয়ে গেলে এ যাত্রায় আর কাউকে নিতে পারব না। তাই দ্রুত কনফার্ম করুণ ।
------------------------------------------------
সংক্ষিপ্ত ধারণাঃ-
আমরা ঢাকা থেকে রাত ১০ঃ৩০ এর বাসে করে সরাসরি চলে যাবো কাপ্তাই। -সকালের নাস্তা সেরে দ্রুত আমারা রিজার্ভ করা নৌকায় করে দেবামাথা চলে যাবো অর্থাৎ ন'কাটাছরা,মুপ্পোছরা ঝর্ণা এবং ছাদ্রা ট্রেইলের ঝিরিপথের মুখে। গাইড নিয়ে ঢুকে যাবো ট্রেইলে। (কয়টায় পৌঁছুতে পারবো বিলাইছরি বাজার, তার উপর নির্ভর করবে)
-সন্ধ্যায় ফিরে আসব বিলাইছড়ি বাজারে।
-পরদিন সকাল ৫:৩০ এ ঘুম থেকে উঠে নৌকা নিয়ে চলে যাবো উলুছড়ি । --এখান থেকে গাইড নিয়ে ধুপ পানি ছরা।
-ধুপ পানি ঘুরে বিলাইছড়ি বাজার হয়ে চলে আসব কাপ্তাই । এর পর রাতের বাসে ঢাকা ।।
১৭ তারিখ সকালে ঢাকা থাকব ইনশাআল্লাহ।
-------------------------------------------------------
*******
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* আমরা পুরো ট্রিপেই কাপ্তাই লেকের উপর হয়ে যাবো নৌকায় করে, তাই সাঁতার না জানলে নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট নিতে হবে।
* এই ট্রিপ এ বেশ হাটতে হবে। প্রতিদিন ৪-৫ ঘন্টার মতন, কিংবা তার চেয়েও বেশি। এটি মোটামুটি মডারেট টাইপ ট্রেক, তাই কনফার্ম করার আগে ভালো মতন ভেবে নিন।
* কনফার্মেশন মানি পাঠানোর সিরিয়ালে আপনাকে বাসের সিট দেয়া হবে, তাই সবার পরে কনফার্ম করে সবার সামনের সিট প্রত্যাশা করার মানসিকতা থাকলে আপনি এই ট্রিপ স্কিপ করতে পারেন।
* এটি ট্রেকিং ট্রিপ হওয়ায় খাবার দাবারের টাইমিং ঠিক-ঠাক হবে না। থাকার যায়গাও খুবই সাধারণ মাণের হবে।
* ট্রেকিং চলাকালীন দুইদিনই দুপুরের খাবার হিসেবে ভাত খাওয়ার সুযোগ থাকবে না। এক্ষেত্রে কেক, বিস্কিট, কলা, পেপে, আনারস, সেদ্ধ ডিম এগুলোর মধ্যে যেটা এভেইলএবল থাকবে, সেটিই লাঞ্চ হিসেবে খেয়ে ট্রেক করতে হবে। তবে খরচ আমরাই বহন করবো।
(এই নেগেটিভ বিষয়গুলো মাথায় রেখে যারা যেতে পারবেন, কথা দিচ্ছি ফিরে এসে গল্প করার মতন অনেক বিষয় নিয়ে আসতে পারবেন এই ট্রিপ থেকে)
** যা থাকছেঃ
- ঢাকা-কাপ্তাই-ঢাকা বাসের টিকেট
- ১৫ তারিখ সকাল থেকে শুরু করে ফিরে আসার দিন রাতের খাবার পর্যন্ত।
-নৌকা রিজারভের খরচ
-রিসোর্ট ভারা/থাকার রুম ভাড়া
-গাইডের খরচ
-আভ্যন্তরীন অন্যান্য যাতায়াত ।
** যা থাকছেনাঃ
-কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
-কোন প্রকার বীমা
** যা সাথে নেওয়া উচিতঃ
-ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ, আর যেহেতু দুই দিনের ট্রিপ, সাথে এক সেট এক্সট্রা কাপড় নিলেই যথেষ্ট।
- ট্রেকিং ট্রিপে নিজের সাথে সব সময় শুকনা খাবার যেমন খেজুর, কিসমিস, বাদাম কিংবা বিস্কিট রাখা ভালো। আর অবশ্যই পানির বোতল সাথে রাখতে হবে।
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- যেহেতু বৃষ্টির সিজন, তাই বৃষ্টি থেকে নিজের ব্যাগ, মোবাইল, ক্যামেরা এবং শরীর বাঁচানোর জন্য যা যা প্রয়োজন,সব আপনার নিজেরই নিতে হবে।
- যেহেতু ঝর্না দেখার উদ্দেশ্যে যাচ্ছি, সেখানে গিয়ে আপনার গা ভিজাতে ইচ্ছে হবেই, তাই গোসল করার মতন পোশাক সাথে নিবেন অবশ্যই।
- কিছু ঝিরি পথ আর কিছু পাহাড়ি পথ আছে, সেখানে উত পেতে থাকবে জোঁক মশাই, তাই জোঁক থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। (যদিও এই পথে জোঁকের উৎপাত অনেক কম)
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ ,প্রয়োজনীয় ঔষধ
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
*************************************************
** টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-16411026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722855, 01877722851 (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট এবং রিসোর্ট দেয়া হবে।
* এই ট্রিপ এ মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয়।
* কেও আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে কথা বলতে হবে আর জানাতে হবে আগে থেকেই, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
******************
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
Advertisement

Where is it happening?

Tour Group BD - TGB, 20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Md Soliman

Host or Publisher Md Soliman

It's more fun with friends. Share with friends

Discover More Events in Dhaka

WEEKEND STARTS HERE
Thu, 14 Aug at 08:00 pm WEEKEND STARTS HERE

Gulshan Avenue

Thursday Comedy Night
Thu, 14 Aug at 08:30 pm Thursday Comedy Night

Green & Pepper (Green & Pepper Gulshan 2)

COMEDY ENTERTAINMENT
\u09ac\u09c1\u09a8\u09cb \u09a7\u09c1\u09aa\u09cd\u09aa\u09be\u09a8\u09c0 \u09ae\u09c1\u09aa\u09cd\u09aa\u09cb\u099b\u09dc\u09be \u098f\u09ac\u0982 \u09a8-\u0995\u09be\u099f\u09be \u099d\u09b0\u09cd\u09a3\u09be\u09df GDM (22)
Thu, 14 Aug at 09:30 pm বুনো ধুপ্পানী মুপ্পোছড়া এবং ন-কাটা ঝর্ণায় GDM (22)

বিলাইছড়ি, রাঙামাটি।

Dhaka to coxbazar
Thu, 14 Aug at 10:10 pm Dhaka to coxbazar

Dhaka, Bangladesh

Admission Fair with Special Waiver
Fri, 15 Aug at 12:00 am Admission Fair with Special Waiver

379/7 Ahmed Mansion, Shahid Tajuddin Ahmed Sharani, Moghbazar, Dhaka, Dhaka Division, Bangladesh

ART PERFORMANCES
\u098f\u09b8\u09a1\u09bf\u09b8\u09bf \u098f\u0995\u09cd\u09b8\u09aa\u09cd\u09b2\u09cb\u09b0-\u09ab\u09be\u09a8 \u09b0\u09be\u0987\u09a1 \u099f\u09c1 \u09ae\u09a8\u09aa\u09c1\u09b0\u09be \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa
Thu, 14 Aug at 05:00 pm এসডিসি এক্সপ্লোর-ফান রাইড টু মনপুরা দ্বীপ

সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা

\u09ac\u09c1\u09a8\u09cb \u09a7\u09c1\u09aa\u09cd\u09aa\u09be\u09a8\u09c0 \u09ae\u09c1\u09aa\u09cd\u09aa\u09cb\u099b\u09dc\u09be \u098f\u09ac\u0982 \u09a8-\u0995\u09be\u099f\u09be \u099d\u09b0\u09cd\u09a3\u09be\u09df GDM (22)
Thu, 14 Aug at 09:30 pm বুনো ধুপ্পানী মুপ্পোছড়া এবং ন-কাটা ঝর্ণায় GDM (22)

বিলাইছড়ি, রাঙামাটি।

\u09b2\u09be\u0982\u09b2\u09cb\u0995, \u09b2\u09bf\u0995\u09cd\u09b7\u09cd\u09af\u0982, \u0995\u09c1\u09ae\u09be\u09b0\u09c0 \u0993 \u09b8\u09c8\u0997\u0982 \u099d\u09b0\u09cd\u09a3\u09be \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u0964
Thu, 14 Aug at 10:00 pm লাংলোক, লিক্ষ্যং, কুমারী ও সৈগং ঝর্ণা ট্যুর।

House-77, Road-14, Block-B, Banani, Dhaka, Dhaka Division, Bangladesh

TRIPS-ADVENTURES TREKKING
Dhaka to coxbazar
Thu, 14 Aug at 10:10 pm Dhaka to coxbazar

Dhaka, Bangladesh

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events