দেশের সর্বোচ্চ চূড়া সাকা সামিট করে খুমের রাজ্যে GDM (25)

Schedule

Thu, 29 Jan, 2026 at 10:00 pm to Tue, 03 Feb, 2026 at 06:00 am

UTC+06:00

Location

থানচি,বান্দরবান | Dhaka, DA

Advertisement
Extreme Level- Very High
ইভেন্ট ফি- ১৩০০০ ( তের হাজার টকা)
হোস্ট কাউছার পলাশ -01673898407
ট্রেকিং লেভেল এক্সট্রিম।
আমাদের দেশের আন অফিসিয়াল সর্বোচ্চ চূড়া হলো সাকা হাফং। যেখানে যাওয়া অফিসিয়ালি কোন পারমিশন নাই। আমরা অবশ্যই সেখানে পারমিশন ছাড়াই যাবো। যদিও আপনার নিরাপত্তা নিয়ে কোন প্রব্লেম নাই। তারপরও যারা যারা যাবেন তারা অবশ্যই বুঝেশুনে সিদ্ধান্ত নিয়ে তারপর এই ইভেন্টে জয়েন করবেন।
এই ইভেন্টে আমরা সাকা হাফং সামিটের পাশাপাশি সবগুলো খুম দেখার পরিকল্পনা করছি। প্রতিটি খুমেই আমরা পর্যাপ্ত সময় পাবো ইন শা আল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমিয়াখুম যদিও জাস্ট একটা প্লেস হিসাবে সবার কাছে পরিচিত কিন্তু আমরা আমিয়াখুমকেই বেশি গুরুত্ব দেই না। খুমের রাজ্যের সবচেয়ে ভয়ংকর সৌন্দর্য লুকিয়ে আছে সাত ভাই খুমের পরবর্তী অংশে। সুতরাং ওই অংশটা আমরা কোন ভাবেই মিস করতে চাই না।
এই ট্যুরে কনফার্মেশন করার আগে অবশ্যই আপনাকে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে।
১) আপনার প্রত্যাশা অনেক বেশি থাকলে এই ট্যুর আপনার জন্য না।
২) আপ্নাকে অবশ্যই শারীরিক এবং মানসিক ভাবে ফিট হতে হবে।
৩) পূর্ব ট্রেকিং অভিজ্ঞতা থাকা জরুরী।
৪) থাকা খাওয়া এবং ওয়াশ রুম নিয়ে আপনার প্রত্যাশা বেশি থাকলে আমাদেরকে এড়িয়ে চলুন।
৫) যেকোনো পরিস্থিতি বিবেচনায় টিম লিডারের যেকোনো সিদ্ধান্ত অবশ্যই মেনে নিতে হবে।
৬) পূর্ব পরিকল্পনা অনুযায়ী সবকিছু হবে এরকমটা প্রত্যাশা রাখা মোটেও উচিত না।
৭) এক টানা ৭-৮ ঘন্টার বেশি ট্রেকিং করা লাগতে পারে এই ধরনের মানসিকতা অবশ্যই রাখতে হবে।
৮) ট্রেকিং এর ক্ষেত্রে ২-৩ দিন দুপুরের খাবার ভাতের পরিবর্তে শুকনো খাবার খেয়ে ট্রেকিং করতে হবে।
৯) আপনি খুতখুতে স্বভাবের হয়ে থাকলে আমাদেরকে এড়িয়ে চলুন।
১০) কোন ভাবেই কোন মাদকাসক্ত ব্যাক্তি আমাদের ট্যুরে এলাও না।
আসছে আগামী ২৯ জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাতে আমরা ঢাকা হতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবো। রওয়ানা, ২ ফেব্রুয়ারী রোজ সোমবার রাতে বান্দরবান হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা এবং ৩ ফেব্রুয়ারী রোজ মুংগলবার ভোরে ঢাকায় থাকবো ইন শা আল্লাহ । এই ট্যুর এক্সট্রিম ট্রেকিং ট্যুর। এক্সট্রিম মানে এক্সট্রিম। প্রতিদিন ই ৮/৯ঘন্টা করে পাহাড়ে ট্রেকিং আছে। নন-এসি বাস, থাকা-খাওয়া-ওয়াশরুমের কোন সু-ব্যবস্থা নাই এই ট্যুরে, পাহাড়ি ওয়াশরুম যেমন হয় তেমনি হবে।ট্যুর চলাকালীন অনেক সমস্যা সামনে আসতে পারে, সেগুলো সবাই মিলে সলুশন করার মেন্টালিটি থাকতে হবে। অবশ্যই টিম লিডারের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে ।খুতখুতের, আরামপ্রিয় স্বভাবের মানুষদের জন্য এই ট্যুর নয়। তাছাড়া যেকোনো মূহুর্তে যেকোনো পরিস্থিতি ফেইস করা লাগতে পারে সেগুলো মানসিক ভাবে মেনে নেয়ার মানসিকতা অবশ্যই থাকতে হবে। যেকোনো অবস্থায় টিম লিডারের সিদ্ধান্ত মেনে নিতে হবে অবশ্যই।
"যারা কনফার্ম করবেন শুধুমাত্র তাদেরকেই ডিটেইলস প্ল্যান জানানো হবে।"
তবে এই ট্যুরে যা যা থাকছে বলে আমরা আশাবাদী।
১) আমিয়াখুম
২) নাফাখুম
৩) ভেলাখুম
৪) মতভরা খুম
৫) সাতভাই খুম
৬) তিন্দু
৭) রেমাক্রি
৮) বড় পাথর এবং রাজা পাথর
৯) সাকা সামিট ( কোন কারণে সাকায় যেতে না পারলে ২০০০ টাকা ফেরত দেয়া হবে এবং যদি কোন কারণে এক রাত অতিরিক্ত থাকা লাগে তাহলে পার পারসোন অতিরিক্ত এক হাজার টাকা করে যোগ হবে)

||এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল প্লাটিনাম ইভেন্ট। সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট||

আমাদের পেজ লিঙ্কঃ
https://www.facebook.com/GroupDeMadventurers/
এটি একটি #এক্সট্রিম ট্রেকিং ট্যুর। এক্সট্রিম মানে এক্সট্রিম। ট্রেকিং এ পূর্ব অভিজ্ঞতা নেই এরকম কারো জন্য এই ট্যুরটি অনেক কষ্টদায়ক হবে।বিশেষ করে প্রথম দিন আপনাকে পাহাড়ী পথে ৭/৮ /১০ঘন্টা ট্রেকিং করতে হবে (কপাল খারাপ থাকলে ১০/১২ঘন্টাও ট্রেকিং করা লাগতে পারে), আগেরদিন সারারাত জার্নির পর এই ৭/৮/১০ ঘন্টার ট্রেকিং নতুনদের জন্য খুবই খুবই পেইনফুল হবে। তাই সাকা হাফং এবং আমিয়াখুম এর সৌন্দর্য্য দেখে বিমোহিত হওয়ার আগে নিজের উপর আপনি কনফিডেন্ট কিনা নিশ্চিত হয়ে নিন। ট্যুরের মিনিমাম ১০/১২ দিন আগে থেকে প্রতিদিন ৩/৪ ঘন্টা হাটাহাটি করুন, বড় বড় বিল্ডিং এর সিড়ি দিয়ে বেশি বেশি করে উঠা নামা করুন।
কনফার্ম করার পদ্ধতিঃ এই ট্যুরে আপনার আসনটি নিশ্চিত করার জন্য আপনাকে নিম্নোক্ত বিকাশ নম্বরগুলোর মধ্যে যেকোনো একটিতে ৫১০০/- বিকাশ/নগদ/রকেট করতে হবে। টাকা পাঠানোর পরে ফোন করে অথবা ইভেন্টে পোস্ট করে কনফার্ম করবেন। আমরা অগ্রীমের সিরিয়াল অনুযায়ী বাসের সিট বন্টন করে থাকি, তাই সামনের দিকে সিট চাইলে আগে কনফার্ম করতে হবে। যারা ঢাকায় আছেন তাঁরা ইচ্ছে করলে দেখা করেও এডভান্স করতে পারেন। ( এডভান্স পেমেন্ট অফেরতযোগ্য)

বিকাশ নম্বর :
কাউছার পলাশ -01757831318
✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)
আরিফ - 01912191847(9)
সোহাগ - 01670152610(9)
✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668
আরিফ - 01912191847
লালন - 01711312726
♣♣ ব্যাংকের হিসাব নম্বরঃ
1)
Mohammad Kawsar Ahammed
Jamuna Bank
Bhoberchar Branch
A/C no : 1101004619320
Routing number : 130590280
District :Munshiganj
2)
Mohammad Arif-Uz-Zaman
A/C-02934011309
Bank Asia Ltd, Mirpur Branch

✤✤এই খরচে যা যা থাকছে✤✤
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
১। ঢাকা-বান্দরবান-ঢাকা নন-এসি বাস
২।বান্দরবান-থানচি-বান্দরবান চান্দের গাড়ি
৩।সমস্ত লোকাল ট্রান্সপোর্ট
৪।সমস্ত শুকনা খাবার। শুকনা খাবার যথেষ্ট পরিমানে দেয়া হবে। আপনাদের আলাদা করে কোন শুকনা খাবার নিতে হবেনা। আমাদের আগের ট্যুর গুলোতে শুকনা খাবার পুরোপুরি অনেকেই শেষ করতে পারেন নাই।
৫। শুকনা খাবারের মধ্যে কোয়ালিটি খেজুর,নুডলস , ৩-৪ রকমের বিস্কুট, চকলেট, ম্যাংগোবার, আচার, পিনাটবার, ট্যাং, স্যালাইন, গ্লুকোজ ইত্যাদি ইত্যাদি থাকবে। থাকবে একলিটারের পানির বোতল।
৬। তিনবেলা খাবার থাকবে না। ট্রেকিং চলাকালীন দুপুরের খাবার শুকনা খাবার খেয়ে পার করতে হবে, সে জন্য নুডলস শুকনা খাবারের তালিকায় রাখা হয়েছে। ফেরারদিন বান্দরবানে রাতে থাকবে গ্র‍্যান্ড ডিনার।
৮। থানচিতে হোটেল ডিসকভারীতে দুপুরের খাবার খাবো, সাথে ওদের স্পেশাল গরুর দুধের চা । এখানে ভালো পরিবেশে রেস্ট করা যায়, ফ্রেশ হওয়া যায়।
৯।এছাড়া পাহাড়ি দোকানে চা-ফলমূল তো থাকবেই।
১০।গাইড খরচ
১১। পাড়ায় থাকা খরচ
১২।অন্যান্য

✤✤এই খরচে যা যা থাকছে না✤✤
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
১। মেডিসিন খরচ।
২। ট্রেকিং এর প্রয়োজনীয় সরঞ্জামাদি
৩। অন্যান্য ব্যক্তিগত খরচ ইত্যাদি।
✤✤এই ট্যুরে যা যা আপনাকে অবশ্যই সঙ্গে নিতে হবে✤✤
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
# অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা যেকোন ফটো আইডির ফটোকপি (৮ কপি) নিতেই হবে।
১) উন্নত মানের আরামদায়ক হালকা ব্যাকপ্যাক।
২) প্রয়োজনীয় ঔষধ পত্র (পরবর্তীতে লিস্ট দিয়ে দেওয়া হবে)।
৩) দুই জোড়া মেটা মোজা যা আপনাকে ট্রেকিং এ ভীষণ হেল্প করবে, ফুল স্লিভ হ্যান্ড কভারও নিতে পারেন।
৪) ভাল বেল্ট ওয়ালা ট্রেকিং স্যান্ডেল অথবা ট্রেকিং সু (কম দামের মধ্যে প্যাগাসাস ব্র্যান্ডের ১৫০ টাকার টা সাশ্রয়ী/ বেশি দামের মধ্যে এপেক্স/ বাটা/ Steps/ Decathlon এ খুব ভাল মানের ট্রেকিং স্যান্ডেল পাবেন)।
৫) যাওয়ার দিন একটি আরামদায়ক প্যান্ট (অবশ্যই জিন্সের নয়), টিশার্ট, পরে যাত্রা করবেন। আর এক্সট্রা একটা টিশার্ট, থ্রি-কোয়ারটার/হাফ প্যান্ট সাথে নিতে পারেন। লুঙ্গি ও বড় গামছা নিতে হবে (কোনোভাবেই টাওয়েল নিবেন না)। আপনার সুবিধার জন্যই আপনাকে এক কাপড়ে ট্রেকিং করতে হবে। মনে রাখবেন পাহাড়ি রাস্তায় ১ গ্রাম ওজনও কম নিলে সেটাই আপনার লাভ। ব্যাগ ভারী হলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে।
৬) পানি থেকে ইলেকট্রনিক্স সামগ্রী রক্ষা ও ভেজা কাপড় রাখার জন্য পলিথিন। স্বম্ভব হলে ব্যাগের ভিতর রাখা সব জিনিস পত্র আগে থেকেই পলিথিনে মুড়িয়ে রাখবেন।
৭) অবশ্যই টর্চলাইট/ হেডল্যাম্প নিতে হবে। ২টা টর্চলাইট নিবেন অথবা ব্যাকআপ ব্যাটারী নিয়ে নিবেন।
৮) সানগ্লাস, ক্যাপ, ক্যামেরা।
৯) টেলিটক/রবির সিম।৩-৪দিন নেটওয়ার্কের বাইরে থাকবেন। বাসায় জানিয়ে রাখবেন। আর্মি প্রটেক্টেড এরিয়ায় যাচ্ছেন, নিরাপত্তা নিয়ে নিশ্চিত থাকবেন।
১০) পাহাড়ি এলাকায় মোবাইল চার্জ করার ব্যবস্থা থাকবে না, তাই অবশ্যই সাথে পাওয়ার ব্যাংক নিতে হবে।
১১) অবশ্যই টুথপেস্ট, টুথব্রাশ, মিনি সোপ, মিনি শ্যাম্পু ও টয়লেট টিস্যু নিতে হবে।
১২) মশার কামড় থেকে বাঁচতে অডোমস ক্রিম। যারা অনেক ত্বক সচেতন তারা সাথে সানস্ক্রিন নিয়ে নিতে পারেন।
১৩) অবশ্যই নি গার্ড/ নি ক্যাপ নিতে হবে। চাইলে এংলেটও নিতে পারেন।
১৮) বাসে ঘুমানোর জন্য Eye Cover নিতে পারেন। পাহাড়ী পাড়ায় ঘুমানোর জন্য Air Pillow নিয়ে যেতে পারেন।

✤✤যা অবশ্যই মনে রাখা দরকার✤✤
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।
✦ ভ্রমণকালীন সময়ে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। ট্রেকিং চলাকালীন সময়ে কাউকে না কাউকে আশা করি পাশে পাবেন।
✦ সবাই শালীনতার মধ্যে থেকে ভ্রমণ উপভোগ করব। অশালীন কর্মকাণ্ডকে কোন ভাবেই সহ্য করা হবেনা, ট্যুর চলাকালীন সময়েই আপনাকে গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
✦ আপনার যে কোন আচরণ যাতে অন্যের জন্য বিরক্তির কারন না হয় সে দিকে অবশ্যই আমাদের সবার খেয়াল রাখতে হবে।
✦ এ দেশের প্রতিটি জায়গা আমাদের সবার। তাই তার সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও আমাদের। তাই যেখানে সেখানে অপচনশীল প্লাস্টিকের জিনিস ফেলা যাবে না।
✦ প্রয়োজনের তাগিদে যে কোন সময়ে কোন ট্যুর প্ল্যান বদলানো হতে পারে।
✦ স্থানীয় সহ কারো সাথেই খারাপ আচরণ করা যাবে না। স্থানীয়দের ছবি তোলার আগে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।
✦ কোন ভাবেই কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
✦ সবচেয়ে বড় কথা, অবশ্যই একটি ভ্রমণপিপাসু মন আমাদের সবার মাঝে থাকতে হবে।সবধরনের সিচুয়েশনে নিজেকে মানিয়ে নিতে হবে। তাহলেই এই ট্যুরটি আপনার জন্য একটি আজীবনের অর্জন হয়ে থাকবে।

#যেকোন প্রয়োজনে নিঃসঙ্কোচে যোগাযোগ করুনঃ
লালন- 01711312726
শরীফ- 01674 948668
আরিফ- 01912191847
পলাশ- 01673898407
সোহাগ- 01717578609 (চট্রগ্রাম)
#Group_De_Madventurers_GDM
#a_Walk_to_Nature
Advertisement

Where is it happening?

থানচি,বান্দরবান, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.

Ask AI if this event suits you:

Discover More Events in Dhaka

Pre-Ramadan Souk
Thu, 29 Jan at 12:00 pm Pre-Ramadan Souk

Dhaka boat club

UK & Canada Application Day!
Thu, 29 Jan at 03:00 pm UK & Canada Application Day!

Snowdrops, House# 78, Level - 4, Road# 11, Block# M, Banani, 1213 Dhaka, Bangladesh

\u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3 \u09e7\u09e7,\u09e6\u09e6\u09e6 \u099f\u09be\u0995\u09be \u098f\u09b8\u09bf \u09ac\u09be\u09b8 \u09ea \u09b0\u09be\u09a4 \u09e9 \u09a6\u09bf\u09a8
Thu, 29 Jan at 06:00 pm সেন্টমার্টিন ভ্রমণ ১১,০০০ টাকা এসি বাস ৪ রাত ৩ দিন

Block - A,Road - 4, House - 12, Mirpur 11,, Dhaka, Dhaka Division, Bangladesh

\u201cPop & Disco Night\u201d
Thu, 29 Jan at 06:00 pm “Pop & Disco Night”

Jatra Biroti

ENTERTAINMENT PARTIES
ActivePulse Kids Dash 2026
Fri, 30 Jan at 06:00 am ActivePulse Kids Dash 2026

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

KIDS CALENDAR
UCR DHAKA 10K RUN 2026 \u2013 Edition 2
Fri, 30 Jan at 06:30 am UCR DHAKA 10K RUN 2026 – Edition 2

Aftabnagar-আফতাবনগর

MARATHONS SPORTS
3rd International Conference on Mechanical, Manufacturing and Process Engineering\u200b\u200b (ICMMPE - 2026)
Fri, 30 Jan at 08:00 am 3rd International Conference on Mechanical, Manufacturing and Process Engineering​​ (ICMMPE - 2026)

DUET, 1707 Gazipur, Bangladesh

BUSINESS CONFERENCES
Medi Carnival, Debate & Pharma Fest | Season 2
Fri, 30 Jan at 08:00 am Medi Carnival, Debate & Pharma Fest | Season 2

Popular Medical College

CONTESTS FESTIVALS
\u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u0986\u09ae\u09c7\u099c\u09c7 \u0995\u09c7\u0993\u0995\u09cd\u09b0\u09be\u09a1\u0982 \u0993 \u09ac\u0997\u09be\u09b2\u09c7\u0995\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09a8\u09cd\u09a4
Thu, 29 Jan at 10:00 pm শীতের আমেজে কেওক্রাডং ও বগালেকে ট্যুরন্ত

কেওক্রাডং পর্বতশৃঙ্গ

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events