টিজিবির সাথে চর কলাগাছিয়ায় ক্যাম্পিং ( ২৩ জানুয়ারি )

Schedule

Thu, 23 Jan, 2025 at 06:00 pm to Mon, 27 Jan, 2025 at 06:00 am

UTC+06:00

Location

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh | Dhaka, DA

Advertisement
** ইভেন্টের নামঃ টিজিবির সাথে চর কলাগাছিয়ায় ক্যাম্পিং ( ২৩ জানুয়ারি )
** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ ক্যাম্পিং
** যাত্রা শুরুঃ ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে।
** যাত্রার শেষঃ ২৭ জানুয়ারি ভোর ৬ টায় ।
********************************************
** ভ্রমণ এর ধরণঃ ক্যাম্পিং। এডভেঞ্চার ।
** ভ্রমণ খরচঃ ৫৪০০/- টাকা (লঞ্চের যাতায়াত খরচ বাদে)।
লঞ্চ ডেকে যাতায়াত হলে ৬৪০০ টাকা/-
কেবিনে যাতায়াত হলে ৭৮০০ টাকা/-
উল্লেখ্যঃ ওয়ান ওয়ে ডেকের ভারা ৫০০, সিংগেল কেবিন ১২০০
(দুইজনে থাকা যায় এমন তাঁবু ২ রাতের জন্য ৬০০ টাকা ভারা নেবে )
#বুকিং এর জন্যঃ +8801877722855,
অথবা +8801877722852, +8801840238946
(আমরা ভ্রমণ খরচে সব সময় সম্পূর্ণ খরচ উল্লেখ করে দেই,যার বাইরে আর কোন হিডেন বা এক্সট্রা খরচ থাকে না।কেউ চাইলে এই খরচের বাইরে এক টাকাও খরচ না করে ঘুরে আসতে পারবেন আমাদের সাথে । আর কেউ খরচ কমাতে চাইলে যাতায়াত লঞ্চের ডেকে ব্যাবস্থা করে দেয়া যাবে)
সাথে থাকবে ট্যুর গ্রুপ বিডির একটি টি-শার্ট।
=} সময়কালঃ ২ রাত ৩ দিন,সোনারচর, চর কলাগাছিয়া, (আরো অতিরিক্ত দুই রাত লঞ্চে করে আসা যাওয়া)
ভ্রমণকারীর সংখ্যা : ২৪ জন।
**।*।*।** কনফার্ম করার Dead line: আপাতত ডেড লাইন ২০ জানুয়ারি আসন খালি থাকা সাপেক্ষে । তবে কনফার্ম মানেই টাকা পাঠিয়ে নিশ্চিত করা, মৌখিক কনফার্মেশন গ্রহণযোগ্য নয়।
** কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৩০০০/- টাকা পাঠাতে হবে। (বিকাশ বা মার্চেন্টে দিলে ৩০৬০/- টাকা)
আর বাকি টাকা ট্রিপে যাওয়ার আগে অফিসে এসে জমা দিয়ে কনফার্মেশন টোকেন নিয়ে যেতে হবে।
-----------------------------------------
#যেখানে যাচ্ছিঃ চর কুকরি-মুকরি ইভেন্টে গিয়েছিলাম কয়েকদিন আগে । প্রচুর ভীর দেখে আর ক্যাম্প করা হয় নাই সেখানে। নৌকা নিয়ে যেতে থাকি আরো দক্ষিণে। বঙ্গোপসাগরের প্রতিনিয়তই পলি পরে জেগে উঠছে নতুন নতুন চর । একেকটার রূপ একেক রকম । যেখানে পেয়েছিলাম ক্যাম্পিংএর আসল মজা ।
বিশাল জলরাশি, বালুকাবেলায় লাল কাঁকরার বিচরণ, ঝিনুকের সমাহারসহ অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সোনারচর, চর কলাগাছিয়া, জাহাজ মারা দ্বীপ। ভ্রমন পিয়াসু অনেকেরই জানার বাইরে এসব এলাকা। তবে, সম্প্রতি পর্যটকদের আনাগোনা দেখা যায়।
শীতের সময় অতিথি পাখির কলকাকলিতে মুখর থাকে দ্বীপগুলো। কেওরা, ছৈলা, বাইন, নীম, বাবলা, ঝাউসহ গাছগাছালিও প্রচুর। এবারে আমাদের তাবুবাস এমনই নির্জন এক দ্বীপ/চরে
-----------------------------------------
ভ্রমণের স্থান সমুহঃ
-সোনারচর,
-চর কলাগাছিয়া,
-আন্ডার চর,
-চর মোন্তাজ
সাথে কিছু সারপ্রাইজ তো থাকছেই।
** ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ-----------------
ডে-০০
আমরা সদরঘাট থেকে লঞ্চ এর কেবিনে শেয়ার ১/৪ বেসিসে অথবা ওপেন ডেকে করে যাবো চর মোন্তাজ । লঞ্চ ছাড়বে বৃহস্পতিবার বিকেল ৬ টা ১৫ মিনিটে ।
ডে-১
লঞ্চ থেকে নেমে হালকা বাজার সদাই সেরে নিয়ে ঘাট থেকে ট্রলার রিজার্ভ করে চর কলাগাছিয়া । এইখানেই তাবু খাটানো হবে । লাঞ্চ সেরে আমারা চর কলাগাছিয়ার বীচ এবং বন ঘুরে দেখব ।
ডে-২
সকাল সকালে নাস্তা ট্রলারে নিয়ে আমারা বেরিয়ে পরব আশে পাশের চর ভ্রমণে । লিস্টে আছে সোনার চর । খুজে নেব তৃণভূমি, সেটি হয়ে উঠবে সেদিনের জন্য আমাদের ফুটবল মাঠ, খেলা চলবে। রাতে আবার কলাগাছিয়া ফিরে আসব । ফায়ার ক্যাম্প ঘিরে গানের আসর । মধ্যরাতে একসাথে ফানুশ উড়াবো।
ডে-৩,ভোরে উঠে নৌকায় করে ফিরব চর মোন্তাজ। এখান থেকে লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রউনা হব ।
(উপরের প্ল্যান সেখানে গিয়ে পরিস্থিতির সাথে পরিবর্তন বা পরিবর্ধন হতেই পারে, তবে সবাইকে অবগত করে সবার সাথে আলোচনা করেই হবে সেই পরিবর্তন বা পরিবর্ধন)
২৭ তারিখ সকালে এসে অফিস ধরতে পারবেন।
-----------------------------------------
** যা যা থাকছে এর মধ্যেঃ
- ট্রলারে করে বিভিন্ন্য চর/ দ্বীপে যাওয়া, সেখান থেকে লোকাল ট্রান্সপোর্ট এ যাতায়াত
- ২৪ তারিখ সকাল থেকে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার ।
- কেউ আলাদা কেবিন নিতে চাইলে বা ১/২ নিতে চাইলে আগেই জানাবেন।
-----------------------------------------
** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- যাদের মনে #ওয়াসরুম নিয়ে প্রশ্ন তাদের কে এই ট্যুরে যেতে নিরুৎসাহিত করছি।
* যাদের তাবু ভারা লাগবে তাদের তাবু সদরঘাটে আমাদের থেকে সংগ্রহ করতে হবে এবং এখানেই বুঝায় দিতে হবে ।
************************************
** টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-16411026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722855, 01919496551 (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
** যা সাথে নেওয়া উচিতঃ
-নিজের জন্য তাবু , হ্যামক এবং ক্যাম্পিং করার জন্য অন্যান্য সামগ্রী ।
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ।
- ওয়েট টিস্যু+সেনিটাইজার।
- মশা থেকে বাঁচার জন্য অডোমস।
- গামছা/ছাতা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়।
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ (এমোডিস+নাপা+ )
- টর্চ লাইট
- মোবাইলের রেইন কভার (বৃষ্টি হলেও ভিডিও ও ছবি তোলার জন্য)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
=== ট্র্যাকিং/হাটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন। সাথে নিজের জন্য ২ লিটার পানির বোতল নিজেকেই বহন করতে হবে।
--------------------------------------
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* যেহেতু এখানে অনেক নতুন মানুষ এর সাথে মিলে মিশে ট্রিপটি হবে,তাই সবার সাথে এডজাস্ট করা এবং কমপ্রোমাইজ করার মানসিকতা নিয়ে এই ট্রিপে যাবেন।
* বিভিন্ন্য চরে মোটামুটি হাটতে হবে ১-২ ঘন্টার মতন। তবে কেউ হাটতে না চাইলে রিসোর্ট এ বসেও রিলাক্স করতে পারবেন।
* যাদের তাবু ভারা লাগবে তাদের তাবু সদরঘাটে আমাদের থেকে সংগ্রহ করতে হবে এবং এখানেই বুঝায় দিতে হবে ।
------------------------------------
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
আমাদের গ্রুপ এর ঠিকানাঃ https://www.facebook.com/groups/TourgroupBd/
আমাদের পেজের ঠিকানাঃ https://www.facebook.com/TourgroupBd/
**যোগাযোগ- ০১৮৪০২৩৮৯৪৬ ম্যানেজার। এটি আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিবেন ট্রিপের বিস্তারিত, এবং কনফার্ম করতেও এই নাম্বারটিতে যোগাযোগ করুন। তবে ট্রিপ এর সকল তথ্য পড়েও কোন জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারবেন ।
০১৮৭৭৭২২৮৫২,৫৫,৫৬
Advertisement

Where is it happening?

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

\u099f\u09cd\u09af\u09c1\u09b0 \u0997\u09cd\u09b0\u09c1\u09aa \u09ac\u09bf\u09a1\u09bf

Host or Publisher ট্যুর গ্রুপ বিডি

It's more fun with friends. Share with friends

Discover More Events in Dhaka

3rd DHAKA MOTOR FEST 2025
Thu, 23 Jan, 2025 at 05:00 pm 3rd DHAKA MOTOR FEST 2025

International Convention City Bashundhara - ICCB

FESTIVALS
Pizza Home Delivery
Thu, 23 Jan, 2025 at 05:00 pm Pizza Home Delivery

gendaria, Dhaka, Dhaka Division, Bangladesh

\u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u099a\u09b0 \u0995\u09b2\u09be\u0997\u09be\u099b\u09bf\u09df\u09be\u09df \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 ( \u09e8\u09e9 \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09bf )
Thu, 23 Jan, 2025 at 06:00 pm টিজিবির সাথে চর কলাগাছিয়ায় ক্যাম্পিং ( ২৩ জানুয়ারি )

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh

Karaoke & Trivia (F.R.I.E.N.D.S. theme)
Thu, 23 Jan, 2025 at 06:00 pm Karaoke & Trivia (F.R.I.E.N.D.S. theme)

16th floor, Dhaka Trade Centre, 99 Kazi Nazrul Islam Avenue, Kawran Bazar, Dhaka, Bangladesh

KARAOKE MUSIC
Thu, 23 Jan, 2025 at 06:04 pm Organic Fiha Green Tea Cream Whitening cream face wash

Dhaka Bangladesh, Dhaka, Dhaka Division, Bangladesh

New Jiran Rice's New Year's Day Program
Thu, 23 Jan, 2025 at 07:00 pm New Jiran Rice's New Year's Day Program

Uthiar Bazar, Longair, Pagla, Gafargoan Mymensingh, Mymensingh, Dhaka Division, Bangladesh

MAGIC-SHOW ENTERTAINMENT
LEEMONADE live @ DHAKA SESSIONS \u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u0986\u09a1\u09cd\u09a1\u09be @ Jatra Biroti
Thu, 23 Jan, 2025 at 07:00 pm LEEMONADE live @ DHAKA SESSIONS শীতের আড্ডা @ Jatra Biroti

Jatra Biroti

MUSIC ENTERTAINMENT
\u09b8\u09c7\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8 \u09ed\u09ea\u09ef\u09ef \u099f\u09be\u0995\u09be \u09ae\u09be\u098f \u09e8\u09e9 \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09bf \u09b0\u09be\u09a4\u09b0\u09c7 \u09b0\u0993\u09a8\u09be
Thu, 23 Jan, 2025 at 07:00 pm সেন্টমার্টিন ভ্রমন ৭৪৯৯ টাকা মাএ ২৩ জানুয়ারি রাতরে রওনা

Ka3/C, 3rd Floor, Joynob Ali Sarak, Near Jamuna Future Park, Basundhara Road, Jagannathpur, Vatara, Dhaka 01896261480, Dhaka, Dhaka Division, Bangladesh

\u09a8\u09a4\u09c1\u09a8 \u09ac\u099b\u09b0\u09c7 \u09b8\u09c7\u0987\u09a8\u09cd\u099f \u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 \u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf (\u09e8\u09e9 \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09c0)
Thu, 23 Jan, 2025 at 08:00 pm নতুন বছরে সেইন্ট মার্টিন ভ্রমণে টিজিবি (২৩ জানুয়ারী)

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh

\u09b2\u09be\u0987\u09ad \u0997\u09be\u09a8\u09c7\u09b0 \u0985\u09a8\u09c1\u09b7\u09cd\u09a0\u09be\u09a8\u0964 \u098f\u0995\u09c1\u09b6 \u099c\u09be\u09a8\u09c1\u09af\u09bc\u09be\u09b0\u09bf \u09e8\u09e6\u09e8\u09eb\u0964
Thu, 23 Jan, 2025 at 08:00 pm লাইভ গানের অনুষ্ঠান। একুশ জানুয়ারি ২০২৫।

Kunihati,Itavara,keranigonj,dhaka,bangladesh, Dhaka, Dhaka Division, Bangladesh

Comedy Grilled @Dhanmondi
Thu, 23 Jan, 2025 at 08:00 pm Comedy Grilled @Dhanmondi

Grilled

COMEDY

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events