ঈদের ছুটিতে টিজিবি'র সাথে শ্রীলংকা ( ০২ এপ্রিল )
Schedule
Wed, 02 Apr, 2025 at 01:00 am to Tue, 08 Apr, 2025 at 01:00 am
UTC+06:00Location
20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh | Dhaka, DA
Advertisement
✍️ ঈদের ছুটিতে টিজিবি'র সাথে শ্রীলংকা ( ০২ এপ্রিল )** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ ৭ দিনের রিলাক্স ট্যুর।
** যাত্রা শুরুঃ ০২ এপ্রিল রাত ১ টায় ।
** যাত্রার শেষঃ ০৮ এপ্রিল রাতে ঢাকা।
******************************************************************
✍️👉 ভ্রমন স্থান পরিচিতিঃ
-----------------------
👉শ্রীলংকাঃ ভারত মহাসাগরের বুকে এক ফোটা অশ্রুবিন্দু কিংবা নাশপাতি বা আমের আকৃতির এক খণ্ড দ্বীপদেশ শ্রীলঙ্কা। ভারতীয় উপমহাদেশের মূল ভূখণ্ড থেকে দেশটিকে বিচ্ছিন্ন করেছে মান্নার উপসাগর ও পল্ক প্রণালী। শ্রীলঙ্কার উত্তর-পূর্বে বঙ্গোপসাগর, উত্তর-পশ্চিমে ভারতের সামুদ্রিক সীমান্ত, এবং দক্ষিণ-পশ্চিমে মালদ্বীপ। প্রাকৃতিক নৈসর্গ, ঐতিহাসিক ধর্মীয় স্থান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ এই এশিয়ার দেশটি ।
📌এট্রাকশনঃ-
আদম পিকঃ ( আদম পিক ট্রেকিং)
বেনতোটাঃ- ( মাধু রিভার বোট সাফারি)
গলেঃ (ডাচ ফোর্ড + ফিশিং এরিয়া)
মিরিশ্যাঃ- ( তিমি দেখা+ ইয়ালা সাফারি+ অসংখ্য বীচ)
এল্লাঃ-( ব্রিটিশ আমলে তৈরি নাইন আর্চ ব্রিজ + ট্রেন জার্নি + রাভানা ওয়াটার ফলস)
নুওয়ারা এলিয়াঃ- (নুওয়ারা এলিয়া সিটি+ টি ফ্যাক্টরি )
কলোম্বঃ কলোম্ব সিটি এবং গালে ফেস গ্রীন বীচ
******************************************************************
✍️👉 ৭ দিনের শ্রীলঙ্কা পরিকল্পনাঃ-
(ঢাকা → বেনতোটা → মিরিস্যা → এল্লা → আদমস পিক → কলোম্বো → ঢাকা)
-------------------------------------------------------------
📅 ডে ১: ঢাকা → বেনতোটা
ফ্লাইট: সকালে ঢাকা থেকে কলোম্বো (Bandaranaike International Airport - CMB)
ট্রান্সপোর্ট: এয়ারপোর্ট থেকে বেনতোটা (আনুমানিক ২-৩ ঘণ্টা)
📌 অ্যাট্রাকশন:
মাধু রিভার সাফারি – ম্যানগ্রোভ ফরেস্ট, ফিস ফুট স্পা ।
রাত্রিযাপন: বেনতোটা
📅 ডে ২: বেনতোটা → গলে → মিরিস্যা
ট্রান্সপোর্ট: বেনতোটা থেকে গলে (১.৫ ঘণ্টা) ।
📌 অ্যাট্রাকশন:
গল ফোর্ট – ওল্ড ডাচ ফোর্ট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
ফিশিং এরিয়া – স্টিল্ট ফিশিং দেখতে পারেন
ট্রান্সপোর্ট:গলে থেকে মিরিস্যা (১.৫-২ ঘণ্টা)
📌 অ্যাট্রাকশন:
মিরিস্যা রেড বীচ, কোকনাট বীচ , ব্লু বীচ , সার্ফিং বীচ ইত্যাদি ।)
সানসেট ভিউ
রাত্রীযাপন : মিরিস্যা
মিলঃ ব্রেকফাস্ট+ ০ + ডিনার।
📅 ডে ৩: মিরিস্যা → ইয়ালা সাফারি → এল্লা
ভোরে: হোয়েল ওয়াচিং (তিমি ও ডলফিন দেখার জন্য বোট ট্যুর)
ট্রান্সপোর্ট: মিরিস্যা থেকে ইয়ালা (প্রাইভেট কার, ২-৩ ঘণ্টা) আমারা সাইড সিন করে যাব কাজেই ৩-৪ ঘন্টা সময় লাগবে।
📌 অ্যাট্রাকশন:
ইয়ালা ন্যাশনাল পার্ক সাফারি (হাতি, চিতা বাঘ, হরিণ)
ট্রান্সপোর্ট: ইয়ালা থেকে এল্লা (২-৩ ঘণ্টা)
রাত্রীযাপন : এল্লা
মিলঃ ব্রেকফাস্ট+ ০ + ডিনার।
📅 ডে ৪: এল্লা → নুওয়ারা এলিয়া → আদমস পিক
📌 অ্যাট্রাকশন:
নাইন আর্চ ব্রিজ (ফটোগ্রাফির জন্য পারফেক্ট)
রাভানা ওয়াটার ফলস
ট্রান্সপোর্ট: এল্লা থেকে নুওয়ারা এলিয়া (২ ঘণ্টা, সবচেয়ে সুন্দর রুট) আমারা সাইড সিন করে যাব কাজেই ৩-৪ ঘন্টা সময় লাগবে।
📌 অ্যাট্রাকশন:
নুওয়ারা এলিয়া সিটি ট্যুর
টি ফ্যাক্টরি ট্যুর
ট্রান্সপোর্ট: নুওয়ারা এলিয়া থেকে দালহৌসি (Adam’s Peak বেস ক্যাম্প, ৩ ঘণ্টা)
রাত্রীযাপন : আদমস পিকের বেস ক্যাম্প (তড়িঘড়ি ঘুম, কারণ রাতেই ট্রেকিং শুরু হবে)
মিলঃ ব্রেকফাস্ট+ ০ + ডিনার।
📅 ডে ৫: আদমস পিক ট্রেকিং
📌 রাত ১-২ টায় ট্রেকিং শুরু: আদমস পিকের চূড়ায় সানরাইজ দেখার জন্য ।
ট্রেকিং টাইম: ৪-৫ ঘণ্টা (চূড়ায় পৌঁছাতে)
সকালে: নিচে নেমে ব্রেকফাস্ট । এদিন প্রচুর পরিশ্রম হবে কাজেই লাঞ্চ পর্যন্ত রেস্ট টাইম। বিকেলে আমারা আশপাশ ঘুড়ে দেখব।
রাত্রীযাপন :→ আদমস পিকের বেস ক্যাম্প
মিলঃ ব্রেকফাস্ট+ ০ + ডিনার।
📅 ডে ৬: আদমস পিকের বেস ক্যাম্প→ কলোম্বো
📌 অ্যাট্রাকশন:
গালে ফেঁসো গ্রিন – সমুদ্রের ধারে পার্ক
কলোম্বো সিটি ট্যুর
রাত্রীযাপন : কলোম্বো
মিলঃ ব্রেকফাস্ট+ ০ + ডিনার।
📅 ডে ৭: কলোম্বো → ঢাকা
ফ্লাইট: সকাল/দুপুরে কলোম্বো থেকে ঢাকা ব্যাক
নোটঃ-পরিস্থিতি,আবহাওয়া বিচারে মূল পরিকল্পনায় কোন স্থান ভ্রমণ আগে পরে হতে পারে ।যা হবে সবার সাথে আলোচনা করে হবে।
*********************************************************************
💰💰 ভ্রমণের মূল খরচঃ
📌বিমান ভারাঃ ৪৯,৯৫০/- টাকা ( আনুমানিক)
📌ল্যান্ড প্যাকেজঃ-
👉শ্রীলংকা ভিসা খরচ ৩০ ডলার।
https://eta.gov.lk/etaslvisa/etaNavServ?payType=1
👉২ইন শেয়ার বেসিসে থাকা+প্ল্যান অনুযায়ী খাবার ঘুরাঘুরি এর জন্য
শ্রীলংকায় খরচ = ৩৩৫ ইউ এস ডলার।
👉👉টোটাল ট্যুর কস্ট= ল্যান্ড প্যাকে + বিমান ভারা।
( আমাদের প্যাকেজ ব্রেকফাস্ট এবং ডিনার সহ।)
--------------------
📌সাথে থাকছে ট্যুর গ্রুপ বিডির একটি করে টি-শার্ট ।
📌হোটেলঃ ৩ স্টার থাকবে সব যায়গায়।
👉কলম্বোঃ বীরজায়া হোটেল ( অথবা এর সমমানের).
**নির্ধারিত আসন ১২ টি ।
** বুকিং মানি ৬০,০০০/- (নন রিফান্ডেবল।)
-------------------------------------------
☎ যোগাযোগঃ 01877722850 or 55
-------------------------------------------
✍️👉 ভ্রমণের আওতায় যা যা থাকছে:
-------------------------------
📌 প্রতিদিন ২ বেলা খাবার ।।
📌 ট্রান্সপোর্ট
📌 একোমোডেশন
📌 বাংলাদেশ থেকে গাইড
📌 শ্রীলঙ্কান গাইড
📌 এন্ট্রি ফি ।।
*********************************************************************
✍️👉 ভ্রমণের আওতায় যা যা থাকছে নাঃ-
-----------------------------------
📌 এয়ার ফেয়ার
📌 লাঞ্চ
📌 কোন প্রকার এক্টীভিটী ( যেমন বোট রাইড/জীপ সাফারি ইত্যাদি)
📌 কোন ঔষধ ।
📌 কোন রকম ব্যক্তিগত বীমা ।
**********************
👉 প্যাকেজে অন্তর্ভুক্ত নাই এমন খরচের আইডিয়া
📌 লাঞ্চঃ ৩ থেকে ৬ ডলার প্রতি বেলা ।
📌 মাধু রিভার বোট সাফারি ২০ ডলার
📌তিমি দেখা ৫৫ ডলার
📌ট্রেন জার্নি
📌 ইয়ালা সাফারি ৬৫ ডলার
📌মোবাইল সিমঃ
১) ডায়ালগ ফোনের কভারেজ পুরো শ্রীলঙ্কায় অনেক ভাল ও নির্ভরযোগ্য। সীম ফ্রি পাওয়া যাবে এয়ারপোর্টের ডায়ালগ কাউন্টার থেকে। আমি ১০ ডলার দিয়ে ২০ জিবি ডাটা কিনে কাজ চালিয়েছি।
👉👉মানি এক্সচেঞ্জঃ
বর্তমানে USD 1 = ২৯৫ RUPEES রেট।
যেকোন ব্যাংক থেকে ডলার এক্সচেঞ্জ করা যায়।
এছাড়া কার্ড এন্ড্রোস করা থাকলে এটিএম বুধ থেকে সরাসরি শ্রীলঙ্কান রুপি তুলতে পারবেন ।
*******************
** টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-16411026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722851, 01919496551 (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
----------------
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
** শর্ত সমুহঃ
১- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতা এবং অবৈধ কোন কার্যকালাপের সুযোগ নেই।
২- ভ্রমণকালে দুর্ঘটনা/সমস্যা বলে কয়ে আসে না, তাই যে কোন প্রকার দুর্ঘটনায় সকলে মিলে মোকাবেলা করতে হবে ।এ কারনে ট্রিপ প্লান চেঞ্চ করতে হলে তা সকলের আলোচনার ভিত্তিতেই হবে।
৩- যেকোন সমস্যার সামাধানে হোস্টের সহায়তা নিন । নিজেরা বাকবিতন্ডে জরিয়ে ট্যুরের পরিবেশ নস্ট করা যাবে না।
৪- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম/টুরিসম স্পটের কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৫- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৬- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। কোন রকম অসৎ উদ্দেশ্য থাকলে এবং তা গ্রুপের অন্য সবার সাথে আলোচনার মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে।
*****************************************
আমাদের ফেসবুক গ্রুপঃ www.facebook.com/groups/TourgroupBd/
আমাদের ফেসবুক পেইজঃ www.facebook.com/TourgroupBd/
ওয়েবসাইটঃ www.tourgroupbd.com
☎ যোগাযোগ- ০১৮৪০২৩৮৯৪৬, ম্যানেজার।
এবং পরামর্শ বা কোন কিছু জানার জন্য অথবা কর্পোরেট ট্যুরের জন্য কল করুন
#টিজিবি হেল্প লাইনঃ +8801877722851 অথবা +8801877722855,
আমাদের আপকামিং ইভেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুনঃ-
www.facebook.com/groups/TourgroupBd/even
Advertisement
Where is it happening?
20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: