আন্তঃবিশ্ববিদ্যালয় সাইবার বিতর্ক প্রতিযোগিতা ২০২৪

Schedule

Fri Oct 18 2024 at 09:00 am to 07:00 pm

UTC+06:00

Location

Stamford University Bangladesh | Dhaka, DA

Advertisement
নবম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৪ উপলক্ষে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ) এবং স্টামফোর্ড ডিবেট ফোরামের যৌথ আয়োজনে দেশের গন্ডিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় সাইবার বিতর্ক প্রতিযোগিতা ২০২৪।
প্রতিযোগিতার তারিখ: ১৮ অক্টোবর, ২০২৪ (শুক্রবার)।
স্থান: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী, ঢাকা।
প্রতিযোগিতার ধরন: সংসদীয় বাংলা বিতর্ক।
অংশগ্রহণকারী মোট দল: ১৬টি
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/DYNYtCMgkNFCez4g6
রেজিষ্ট্রেশন ফি বাবদ ৭০০ টাকা অগ্রিম প্রদান করে স্লট নিশ্চিত করতে হবে। যা বিতর্কের সমাপনী অনুষ্ঠান শেষে রিফান্ড করা হবে। উল্লেখ্য, স্লট নিশ্চিত করেও কেউ প্রতিযোগিতায় অংশ না নিলে রেজিষ্ট্রেশন ফি অফেরতযোগ্য বিবেচিত হবে। সেন্ড মানি করার সময় রেফারেন্সে নিজ বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে।
বিকাশ নাম্বারঃ 01907429905

*** প্রতিযোগিতার বিস্তারিত বিবরণ ও নিয়মাবলী ***
১. প্রতিযোগিতার মাধ্যম হবে বাংলা। প্রচলিত এশিয়ান সংসদীয় ও ‘নক আউট’ পদ্ধতিতে বিতর্ক পরিচালিত হবে।
২. নিবন্ধনের ক্রম অনুযায়ী সিক্যাফ কর্তৃপক্ষের চূড়ান্ত বিবেচনায় ১৬টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। যদি কেনো দল নিবন্ধন ও অংশগ্রহণ নিশ্চিত করার পরও যথাসময়ে অংশগ্রহণে ব্যর্থ হয়, তাহলে অপেক্ষমান তালিকা থেকে ক্রম অনুযায়ী পরবর্তী দল অংশগ্রহণের সুযোগ পাবে।
৩. চূড়ান্ত বিবেচনায় মনোনীত দলগুলোকে বিতর্কের বিষয় সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত সমৃদ্ধ রিডিং ম্যাটেরিয়ালস ইমেইলের মাধ্যমে দেওয়া হবে।
৪. বিতর্ক প্রতিযোগিতার শুরুতে বিষয়ভিত্তিক একটি কর্মশালার আয়োজন করা হবে। উক্ত কর্মশালায় সকল বিতার্কিকের অংশগ্রহণ বিশেষভাবে প্রত্যাশিত। কর্মশালায় বিতর্কের বিষয়সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা ও তথ্য-উপাত্ত সম্পর্কে আলোচনা করা হবে।
৫. প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করার ক্ষেত্রে সিক্যাফের কর্মপরিধি তথা- সাইবার অপরাধ, সাইবার ব্যুলিং, মিথ‌্যা তথ‌্য প্রচার প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা আইনসহ সাম্প্রতিক যেকোনো বিষয় নির্ধারিত হতে পারে। এক্ষেত্রে প্রতিযোগিতার শুরুতেই একটি ব্রিফিং অধিবেশনে বিশদ আলোচনা করা হবে এবং বিতার্কিকদের বিষয়ভিত্তিক আলোচনায় সীমাবদ্ধ থাকার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হবে।
৬. প্রতি দলে তিনজন বিতার্কিক থাকবেন। নির্দিষ্ট দলের যে তিনজন বিতার্কিক প্রথম রাউন্ডে বিতর্ক করবেন প্রতিযোগিতার পরবর্তী যেকোনো রাউন্ডে তাদের বাইরে অন্য কোনো বিতার্কিক অংশগ্রহণ করতে পারবেন না। তবে বিশেষ মানবিক বা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যথাযথ প্রমাণপূর্বক সিক্যাফ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একই প্রতিষ্ঠানের একই সংগঠনের অন্য কোনো বিতার্কিককে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
৭. একজন বিতার্কিক প্রতি রাউন্ডে গঠনমূলক পর্বে ৫ মিনিট এবং যুক্তিখণ্ডন পর্বে ৩ মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। নির্দিষ্ট সময় শেষে অতিরিক্ত ১৫ সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ না করলে বিচারকরা পেনাল্টি নম্বর দিতে পারবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বক্তব্যের পর দলীয় অবস্থান নির্ধারণের জন্য বিরোধী দল ১ মিনিট ‘কৌশল নির্ধারণের সময়’পাবেন। ফাইনাল বিতর্কে প্রত্যেক বক্তা ৭ মিনিট করে সময় পাবেন এবং যুক্তিখণ্ডন পর্ব হবে ৪ মিনিট করে।
৮. বিতর্ক চলাকালে বিতার্কিকরা ‘ক্লু’ বা ‘হিন্টস’ হিসেবে ‘হ্যান্ডনোট’ ব্যবহার করতে পারবেন। তবে বিতর্কে বক্তব্য দেওয়ার সময় কিংবা বিতর্ক অধিবেশন চলাকালে হুবহু দেখে বক্তব্য উপস্থাপন করা যাবে না এবং তথ্যপ্রযুক্তি/ইন্টারনেট/মোবাইল ফোন কিংবা কোনো বই/পত্রিকা/সাময়িকী ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা যাবে না। বিতর্ক চলাকালে বিতার্কিকরা সহবিতার্কিক ছাড়া অন্য কারো কাছ থেকে কিংবা টেলিফোনে তথ্য সংগ্রহ করতে পারবেন না। বিষয়টি বিচারকরা লক্ষ‌্য রাখবেন।
৯. বিতর্ক চলাকালে প্রতিপক্ষের বিতার্কিক কিংবা অন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করে বা অসম্মানজনকভাবে বক্তব্য দেওয়া যাবে না। এছাড়া জাতি/লিঙ্গ/ধর্ম/বর্ণ‌কে উদ্দেশ ক‌রে বিদ্বেষমূলক এবং রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দেওয়া যাবে না।
১০. বিতর্ক চলাকালে প্রথম মিনিট ও শেষ মিনিটের মধ্যবর্তী ৩/৫ মিনিট সময়ে ‘পয়েন্ট অব ইনফরমেশন’, ‘পয়েন্ট অব অর্ডার’ কিংবা ‘পয়েন্ট অব প্রিভিলেজ’ উত্থাপন করতে হবে। তবে এক্ষত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং অহেতুক পয়েন্ট উত্থাপন করা যাবে না। একটি পয়েন্ট উত্থাপনের কমপক্ষে ৩০ সেকেন্ড পর আরেকটি পয়েন্ট উত্থাপন করতে হবে। অন্যথায় বিচারকরা পেনাল্টি নম্বর দিতে পারবেন।
১১. প্রত্যেক বক্তার বক্তব্য চলাকালে যদি ২টি ‘পয়েন্ট অব অর্ডার’ কিংবা ‘প্রিভিলেজ’গৃহিত না হয়, তাহলে আর পয়েন্ট উত্থাপন করা যাবে না। যদি পয়েন্ট গৃহিত হয় তাহলে আরেকটি পয়েন্ট উত্থাপনের সুযোগ থাকবে। এভাবে যতবার পয়েন্ট গৃহিত হবে ততবার উত্থাপন করা যাবে।
১২. প্রতিযোগিতার প্রতিটি বিতর্কের শেষে দায়িত্বরত স্পিকার ভেন্যুতেই ফল ঘোষণা করবেন। ফল নির্ধারণে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এ বিষয়ে সিক্যাফের কোনো মতামত বা হস্তক্ষেপের সুযোগ থাকবে না। বিতর্কের ফলকেন্দ্রিক যে কোনো আলোচনা ভেন্যুতেই চূড়ান্তভাবে সমাধান করতে হবে। এ বিষয়ে পরবর্তীতে কোনো আপত্তি বিবেচনা করা হবে না।
Advertisement

Where is it happening?

Stamford University Bangladesh, Anna's Kitchen, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh

Event Location & Nearby Stays:

Cyber Crime Awareness Foundation

Host or Publisher Cyber Crime Awareness Foundation

It's more fun with friends. Share with friends

Discover More Events in Dhaka

2nd National Mental Health Summit
Fri Oct 18 2024 at 12:00 am 2nd National Mental Health Summit

BAF Shaheen College Dhaka, Cantonment, Dhaka-1206

HEALTH-WELLNESS MENTAL-HEALTH
Firebase meetup
Fri Oct 18 2024 at 06:00 am Firebase meetup

Narayanganj, Dhaka Division, Bangladesh

MEETUPS
\ud83d\udeb5\ud83c\udffb\u200d\u2640SDC Explore Ride To Nababganj- 455
Fri Oct 18 2024 at 06:45 am 🚵🏻‍♀SDC Explore Ride To Nababganj- 455

Kamalapur Railway Station - কমলাপুর রেলওয়ে স্টেশন

SEUDC NATIONALS 2024 (INTER CLUB)
Fri Oct 18 2024 at 08:00 am SEUDC NATIONALS 2024 (INTER CLUB)

Southeast University

SPORTS TOURNAMENTS
Intra IBA Basketball 2024
Fri Oct 18 2024 at 08:00 am Intra IBA Basketball 2024

Dhaka University Gymnasium Field

SPORTS TOURNAMENTS
Balishira Resort Sreemangal October
Fri Oct 18 2024 at 08:00 am Balishira Resort Sreemangal October

Sreemangal

KIDS
\u09ac\u09bf\u0989\u099f\u09bf \u0995\u09c1\u0987\u09a8 \u09ac\u09be\u0982\u09b2\u09be\u09a6\u09c7\u09b6 \u09e8\u09e6\u09e8\u09ea
Fri Oct 18 2024 at 10:00 am বিউটি কুইন বাংলাদেশ ২০২৪

Purana Paltan

Dubai Property Expo 2024
Fri Oct 18 2024 at 10:00 am Dubai Property Expo 2024

Golden Tulip The Grandmark - Dhaka

BUSINESS EXHIBITIONS
Coffee brewing & tasting workshop
Fri Oct 18 2024 at 10:00 am Coffee brewing & tasting workshop

Banani, Dhaka, Bangladesh

WORKSHOPS ART
Fashion Festival 2024
Fri Oct 18 2024 at 10:15 am Fashion Festival 2024

Gulshan, ঢাকা, বাংলাদেশ

FESTIVALS EXHIBITIONS
 Bold Boisterous Cosplayers Movie Meetup powered by Hiragana Mart
Fri Oct 18 2024 at 10:30 am Bold Boisterous Cosplayers Movie Meetup powered by Hiragana Mart

KIB Convention Hall

MEETUPS ENTERTAINMENT
Sundora Beauty Present Pick Your Daisy By Marc Jacobs
Fri Oct 18 2024 at 01:00 pm Sundora Beauty Present Pick Your Daisy By Marc Jacobs

Jamuna Future Park, Dhaka

CALENDAR

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events