Training on Green Leadership & Youth Action
Schedule
Fri Jan 24 2025 at 10:00 am to 05:00 pm
UTC+06:00Location
9th Floor, 272/5, Amin Bhaban, Amin Garden Road, West Agargaon, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
আপনি কীভাবে আপনার নেতৃত্ব গুন উন্নয়নের মাধ্যমে সবুজ বিপ্লবের অংশ হবেন, কীভাবে ব্রাইটার্সের সাথে আরো সক্রিয় ভাবে কাজ করতে পারবেন, এটা নিয়ে বিস্তারিত জানাতে আমরা আয়োজন করছি Training on Green Leadership and Youth Action।
Brighters এবং Bangladesh Youth Climate School যৌথ উদ্যোগে এই আয়োজন করেছে একদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ!
🎯 এই প্রশিক্ষণে যা শিখবেন:
✅ গ্রীণ লিডারশিপ স্ট্র্যাটিজি এন্ড প্ল্যানিং।
✅ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই উদ্যোগ গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়ন।
✅ যুব নেতৃত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথ।
🎁 অংশগ্রহণকারীদের জন্য থাকছে:
✅ টি-শার্ট।
✅ গ্রিন এক্টিভিস্ট ব্যাজ।
✅ সার্টিফিকেট।
✅ আইডি কার্ড।
📅 তারিখ: ১৭ জানুয়ারি
⏳ সীমিত আসন, তাই নিচের দেয়া লিংকে দ্রুত রেজিস্ট্রেশন করুন।
রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/r5dygzZnTZoLtxdL9
#GreenLeadership #YouthAction #ClimateChange #Brighters #BangladeshYouthClimateSchool
Where is it happening?
9th Floor, 272/5, Amin Bhaban, Amin Garden Road, West Agargaon, Dhaka, Dhaka Division, BangladeshEvent Location & Nearby Stays: