Team Agargaon 5K Charity Run
Schedule
Wed Dec 25 2024 at 06:00 am to 08:00 am
UTC+06:00Location
Agargaon Administrative Area | Dhaka, DA
Advertisement
Team Agargaon 5K Charity Runআগামী ২৫ এ ডিসেম্বর বড় দিনের ছুটিতে আমাদের এই চ্যারিটি ইভেন্টটি মূলত একটি ফান রান। আগারগাঁও মূল ট্র্যাকে ২ লুপে ৫ কিলোমিটার রান করবো আমরা।
তারিখ: ২৫.১২.২০২৪
শুরুর সময়: সকাল ৬:৪৫
দূরত্ব: ৫ কিলোমিটার
রেজিস্ট্রেশন ফি:
২৫০/- (টিশার্ট ছাড়া)
৫৫০/- (টিশার্ট সহ)
কাট অফ টাইম: ৬০ মিনিট।
ক্যাটাগরি: দুটি।
১. চ্যারিটি
২. চ্যারিটি এন্ড টিশার্ট
রানার কি পাবে?
রান ডাটা সাবমিট সাপেক্ষে ই-সার্টিফিকেট (Strava রান রেকর্ড করে সাবমিট করতে হবে)। এটা চ্যারিটি ফান রান, রানারা মূলত একটি চ্যারিটি কাজে অংশ নেবেন একটা সুন্দর রান এর মাধ্যমে। অর্থাৎ ইভেন্টে প্রচলিত বিব, ফুড, মেডাল, ব্যানার, ফোটোগ্রাফ কিছুই করা হবে না।
কিভাবে চ্যারিটিতে কন্ট্রিবিউট করবো?
২ টি উপায়ে কন্ট্রিবিউট করা যাবে।
১. রেজিস্ট্রেশন এর মাধ্যমে।
২. দলগত বা একক ভাবে ইভেন্টের দিন ফান্ড কনট্রিবিউট করে।
তাহলে রেজিষ্ট্রেশন এর টাকা দিয়ে আমরা কি করবো?
যে টাকা সংগ্রহীত হবে তা আমারা ৩/৪ জন এমেচার কিন্তু পটেনশালি গুড রানারকে জুতা/নিউট্রেশন/ভালো ইভেন্ট এ যাওয়ার ব্যাপারে হেল্প করব। এথলেট ঠিক করার ব্যাপারে আমারা ৩/৪ জনের একটা দলকে দ্বায়িত্ব দেবো। রানার বাছাই করার ব্যাপারে গরীব/ধনী বিবেচ্য হবে না। দৌড়ের সামর্থ্য দেখে এপ্রোচ করা হবে।
টিম আগারগাঁওকে কেন টাকা দিবো?🤣
আমাদের মতে, আপনি টিম আগারগাঁও সম্পর্কে না জানলে বা এর সদস্যদের না চিনলে বা তাদের সম্বন্ধে না জানলে, রেজিস্ট্রেশন করা উচিৎ হবে না। এটা সম্পুর্ণ বিশ্বাস এর উপর নির্ভর করবে আপনাদের রেজিষ্ট্রেশন। তবে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টার ফলে সংগ্রহীত অর্থের সুব্যবহার এর সর্বোচ্চ চেষ্টা আমরা করবো।
কারা থাকছে এ ইভেন্ট এ?
বাংলাদেশ এর রানিং ইভেন্টের দুই অগ্রগামী প্রতিষ্ঠান Run Bangladesh এবং Total Active Sports-TAS আমাদের সহযোগিতা করছে ইভেন্টটি করতে।
Advertisement
Where is it happening?
Agargaon Administrative Area, Agargaon Administrative Area , 5/E, Agargaon, Dhaka,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: