Saraswati Puja 2026
Schedule
Fri, 23 Jan, 2026 at 08:30 am
UTC+05:30Location
Sri Vinayaka Temple Trust | Bangalore, KA
Advertisement
যা কুন্দেন্দু তুষারহার ধবলা যা শ্বেতপদ্মাসনা।যা বীণাবরদমন্ডিত করা যা শুভ্র বস্ত্রাবৃতা।।
যা ব্রম্মাচ্যুত শঙ্কর প্রভৃতিভির্দেবৈঃ সদা বন্দিতা।
সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যাপহা।।
ওঁ সরস্বতী মহাভাগে বেদানাং জননী পরা।
পুজাং গৃহাণ বিধিবৎ কল্যাণং কুরুমে সদা।।
এবারও প্রতি বছরের মতো R T Nagar Socio Cultural Trust পোস্ট অফিসের কাছে সরস্বতী পূজার আয়োজন করেছে।
হাতেখড়ি অনুষ্ঠানের জন্য অনুগ্রহ করে আগেভাগে ফোন করে আপনার স্লট বুক করুন, যাতে লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়ানো যায়।
উল্লেখ্য, হাতেখড়ির জন্য আমরা কোনো ধরনের চার্জ করি না।
Advertisement
Where is it happening?
Sri Vinayaka Temple Trust, RT Nagar,Bangalore, IndiaEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.

















