Photography Exhibition-Ranaghat Lalgopal School Centenary Celebration
Schedule
Wed, 21 Jan, 2026 at 12:05 pm
UTC+05:30Location
Subhas Avenue, Ranaghat, West Bengal, India | Ranaghat, WB
Advertisement
লালগোপাল স্কুল শতবর্ষ উদযাপন-ফটোগ্রাফি প্রর্দশনীআমাদের লালগোপাল স্কুলের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানের ব্যাপারে প্রাথমিকভাবে স্কুলের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা হয়েছে । একটা রূপরেখা মোটামুটিভাবে ঠিক হয়েছে।
আমরা অপেক্ষা করে আছি স্কুলের তরফে কবে অফিসিয়াল নোটিশ দেওয়া হবে তার জন্য ।তারপরেই আমরা আমাদের অনুষ্ঠানসূচীর ব্যাপারে ঘোষণা করবো । যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আমরা আশা করব স্কুল শীঘ্রই শতবর্ষের অনুষ্ঠানের নোটিস ঘোষণা করবে ।
আমরা ইতিমধ্যে যে নির্ধারিত সূচি আছে, তার মধ্যে একটি বিষয়ে কাজ শুরু করে দিতে চাই। আমরা ২১শে জানুয়ারি ২০২৬ এ প্রাক্তণীদের তরফ থেকে একটা ফটোগ্রাফি প্রর্দশনীর আয়োজন করবো যা ওই দিন কোন বিশিষ্ট ফটোগ্রাফারকে দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে । এই প্রর্দশনী ওই সময়ে ৪/৫ দিন চালু থাকবে ।
এই উপলক্ষে প্রাক্তনী সংসদের তরফ থেকে সমস্ত সন্মানিত প্রাক্তণীদের জানানো হচ্ছে যে যারা এই প্রর্দশনীতে অংশগ্রহণ করতে আগ্রহী তারা যেন এই বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন ।
এই ফটোগ্রাফি প্রর্দশনীর দায়িত্বে আছেন আমাদের স্কুলের প্রাক্তনী , রানাঘাটের আরেকজন বিশিষ্ট ফটোগ্রাফার শ্রী সৌগত লাহিড়ী @Sougata Lahiri।।
ফোন: 80016 66569।
যে সমস্ত প্রাক্তনী ও বর্তমান ছাত্র- শিক্ষকমন্ডলী এই ফটোগ্রাফি প্রর্দশনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁদেরকে সত্বর যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে ।এই গ্রুপের বাইরেও যাঁরা রয়েছেন,তাঁরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।
Advertisement
Where is it happening?
Subhas Avenue, Ranaghat, West Bengal, IndiaEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.





