Panthichila Long Face Rappelling 22.0| WildernessBD
Schedule
Fri Nov 21 2025 at 06:00 am to 08:00 pm
UTC+06:00Location
পন্থিছিলা, সীতাকুণ্ড,চট্টগ্রাম | Chittagong, CG
Advertisement
পন্থিছিলা লং ফেস র্যাপেলিং | ২২.০আয়োজকঃ Wilderness BD
২১ নভেম্বর , ২০২৫
পন্থিশীলা (সীতাকুন্ড)
র্যাপেলিং বা কন্ট্রোলড ডিসেন্ডিং।
উঁচু কোন স্থান হতে নেমে আসবেন, তবে নিরাপদে এবং নেমে আসার গতির নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে!
নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়ন্ত্রণ আপনার পাশাপাশি আমাদের হাতেও রাখা হবে দুই স্থান হতে 🙂
সীতাকুণ্ড বাজারের অদূরেই, পন্থিছিলায়
আমাদের এবারের লং ফেস র্যাপেলিং এর আয়োজন।
উচ্চতা প্রায় ৩২০ ফুট!
ড্রোন ও পরিচালনা, সাথে এতবড় ইন্সট্রাক্টর-সাপোর্ট টিম নিয়ে যাওয়া বা ইভেন্ট পরিচালনা করা কিছুটা ব্যয়বহুল। তারপরও আমরা চেষ্টা করেছি ইভেন্ট ফি সর্বনিম্ন অবস্থায় রাখতে।
[] সর্বোচ্চ অংশগ্রহনকারী:
২২ জন
[] রিপোর্টিং প্লেস:
৩ টি অপশনে রেজিষ্ট্রেশন করতে পারবেন, রেজিষ্ট্রেশন এর অপশন অনুযায়ী রিপোর্টিং প্লেস:
• ঢাকা থেকে:
রিপোর্টিং প্লেস:
ফকিরাপুল বাস কাউন্টার
রিপোর্টিং টাইম:
২০ নভেম্বর, রাত ১১ টা
• সরাসরি স্পটে আসলে:
রিপোর্টিং প্লেস:
পন্থিছিলা বাজার
রিপোর্টিং টাইম:
২১ নভেম্বর , সকাল ৭ টা
• চট্টগ্রাম থেকে:
এ কে খান মোড়
(গ্রীন লাইন কাউন্টার এর সামনে)
২১ নভেম্বর , সকাল ৬ টা
[] ইভেন্ট ফিঃ
• ২২৪০ টাকা (পন্থিছিলা থেকে পন্থিছিলা)
• ২৩৫০ টাকা (চট্টগ্রাম থেকে চট্টগ্রাম)
• ৩৮০০ টাকা (ঢাকা থেকে ঢাকা; শ্যামলী এন আর বাস টিকেট সহ)
[] ইভেন্ট ফি তে অন্তর্ভুক্ত থাকছেঃ
• ড্রোন ভিডিও
• ক্লাইম্বিং গিয়ার
• ইন্সট্রাক্টর টিম ও সাপোর্ট টিম
• সকালের নাস্তা
• সারাদিনের ড্রাই ফুড
• সন্ধ্যায় ব্যাক করে খাবার
• লোকাল ট্রান্সপোর্ট
• চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে ঢাকা নন এসি বাস ( রেজিষ্ট্রেশন অপশন অনুযায়ী)
[] রেজিষ্ট্রেশন প্রক্রিয়াঃ
১। ইভেন্ট ফি বিকাশ করুন এবং ট্রান্সেকশন আই ডি সংরক্ষণ করুন।
বিকাশ নাম্বারঃ
01719355711 (personal)
২। নিম্নে উল্লেখিত রেজিষ্ট্রেশন ফর্ম ফিল আপ করে দিন। ফর্মের নির্ধারিত স্থানে ট্রান্সেকশন আই ডি উল্লেখ করবেন।
রেজিষ্ট্রেশন ফর্ম লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeuUdnGY-YeLYIcaXZdqALlw9_Xa44Xpd8_9xEf1b244E81Nw/viewform?usp=pp_url
যেকোন তথ্য পেতে যোগাযোগ করুন:
01601988776
01719355711
Advertisement
Where is it happening?
পন্থিছিলা, সীতাকুণ্ড,চট্টগ্রাম, sitakundor 4 k.m age ponthichila jame moszid,Sitakund, Chittagong, BangladeshEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.







