CPS 12th PHOTO WALK & GET TOGETHER
Schedule
Sat, 18 Jan, 2025 at 08:00 am
UTC+06:00Location
Bijoypur, Comilla | Chittagong, CG
Advertisement
সুপ্রিয় ছবিয়াল ছবি প্রেমী ভাই ও বোনেরা, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী ১৮ই জানুয়ারি ২০২৫ ইং রোজ শনিবার সকাল ৮ ঘটিকায় "কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি" র পক্ষ থেকে ১২তম ফটোওয়াক বিজয়পুর কুমারপাড়ায় আয়োজিত হতে যাচ্ছে। অতীতে আমাদের গ্রুপের ফটোওয়াক গুলোতে আপনাদের অংশগ্রহন আমাদেরকে 'ফটোওয়াক' পরিচালনায় অনুপ্রাণিত করেছে ।এমন করে সব সময় আমাদের পাশে থাকার জন্য সকল ছবিয়াল এবং শুভাকাঙ্খীদের জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি ছবিয়াল বন্ধুরা অতীতের মত এবারের ফটোওয়াকে উপস্থিত থেকে আমাদের ফটোওয়াকটি সফল করবেন।
#রিপোর্টিং পদুয়ার বাজার বিশ্বরোড মাদ্রাসার সামনে
#রিপোটিং টাইম সকাল ৭:৪৫ টা
বিঃদ্রঃ ফটোওয়াক সম্পর্কিত যে কোন তথ্যের জন্য নিম্নের নাম্বারে যোগাযোগ করুন।
01879878044 Hasif
01677081481 Emon
ধন্যবাদান্তে। এডমিন প্যানেল। কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি
Comilla Photographic |C P S|
Advertisement
Where is it happening?
Bijoypur, Comilla, Barura Bazar, Chittagong, BangladeshEvent Location & Nearby Stays: