7Th Group Ride & Get Together at Shalbon Echo Resort, Gazipur
Schedule
Sat, 18 Jan, 2025 at 07:00 am
UTC+06:00Location
Shalbon Eco Resort Ltd. | Dhaka, DA
Advertisement
আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী 18ই জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুটার রাইডার্স বিডির গ্রুপ রাইড এবং গেট টুগেদার ইভেন্ট এবার আমরা যাচ্ছি ঢাকার সন্নিকটে গাজীপুরের শালবন ইকো রিসোর্টে ।
এই এই রিসোর্টের ভেতরে আছে মনোরম পরিবেশ,মানসম্মত খাবারের ব্যবস্থা এবং চারপাশে আছে শালবন বেষ্টিত বিশাল বনভূমি যেখানে সবাই মিলে চমৎকার একটি দিন কাটানোর দারুন পরিবেশ |
ট্যুরের তারিখঃ 18/০1/2025
যাত্রা শুরুঃ সকাল 07.3০Am ( Reporting time 7:00am )
যাত্রা শুরুর স্থানঃ আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে
ভ্রমনের শর্ত ও নিয়মাবলীঃ
১। অবশ্যই মোটরসাইকেল বা স্কুটার এর লাইসেন্সধারী হতে হবে।
২। অবশ্যই নিরাপত্তার কথা চিন্তা করে হাত ও পায়ের সেফটি গার্ড ব্যবহার করতে হবে।
৩। স্কুটারের ব্রেক, চাকার হাওয়া সহ স্কুটার এর প্রয়োজনীয় যন্ত্রপাতি সবকিছু চেকআপ আগেই করে রাখতে হবে।
৪। ভ্রমণের সময় স্কুটারের তেল খরচ নিজেকেই বহন করতে হবে
৫। শৃঙ্খলা মেনে রাইড করতে হবে ।
এই ভ্রমণের জন্য নির্ধারিত ফিঃ 1500 টাকা । ( Last date for registration 15Th January, 2025 within 7:00 Pm)
# তেলের খরচ এবং ব্যাক্তিগত যেকোন খরচ উক্ত ব্যাক্তিকেই বহন করতে হবে। রেজিস্ট্রেশন ফি-এর সাথে এইগুলোর সংযোগ নেই।
রেজিস্ট্রেশন ফি পাঠানোর জন্য নিম্নোক্ত মাধ্যমগুলো ব্যবহার করুন -
Bkash : 01717077620, 01320396064 & 01777444241 ( Pls Select Send Money Option. Ad Cash out Charge 21Tk also Total = 1521Tk)
Bank account:
Gear Station BD
AC No- 1233854216001
The City Bank Ltd
Shyamoli Branch
বিকাশে টাকা পাঠানোর সময় অবশ্যই আপনার
Name:
Mobile number:
Vehicle number:
স্পেশাল নোটে লিখতে ভুলবেন না । টাকা পাঠানোর পরে অবশ্যই 01976100683 নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রানজাকশন এর স্ক্রিনশট পাঠাতে হবে ।
এছাড়া ইভেন্ট সম্পর্কিত যে কোন তথ্যের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন - 01976100683
# অবশ্যই সকাল 7.00Am এর মধ্যেই আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে উপস্থিত থাকতে হবে।
📣📣যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগঃ
1.Mohibur Rahman - 01713334475
2.Bipu Dkind - 01975550128
3.Ashik Ferdows - 01715578544
4.Naim - 01777444241
5. Shazal - 01847230774
আপনাদের সবার অপেক্ষায় থাকবো আমরা। আশা করছি অসাধারণ একটি দিন কাটবে সবাই মিলে ইনশাআল্লাহ।
Advertisement
Where is it happening?
Shalbon Eco Resort Ltd., Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: