Frame The Story
Schedule
Sat, 18 Jan, 2025 at 09:00 am
UTC+06:00Location
বিশ্বসাহিত্য কেন্দ্র-Bishwo Shahitto Kendro | Dhaka, DA
Advertisement
একটি ছবি হাজারো কথা বলে। এই উদ্দেশ্য কে সামনে রেখে আমরা আয়োজন করতে যাচ্ছি। "Frame The Story" ফটোগ্রাফি কনটেস্ট । ইভেন্টঃ ০১
CLICK'N CONQUOR:
এই ইভেন্ট এ একটি ভেন্যু, সময় সিলেক্টেড থাকবে। সেই ভেন্যু তে ইনস্ট্যান্ট ছবি তুলতে হবে এবং তা সাবমিট করতে হবে।
নিয়মাবলিঃ
১) ভেন্যু সিলেক্টটেড থাকবে।
২) সিলেক্টেড এরিয়ার বাইরে তোলা ছবি গ্রহণযোগ্য হবেনা।
৩) ৪৫ মিনিট এর মধ্যে ছবিটি তুলতে হবে।
৪) ইনস্ট্যান্ট তোলা সর্বোচ্চ ৫ টি ছবি সাবমিট করতে পারবে।
রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/LpD9Z5s9ehD1a38R8
ইভেন্ট ০২ঃ
ফটোগ্রাফি সাবমিসন
নিয়মাবলি:
১) একজন অংশগ্রহণকারী প্রতি সেগমেন্টে সর্বোচ্চ ৫টি করে ছবি জমা দিতে পারবে। এক্ষেত্রে তাকে প্রতিটি ছবি জমাদানের জন্য আলাদাভাবে ফর্ম পূরণ করতে হবে।
২) প্রতিটি ছবির সাইজ অনধিক ১০ মেগাবাইট।
৩) ছবিতে কোনো ধরনের ওয়াটারমার্ক, টাইমস্ট্যাম্প, ডিভাইসস্ট্যাম্প ব্যবহার করা যাবে না।
৪) ‘ম্যানিপুলেটেড ছবি’ গ্রহণযোগ্য নয়।
৫) শুধুমাত্র নির্বাচিত ছবিগুলোর সমন্বয়ে প্রদর্শনী আয়োজন করা হবে, এক্ষেত্রে প্রদর্শনীতে নির্বাচিত ছবি ফ্রেমিংয়ের জন্যে অংশগ্রহণকারীদের প্রতি ছবির জন্য ৩০০/- টাকা ফি প্রদান করতে হবে।
৬) উল্লেখ্য, এবারের আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ফ্রেম করা ছবিটি নিয়ে যেতে পারবেন।
৭) প্রত্যেকটি ছবি রিনেম করে অবশ্যই নিজের নাম এবং ইমেইল এড্রেস দিতে হবে
৮) ২৪ এর গণঅভ্যুত্থান এর ছবিকে অগ্রাধিকার দেওয়া হবে।
রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://forms.gle/KngxSLAbcGpryjHGA
Advertisement
Where is it happening?
বিশ্বসাহিত্য কেন্দ্র-Bishwo Shahitto Kendro, মুন ড্রাই ক্লিনার্স, ঢাকা, বাংলাদেশ,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: