1st RUET Planners’ Reunion & Planning Carnival 2025
Schedule
Thu, 13 Feb, 2025 at 12:00 am
UTC+06:00Location
Rajshahi University of Engineering and Technology - RUET | Rajshahi, RJ
Advertisement
❤❤ইউআরপি পরিবারের মিলন মেলা❤❤দেবদ্বারু ঘেরা সবুজের সমারোহ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাস শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের স্বপ্নের বীজ বুনে দেওয়া এক আশ্রয়স্থল। ২০১০ সালে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এখানে শুরু করেছিল তার গৌরবময় পথচলা। প্রথম ব্যাচের ৩০ জন স্বপ্নবাজ শিক্ষার্থীর হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা দীর্ঘ ১ যুগ অতিক্রম করে একটি বৃহৎ পরিবারের রূপ নিয়েছে।
এই পরিবারের অগ্রযাত্রা শুধু সংখ্যা নয়, এটি একেকটি গল্প। বিভাগের ০৮টি ব্যাচ থেকে প্রায় ২৩০ জন শিক্ষার্থী আজ গর্বিত পরিকল্পনাবিদ। কেউ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে উচ্চশিক্ষা কিংবা কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, কেউবা এই দেশের মাটিতেই গড়ে তুলেছেন নিজেদের স্বপ্নের ক্যারিয়ার। তবুও, যেখানেই আমরা থাকি না কেন, আমাদের হৃদয়ের টান রয়ে গেছে এক জায়গায়—আমাদের প্রাণের ক্যাম্পাসে।
ক্লাসরুম, করিডোর, লাইব্রেরি, আবাসিক হল আর সেই দেবদ্বারুর ছায়া ঢাকা প্রাঙ্গণ। আজও স্মৃতির কোন এক কোণে বেঁচে আছে সেসব মুহূর্ত—প্রথম ক্লাসে বসার উচ্ছ্বাস, শিক্ষকদের প্রেরণাদায়ক কথাগুলো, বন্ধুদের সঙ্গে কাটানো বেহিসেবি সময়, কিংবা রাতের পড়াশোনার ফাঁকে আড্ডার সেই জম্পেশ মুহূর্তগুলো। শত ব্যস্ততার মাঝেও সেসব দিনগুলি যেন বারবার স্মৃতির অকপটে ভেসে ওঠে।
এই স্মৃতির মোহনায় ফিরে আসতে এবং নতুন স্মৃতির মেলবন্ধন গড়তে আমরা আয়োজন করেছি এক বিশেষ পুনর্মিলনী।
এই দিনটি হবে হারানো দিনের গল্পে ভরা এক আনন্দময় অধ্যায়, যেখানে বন্ধুরা আবারও মিলে গড়বে স্মৃতির নতুন মঞ্চ। প্রিয় শিক্ষক, সহপাঠী আর প্রাণের ক্যাম্পাসের প্রাঙ্গণ, সবকিছু মিলে তৈরি হবে এক হৃদয়ছোঁয়া মিলনমেলা।
📅 তারিখ: ১৩-১৪ ফেব্রুয়ারি ২০২৫
📍 স্থান: নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আসুন, আবার একবার ফিরে যাই আমাদের প্রিয় স্মৃতির আঙিনায়:
🔹 হারানো দিনের গল্প শুনতে ও বলতে
🔹 বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণে মেতে উঠতে
🔹 শিক্ষকদের প্রেরণায় আবার নিজেকে সমৃদ্ধ করতে
🔹 এবং প্রাণের ক্যাম্পাসকে আবারও আপন করে নিতে
নিবন্ধন করুন এবং নিশ্চিত করুন আপনার উপস্থিতি:
(নিবন্ধন লিংক)
https://forms.gle/fkB3P4LFUJb1pXC77
নিবন্ধনের শেষ তারিখ: ২৯ জানুয়ারী, ২০২৫
💥💥💥উপস্থিত সকল এলামনাই সদস্যদের জন্য থাকছে আকর্ষনীয় গিফট থাকছে।💥💥💥
🌟 এই দিনটির কথা ছড়িয়ে দিন প্রিয় বন্ধুদের মাঝে।
আসুন, আমাদের ভালোবাসার ক্যাম্পাসে সবাই মিলে আবার একবার ফিরি আমাদের সোনালি অতীতে, আবার একবার প্রাণের ক্যাম্পাসে গড়ে তুলি স্মৃতির এক নতুন অধ্যায়।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
— স্মৃতির টানে আবার দেখা হবে
Advertisement
Where is it happening?
Rajshahi University of Engineering and Technology - RUET, রুট বাস ষ্টেশন, রাজশাহী, বাংলাদেশ,Rajshahi, BangladeshEvent Location & Nearby Stays: