৬৪ নং তুমিলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর "শতকোয়াড়্ধ" শতবর্ষ (১২৫ বছর) উদযাপন।
Schedule
Fri, 30 May, 2025 at 09:00 am
UTC+06:00Location
Tumilia Mission,Kaliganj, Gazipur, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
৬৪ নং তুমিলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। "নবীন প্রবীন মিলন মেলায়,
চলো ফিরে যাই ছোট বেলায়।"
"যত্নে গড়া রত্ন রাজি "
৬৪ নং তুমিলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
এর "শতকোয়াড়্ধ" শতবর্ষ (১২৫ বছর) উপলক্ষ্যে
আগামী ৩০-৫-২০- ২৫ খ্রিস্টাব্দ, (রোজ শুক্রবার) ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রাক্তন এবং বর্তমান সকল ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
রেজিস্ট্রেশন ফিঃ ৩০০ টাকা।
রেজিস্ট্রেশনের সময়সীমাঃ ১৫ ই মে ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত।
যোগাযোগের ঠিকানাঃ ৬৪নং তুমিলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ চুয়ারিয়া খোলা ( তুমিলিয়া, মিশন) কালিগঞ্জ, গাজীপুর।
"সবারে করি আহ্বান,
এসো উৎসুক চিত্ত,
এসো আনন্দিত প্রাণ।"
Advertisement
Where is it happening?
Tumilia Mission,Kaliganj, Gazipur, Dhaka Division, Bangladesh, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: