৪র্থ হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃ ক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪
Schedule
Fri, 03 Jan, 2025 at 08:30 am to Sat, 04 Jan, 2025 at 09:30 pm
UTC+06:00Location
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। | Dhaka, DA
Advertisement
হাজী মুহম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঊনবিংশ শতাব্দীর বাংলার একজন প্রখ্যাত মুসলিম জনহিতৈষী, ধার্মিক, উদার ও জ্ঞানী ব্যক্তি মুহম্মদ মুহসীনের নামে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন এ হলটি বাংলাদের বহু গুণীজনের স্মৃতিধন্য। এ হলের বিতর্ক সংগঠন— মুহসীন হল ডিবেটিং ক্লাব।এটি বাংলাদেশের বিতর্ক অঙ্গনের একটি পরিচিত ও শক্তিশালী নাম। "চিন্তন বিম্বিত হোক যুক্তির আরশীতে"- এই স্লোগানকে ধারণ করে ক্লাবটি তার পথচলা শুরু করে ১৯৯৯ সাল থেকে।
বিশ্ব আজ বৈষম্যের করুণ ঘূর্ণিপাকে আবদ্ধ—একদিকে ক্ষমতার গর্ব, অন্যদিকে শোষিতদের আর্তনাদ। দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদী শাসনের অগণতান্ত্রিক চর্চা দেশে বৈষম্যের শিকড় পুঁতেছে। ছাত্র-জনতার নেতৃত্বে ফ্যাসিবাদের পতন ঘটলেও প্রশাসনিক কাঠামো এবং মানুষের সংস্কৃতিতে সেই বৈষম্যের অভ্যস্ততার রেশ এখনো রয়ে গেছে। অন্যদিকে, বৈশ্বিক প্রেক্ষাপটে গাজায় শিশুর কান্না, নারীদের চিৎকার যখন আকাশে ছুঁয়ে যায়, বৈষম্যের চাদর মুড়ি দিয়ে ক্ষমতাসীন রাষ্ট্রগুলো তখনো নির্বিকার। এ বিতর্কে আমরা খুঁজছি সেসব চিন্তাশীল মনন, যারা হাজী মুহাম্মদ মুহসীনের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়ের পথে দাঁড়িয়ে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গড়তে লড়াই করবে।
এই প্রেক্ষাপটে হাজী মুহম্মদ মুহসীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে মুহসীন হল ডিবেটিং ক্লাব আগামী ০৩ জানুয়ারি থেকে ০৪ জানুয়ারি ২০২৫ আয়োজন করতে যাচ্ছে ‘৪র্থ হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃ ক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’।
আমাদের এই আয়োজনে আপনি সবান্ধব আমন্ত্রিত।
প্রতিযোগিতার ফরমেট:
আন্তঃক্লাব (বিশ্ববিদ্যালয় পর্যায়)
টিম ক্যাপ: ২৮
রেজিস্ট্রেশন ফি: ৫১০ টাকা মাত্র (বিকাশ ও নগদ: 01988420279)
প্রাথমিক রেজিস্ট্রেশন ফর্ম: https://forms.gle/5wLuzH89J8JbPVXBA
প্রতিযোগিতার সাধারণ নিয়ম:
১. বিশ্ববিদ্যালয় পর্যায়ের যেকোনো ক্লাব রেজিষ্ট্রেশন ও স্লট প্রাপ্তি সাপেক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২. বাংলা ভাষায় এশিয়ান সংসদীয় পদ্ধতিতে বিতর্ক অনুষ্ঠিত হবে।
৩. প্রথম পর্যায়ে ট্যাব পদ্ধতি অনুসরণ করা হবে।
৪. ট্যাব পর্বে প্রত্যেক দল তিন রাউন্ড বিতর্ক করার সুযোগ পাবে।
৫.বাংলা বিতর্কে অযাচিত ইংরেজী শব্দচয়ন পরিহার্য।
৬. টুর্নামেন্ট কর্তৃপক্ষ সময়ের ব্যাপারে সর্বোচ্চ যত্নশীল ও কঠোর থাকবে।
প্রয়োজনে:
মেহেদী হাসান
সভাপতি
মুহসীন হল ডিবেটিং ক্লাব
মোবাঃ ০১৯৮৮-৪২০২৭৯
ছাদিক হোসেন
সাধারণ সম্পাদক
মুহসীন হল ডিবেটিং ক্লাব
মোবাঃ ০১৮১৪০৭৯৭৯৭
Advertisement
Where is it happening?
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: