৪র্থ এম. এইচ রাহী স্মৃতি বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা -২০২৪

Schedule

Thu Sep 26 2024 at 02:00 pm to Fri Sep 27 2024 at 08:00 pm

Location

Fazlul hoqe Muslim hall, University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh | Dhaka, DA

Advertisement
ফজলুল হক মুসলিম হলের ডিবেটিং ক্লাবরুমের পশ্চিম পাশের জানালাটার সামনেই বিশাল পুকুর। ঝিরিঝিরি বাতাস পুকুরের শীতল পানির সাথে আলিঙ্গন করে জানালা দিয়ে সাঁই সাঁই করে ক্লাবরুমে প্রবেশ করে। অদ্ভুত এক প্রশান্তিতে সবার হৃদয় শীতল করে দেয় সে বাতাস। পুকুরপাড়ের ক্লাব রুমের ছোট্ট কক্ষটিতে বিতর্ক করার সময় রাহীর অন্তরেও সেই শীতলতা পৌছাতো। রাহী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী এক বিতর্ক বিপ্লবী। যুক্তির বেড়াজাল সাজিয়ে ধ্বসিয়ে দিত অন্যায়, অবিচার, দূর্নীতি ও ফ্যাসিবাদকে ।
এমনই ছিলো সব। নির্ঝঞ্ঝাট, সুন্দর আর স্নিগ্ধ! রাহী ছিল অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক বক্তা। কিন্তু কে জানতো। সেই বাতাস আর সে পুকুরের শীতলতা একদিন আমাদের কাছ থেকে রাহীকে ভাসিয়ে নিয়ে যাবে না ফেরার দেশে? রাহী একটি স্মৃতি, একটি আবেগের নাম। ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় মেহফুজ হায়দারী রাহীকে তার এফ এইচ হল ডিবেটিং ক্লাব তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। বিতর্কের মধ্যে রাহীর এই স্মৃতিধারাকে টিকিয়ে রাখার এই ক্ষুদ্র প্রয়াস আমাদের। রাহী স্মৃতি বিতর্কে অংশ নিন। আমাদের এই মূল্যবান আবেগের সাক্ষী হোন। আপনাদের পদচারণায় সফল হোক এই বিতর্ক।
মেহফুজ হায়দারী রাহী ছিলেন এফ. এইচ. হল ডিবেটিং ক্লাবের একজন নিয়মিত বিতার্কিক এবং ২০১৪-১৫ সেশনের কার্যনির্বাহী সদস্য। ১৩ মে ,২০১৫ সালে ৮ম জাতীয় বিজ্ঞান বিতর্কের প্রাক্কালে প্রাণ হারায় এফ. এইচ. হল ডিবেটিং ক্লাবের এই বিতার্কিক। একেকজন বিতার্কিক একেকজন বিপ্লবী। তারা তাদের যুক্তি ও তর্কের মাধ্যমে তাদের বিপ্লব চালিয়ে যান সমাজ ও দেশের অন্যায় ও অনাচারের বিরুদ্ধে।
তার স্মৃতিকে ধারণ করে এফ. এইচ. হল ডিবেটিং ক্লাব আয়োজন করতে যাচ্ছে "৪র্থ এম এইচ রাহী স্মৃতি বিতর্ক ও বক্তব্য প্রতিযোগিতা-২০২৪"
বিতর্ক প্রতিযোগিতা :
তারিখঃ ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৪ (বৃহস্পতি ও শুক্রবার)
এই প্রতিযোগিতাটিতে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ডিবেটিং ক্লাব সমূহের অংশগ্রহণে আন্তঃ হল বিতর্ক প্রতিযোগীতা।
আন্তঃহল প্রতিযোগীতায় দল সংখ্যাঃ ১৮ টি (শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ডিবেটিং ক্লাবসমূহ)
নিবন্ধন মাশুল মুক্ত
বিতর্ক শুরুঃ
নির্দিষ্ট সময়ে বিতর্ক অনুষ্ঠিত হবে , সময়ের ব্যাপারে কোন আপত্তি গ্রহনযোগ্য হবে না।
বক্তৃতা প্রতিযোগিতা:
সময় : ২৭ সেপ্টেম্বর (শুক্রবার)
অংশগ্রহণকারী : এফ. এইচ হলের বর্তমান শিক্ষার্থীরা (১ম বর্ষ থেকে মাস্টার্স)
যেকোনো প্রয়োজনে :
আনোয়ার ইব্রাহীম বিপ্লব
মোবাইল : 01738-390607
মো. আরিফুর রহমান
মোবাইল : 01746344292
Advertisement

Where is it happening?

Fazlul hoqe Muslim hall, University of Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh

Event Location & Nearby Stays:

F.H Hall Debating Club-FHDC

Host or Publisher F.H Hall Debating Club-FHDC

It's more fun with friends. Share with friends