২০২৬ সালের মে ও জুন মাসের কৈলাস যাত্রার জন্যে গ্রুপ মিট

Schedule

Sun Dec 14 2025 at 04:00 pm to 07:00 pm

UTC+05:30

Location

Mohar Kunja | Kolkata, WB

Advertisement
আদিকৈলাস যাত্রা 2026 নাম লেখানো শুরু হয়ে গেছে আগামী ১০ই আগস্ট থেকে । 2026 আদিকৈলাস যাওয়ার প্ল্যান করলে নাম এন্ট্রি করতে পারেন আগে থেকে এই ফোন নাম্বারে ফোন করে - 8777878985 , কারণ আমাদের বুকিং প্রসেস একটু আলাদা , আমাদের ২ থেকে ৩ টে গ্রুপ মিট মিটিং ও একটি পিকনিক করে ফাইনাল লিস্ট তৈরী হয় ।
** ২০২৬ সালের আদিকৈলাস যাত্রার জন্যে গ্রুপ মিট হবে ১৪ই ডিসেম্বর ২০২৫ রবিবার মোহরকুঞ্জে বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭টা অবধি ।
আগামী 2026 সালের মে ও জুন মাসের আদি কৈলাশ যাত্রার রুট ও ট্যুর প্ল্যান একটু আলাদা হবে । এটি একটি ওভারভিউ প্ল্যান দিলাম যাতে সবার একটু আইডিয়া আসে ।
DAY -1
লালকুয়া থেকে পিথরাগড় রাত্রিবাস
লালকুয়া পৌঁছানোর পর। গাড়িতে উঠবো এর পরে রাস্তায় ব্রেকফাস্ট ।
ভিমতাল এর ওপর দিয়ে যাবো । প্রথম আমরা দেখবো জাগেস্বর মন্দির
এর পরে দেখতে পারি ধউলাদেবী মন্দির
পথে দুপুরের খাবার নিজেদের খরচা (ভেজ খাবার )
সন্ধ্যায় পিথরাগড় পৌঁছাবো ।
রাতের খাবার হোটেলে
রাত্রি যাপন পিথরাগড়
গিজার ওয়ালা রুম ও অ্যাটাচ টয়লেট রুম
এখানে ফ্যামিলি রুম হতে পারে যেমন পাওয়া যাবে
ভেজ খাবার
DAY 2
পিথরাগড় থেকে ব্রেকফাস্ট এর পরে আমরা নাবি গ্রামের দিকে রওনা দেবো সকাল ৭.৩০টায় ( রাত্রিবাস নাবি হোমস্টে )
ব্রেকফাস্ট ( ননভেজ ) পিথরাগড় এর হোটেলে
নাবি হল আদি কৈলাস এবং ওম পর্বতের মূল গ্রাম।
পথে সুন্দর কিছু গ্রাম পরবে ।
বুধি গ্রাম , ছিয়ালেখ পাস ,গারবিয়াং ,নেপালচু ,রঙখং গ্রাম
বুধি গ্রামে দুপুরের খাবার ভেজ খাবার ।
দুপুরে নাবি পৌঁছান।
রাতের খাবার এবং রাত্রিবাস নাবি হোমস্টে।
কমন রুম ও অ্যাটাচ বাথরুম বয়স অনুযায়ী বয়স্কদের জন্যে আগে অ্যাটাচ বাথরুম দেবার চেষ্টা করা হবে।
ভেজ খাবার
DAY 3
নাবি - আদি কৈলাস - নাবি ( সকাল ৫টায় বের হবো )
আজ, আমরা খুব ভোরে নাবি থেকে আদি কৈলাস এর জন্যে যাত্রা শুরু করবো ।
জোলিংকং পৌঁছে ১.৫ কিমি ট্রেক করে যেতে হবে আদি কৈলাশ মন্দির।
পার্বতী সরোবরের কাছে শিব ও দেবী পার্বতী মন্দিরে পূজা করতে পারেন ।
জোলিংখং এ লাঞ্চ ( এই দিন কিছু শুকনো খাবার সঙ্গে রাখবেন সকালের জন্যে )।
রাত্রিবাস নাবি হোমস্টে
পথে আমরা দেখব:
ব্রহ্মা পর্বত ,পাণ্ডব পর্বত ,পাণ্ডব দুর্গ ,পার্বতী মুকুট
গৌরি কুন্ড ২ কিমি ট্রেক , পার্বতী সরোবর ১.৫ কিমি ট্রেক
রাতের খাবার এবং রাত্রিবাস নাবি হোমস্টে।
ঘোড়া ভাড়া নিজের খরচা আনুমানিক ৩০০০ টাকা বয়স্ক লোকেদের জন্যে যারা বা কেউ হাঁটতে না পারলে নিতে চাইলে নিতে পারেন
ভেজ খাবার
কমন রুম ও অ্যাটাচ বাথরুম বয়স অনুযায়ী বয়স্কদের জন্যে আগে অ্যাটাচ বাথরুম দেবার চেষ্টা করা হবে।
DAY 4
নাবি - ওম পর্বত - দুক্তু গ্রাম নেওলা ইয়াংতি রিভার ক্যাম্প রাত্রিবাস ( টাইম - সকাল ৩.৩০ টায় রওনা দেবো )
ওম পর্বতের উদ্দেশ্যে রওনা দেবো ।
যদি লিপুলেখ মানস কৈলাস ভিউ পয়েন্ট খুলে যায় আমরা আগে লিপুলেখ পাস যাবো (খরচ আলাদা)
পথে আমরা দেখব:
কালী মন্দির, কালা পানি ,শেষ নাগ পর্বত ,বেদ ব্যাস গুফা
পথে দুপুরের খাবার। (ভেজ খাবার )
রাত্রি যাপন এবং রাতের খাবার (নন ভেজ / ভেজ ) দুক্তু গ্রাম নেওলা ইয়াংতি রিভার ক্যাম্প রাত্রিবাস অথবা হোমস্টে ।
কমন রুম ও কমন বাথরুম বাইরে টয়লেট
DAY - 5
সকাল বেলায় চা খেয়ে পথ চলা শুরু পঞ্চচুল্লি বেস কাম্প দিকে
২কিমি হাঁটা বেস ক্যাম্প আরও ২ কিমি হাঁটা জিরো পয়েন্ট
ওখানে সময় কাটিয়ে পঞ্চচুল্লি বেসকাম্প হয়ে ফিরে আসব আমাদের রিভারক্যাম্প ( রাত্রিবাস হবে নেওলা ইয়াংতি রিভার ক্যাম্প রাত্রিবাস অথবা হোমস্টেতে )
দুপুরের খাবার। (ভেজ খাবার )
রাতের খাবার (নন ভেজ / ভেজ )
কমন রুম ও কমন বাথরুম বাইরে টয়লেট
DAY 6
এই দিন পঞ্চচুল্লি বেসকাম্প থেকে আমরা ধারচুলা হয়ে যাবো পিথোরাগর অথবা লোহাঘাট নাইট স্টে।
অ্যাটাচ টয়লেট রুম / এখানে ফ্যামিলি রুম হতে পারে যেমন পাওয়া যাবে
দুপুরের খাবার। (ভেজ খাবার )
রাতের খাবার (নন ভেজ / ভেজ )
DAY 7
ব্রেকফাস্ট করে পিথোরাগর অথবা লোহাঘাট থেকে রওনা দেবো মায়াবতী আশ্রম । ওখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে রওনা দেবো ট্রেন ধরার উদ্দেশ্যে ।
কাঠগোদাম / Haldwani / ল্যালকুয়া ড্রপ এবং ট্যুর শেষ ।

আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের আদি কৈলাস , ওম পর্বত ,পঞ্চচুল্লি বেসক্যাম্প ট্রিপ যারা বুকিং করবেন কয়েকটা বিষয় মাথায় রাখবেন এবং বুকিং করবেন ট্রিপ ভালো হবে।
১। লিপুলেখ থেকে মানস কৈলাস দর্শন পারমিশনের ওপরে নির্ভর করে । পারমিশন ভারতীয় সেনাবাহিনী দিয়ে থাকে । আদি কৈলাসের পারমিটের বয়স সীমা ৫থেকে ৭৫ বছর ।
২। আমাদের এই ট্রিপে লাক্সারি কিন্তু জিরো জিরো জিরো । ব্যাস ভ্যালী ও দারমা ভ্যালীতে খাবার অতি সাধারন পাহাড়ি ভেজ খাবার , আপনার খাবার পছন্দ নাও হতে পারে , একটি তরকারী, ভাত , ডাল এরকম ধরনের খাবার হয় । বেসিক সুবিধা এই নাবি গ্রামে ও পঞ্চচুল্লি র দুগতু গ্রামে । এখানে টাকা খরচা করলে ও অথবা বেশী টাকা দিয়েও লাক্সারি দিতে পারবো না যেটুকু পাওয়া যাবে সেটুকু দিতে পারবো ।
৩। নাবি গ্রামে আমরা কমন রুম ও কমন টয়লেট এর কথা বলা থাকলেও আমরা অ্যাটাচ টয়লেট রুম কিন্তু কমন রুম দেবার চেষ্টা করেছি এই বারের সব ট্রিপে বয়স্ক মানুষদের কথা ভেবে। কারণ অনেক বয়স্ক মানুষ ছিলেন । বয়স্ক মানুষ দের আগে অ্যাটাচ টয়লেট রুম + কমন রুম দেওয়া হবে ।
৪। হোমস্টেতে খাবার জায়গায় খাবার গরম জল চা রাখা থাকে ওখানে গিয়ে খেতে হবে ওর নিতে হবে ঘরে কেউ দিয়ে যাবে না । খাবার জায়গা রুম থেকে একটু দূরে ওখানে এসেই খেতে হবে । আমাদের নাবিতে হোমস্টে ৩টি জায়গায় বিভক্ত কিন্তু খাবারের জায়গা একটাই ওখানেই রাতের খাবার সকালের খাবার চা গরম জল সব ওখানেই পাওয়া যাবে । একটু হেটে আসতে হবে ।
৫। যারা পাহাড়ের প্রত্যন্ত গ্রামের সঙ্গে মানিয়ে চলতে পারবেন ৪ দিন তারাই এই যাত্রায় অংশ গ্রহণ করবেন ।
৬। এখানে ডবল রুম পাওয়া যাবে না । এখানে সর্বাধিক ৬-৭ জন ও সর্বনিম্ন ৩ জন একটি রুমে থাকবে ।
৭। আমাদের সঙ্গে যারা আদি কৈলাস যাবেন তাদের কাছে অনুরোধ মনে রাখতে হবে এটা গ্রুপ ট্যুর আমরা একসঙ্গেই যাচ্ছি । সব গাড়ি একসঙ্গেই যাবে । সবাইকে নিজেদের মধ্যে এডজাস্টমেন্ট করে চলেতে হবে আমাদের । দর্শন যাতে ভালো হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্যে । ��� কোনও গাড়ি পেছনে পড়ে গেলে বা কনো সমস্যা হলে আমরা অপেক্ষা করবো । আমরা সব গাড়ি মোটামুটি একসঙ্গে চলার চেষ্টা করবো ।
৮। নাবিগ্রাম ও পঞ্চচুল্লি বেসক্যাম্প ইলেক্ট্রিক নেই । সোলার এবং জেনারেটর এ চলে । ক্যামেরা ফোন খুব ভালো করে চার্জ করা যায় ।
৯। কেনা জল খেলে পিথরাগড় থেকে বা ধারচুলা থেকে নেবেন কিন্তু খালি বোতল সঙ্গে নীচে গুনে গুনে আনতে হবে ।
১০। আদি কৈলাস যাওয়ার গাড়িতে যেরকম গ্রুপ হবে রোটেশন করে বসবেন নিজেদের মধ্যে আলোচনা করে ����
১১। আদি কৈলাস , ওম পর্বত যাত্রা চলাকালীন মদ্যপান কঠোর ভাবে নিষিদ্ধ । যদি কেউ এটা করে অথবা হোমস্টে থেকে কোনরকম অভিযোগ আসে সে সঙ্গে সঙ্গে গ্রুপ থেকে বাতিল হয়ে যাবে । কোনো টাকা এডজাস্টমেন্ট হবে না ।
১২। আমাদের সকল ডেট গুলি লাল্কুয়া এক্সপ্রেস ছাড়ার দিন আনুযায়ী । প্যাকেজ শুরু হবে লাল্কুয়া নেমে ।
আপনাদের সহযোগিতা একান্ত কাম্য কারন আপনাদের সহযোগিতা ছাড়া ট্রিপ ভালো হবেনা ।
পঞ্চচুল্লি ছাড়া সব খাবার ভেজ দেওয়া হবে ।
রুম শেয়ার করতে হবে নাবিগ্রাম ,পঞ্চচুল্লিতে বেসক্যাম্প এ আমাদের রিভার ক্যাম্পে ( টয়লেট বাইরে ) ।
নাবিগ্রাম এর খাবার এবং থাকার সব ব্যবস্থা বেসিক ।
ফোনে নেটওয়ার্ক পাবেন জিও এবং বি এস এন এল ।
নাবিগ্রাম ও পঞ্চচুল্লি বেসক্যাম্প ইলেক্ট্রিক নেই ।
পারমিট এর জন্যে ২ কপি ফোটো ও আধার কার্ড এর ৫ কপি লাগবে ।
Note – প্রথম Advance money is non Refundble
একটি গাড়িতে ৬ জন বসবে লালকুয়া থেকে পিথরাগড়
পিথরাগড় থেকে একটি গাড়িতে ৫ জন অথবা বড় গাড়ি হলে ৬ জন বসবে ।
আমাদের সঙ্গে যারা আদি কৈলাস যাবেন তাদের কাছে অনুরোধ মনে রাখতে হবে এটা গ্রুপ ট্যুর আমরা একসঙ্গেই যাচ্ছি । বেশীর ভাগ গাড়ি একসঙ্গেই যাবে । সবাইকে নিজেদের মধ্যে এডজাস্টমেন্ট করে চলেতে হবে আমাদের ।
দর্শন যাতে ভালো হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্যে । ���
কোনও গাড়ি পেছনে পড়ে গেলে বা কনো সমস্যা হলে আমরা অপেক্ষা করবো । আমরা সব গাড়ি মোটামুটি একসঙ্গে চলার চেষ্টা করবো ।
যেখানে ফোনের নেটওয়ার্ক নেই সেখানে গাড়িতে সমস্যা হলে আমাদের চালক ভাইয়েরা আপনাদের নিয়ে আসবেন । কারণ আমি চাইলেও সেখানে ফোনে পাবো না । গাড়ির চাকা জনিত সমস্যায় পড়লে চালক ঠিক ব্যবস্থা করে নিয়ে আসবেন। কারণ একটা গাড়িতে 5টা চাকা থাকে স্টেপনি নষ্ট হলে চালকরা ঠিক এডজাস্ট করে নিয়ে আসবে।
গাড়িতে যেরকম গ্রুপ হবে রোটেশন করে বসবেন নিজেদের মধ্যে আলোচনা করে ���� আমাদের আদিকৈলাস ট্রিপে এই রকম অতি সাধারণ খাবার দেওয়া হয় ���। ওপরের ৪ দিন মানে নাবিগ্রাম আর দুক্তুগ্রামে। তবে হ্যাঁ আমরা দুক্তুগ্রামে একটু নিজেদের মতো রান্না করার চেষ্টা করি মাঝেমাঝে । আমি এটা দিলাম কারণ আমরা বাঙ্গালিরা একটু খেতে ভালোবাসি ,কিন্তু এই ট্রিপে আমাদের পাহাড়ি কিছু খাবার খেতেই হয় বিশেষ করে নাবি গ্রাম আর বুধিগ্রামে হয়তো আমাদের মতো ভালো রান্না করতে পারেন না ওনারা । এগুলো দেবার কারণ আমাদের সহযাত্রী দের একটু আগাম ছবি দিয়ে রাখলাম খাবার কেমন হবে তার যাতে করে ওখানে গিয়ে সমস্যা না হয় । এখানে পাহাড়ি যেরকম রান্না হবে তাই আমাদের খেতে হবে ��� । এই লেখা দেবার একমাত্র কারণ আগে থেকে নিজেদের প্রস্তুত রাখা যে ওখানে গিয়ে এইরকমের খাবার পাওয়া যাবে আর কনো কারণ নেই । পরিস্থিতি অনুযায়ী চলতে না পারলে বেড়ানোর আনন্দ টাই মাটি তাই একটু আগে থেকে জানিয়ে রাখলাম।
[email protected]
পঞ্চচুল্লি ছাড়া সব খাবার ভেজ দেওয়া হবে ।
রুম শেয়ার করতে হবে নাবিগ্রাম ,পঞ্চচুল্লিতে বেসক্যাম্প এ আমাদের রিভার ক্যাম্পে ( টয়লেট বাইরে ) ।
নাবিগ্রাম এর খাবার এবং থাকার সব ব্যবস্থা বেসিক ।
ফোনে নেটওয়ার্ক পাবেন জিও এবং বি এস এন এল ।
নাবিগ্রাম ও পঞ্চচুল্লি বেসক্যাম্প ইলেক্ট্রিক নেই ।
পারমিট এর জন্যে ২ কপি ফোটো ও আধার কার্ড এর ৫ কপি লাগবে ।
Note – প্রথম Advance money is non Refundble
একটি গাড়িতে ৬ জন বসবে লালকুয়া থেকে পিথরাগড়
পিথরাগড় থেকে একটি গাড়িতে ৫ জন অথবা বড় গাড়ি হলে ৬ জন বসবে ।
আমাদের সঙ্গে যারা আদি কৈলাস যাবেন তাদের কাছে অনুরোধ মনে রাখতে হবে এটা গ্রুপ ট্যুর আমরা একসঙ্গেই যাচ্ছি । বেশীর ভাগ গাড়ি একসঙ্গেই যাবে । সবাইকে নিজেদের মধ্যে এডজাস্টমেন্ট করে চলেতে হবে আমাদের ।
দর্শন যাতে ভালো হয় সেটাই আমাদের মূল উদ্দেশ্যে । ���
আদি কৈলাস যাওয়ার গাড়িতে যেরকম গ্রুপ হবে রোটেশন করে বসবেন নিজেদের মধ্যে আলোচনা করে ����
Once in side the valley if the route is closed due to land slide or any other reason, they group may have to stay at the village where accommodation is available.
You have to be physically & mentally fit for this trip.
In case of route closure due to Land slides once inside the valley, additional charges may be applicable for additional nights stay & food.
Stay in Dharma Valley & Vyas valley may be on Quad plus share basis or room ( Only common toilets are available in this area )
Temperature - দিনে থাকবে ৪ থেকে ৮ রাতে মাইনাস নামবে ।
Essentials to carry - water flask , রেনকোট , ছাতা যদি পারেন নেবেন , ওষুধ যে যেটা খান এবং যেটা প্রয়োজনীয় । হেড টর্চ অথবা টর্চ থাকলে নেবেন । পাওয়ার ব্যাঙ্ক। আধার কার্ড অরিজিনাল ও জেরক্স নেবেন । ফটো ১ কপি । কিছু শুকনো খাবার সঙ্গে রাখবেন ।
Preferred dress code - body warmer , gloves , padded jacket মাইনাস ৫ থাকলে ভালো হয় না হলে ভালো body warmer আপার লোয়ার । মাথা ঢাকার টুপি মাস্ট ক্যারী । ভালো warm মোজা ৩ জোড়া ।
লাল্কুয়া থেকে পিথরাগড় এর পথের খাবার নিজেদের খরচা ( ব্রেক ফাস্ট ও লাঞ্চ ) ।
লোহাঘাট থেকে লাল্কুয়া দুপুরের খাবার নিজেদের খরচা ।
** আগামী 2026 সালের মে ও জুন মাসের আদি কৈলাশ যাত্রার রুট ও ট্যুর প্ল্যান একটু আলাদা হবে । ফুল ট্যুর প্ল্যান নভেম্বর মাসে দেওয়া হবে।
**এটা উত্তরাখণ্ডের আদিকৈলাস যাত্রা কেউ চীন। তিব্বতের মানস কৈলাসের সঙ্গে গুলিয়ে ফেলবেন না ।
DATE - 2nd -9th - 16th - 23th and 30st May amader Date and 6th - 13th 20st June 2026 লাল্কুয়া থেকে পিকআপ ।
8777878985
Rs.29500
Advertisement

Where is it happening?

Mohar Kunja, Citizens Park,Kolkata, India

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.
Gearless Travel Diaries

Host or Publisher Gearless Travel Diaries

Ask AI if this event suits you:

Discover More Events in Kolkata

FRIENDS RE-UNION WINNER PICNIC
Sun, 14 Dec at 09:00 am FRIENDS RE-UNION WINNER PICNIC

Metropolitan

TRIPS-ADVENTURES
WAR , SERIES 8
Sun, 14 Dec at 11:29 am WAR , SERIES 8

Asutosh College

TRIPS-ADVENTURES
Shamik Chakrabarti Live
Sun, 14 Dec at 07:00 pm Shamik Chakrabarti Live

Kala Kunj Auditorium: Kolkata

FESTIVALS ART
Bad & Beautiful World Film Festival
Mon, 15 Dec at 06:00 pm Bad & Beautiful World Film Festival

Prayasam

ENTERTAINMENT FESTIVALS
Sundarban
Tue, 16 Dec at 05:00 am Sundarban

Satin Sen Nagar Lokenath Mandir

ASICON KOLKATA
Wed, 17 Dec at 01:30 am ASICON KOLKATA

Baubazar

CABLE TV SHOW 2025
Wed, 17 Dec at 11:00 am CABLE TV SHOW 2025

4-B, Electronic Centre, Forth Floor, 1/1A, Biplabi Anukul Chandra Street, Kolkata, India 700072, West Bengal

India Photo Fest - 2025 Edition
Fri, 19 Dec at 03:00 pm India Photo Fest - 2025 Edition

Iccr Kolkata

ART FESTIVALS
Drink Meetup  Kolkata
Fri, 21 Feb at 07:00 pm Drink Meetup Kolkata

The Irish House, Kolkata

MEETUPS
Jazbaa Ft Mohammed Irfan Live in Concert
Sun, 24 Aug at 07:00 pm Jazbaa Ft Mohammed Irfan Live in Concert

Biswa Bangla Exhibition Centre Hall B: Kolkata

CONCERTS MUSIC
Hand Built Pottery Date - Kolkata
Sat, 06 Sep Hand Built Pottery Date - Kolkata

Cafe Buddy’s Espresso Kolkata - Best Cafe In Southern Avenue

WORKSHOPS ART
Speed Dating - Meet Singles in a Safe Space
Sat, 04 Oct at 05:00 pm Speed Dating - Meet Singles in a Safe Space

Cafe Buddy`s Espresso: Kolkata

MEETUPS
Singles Meetup
Sat, 11 Oct at 03:00 pm Singles Meetup

Cafe Buddy`s Espresso: Kolkata

MEETUPS
Social Mixer
Sat, 11 Oct Social Mixer

Cafe Buddy`s Espresso: Kolkata

MEETUPS
Human Library
Sat, 11 Oct at 03:00 pm Human Library

Cafe Buddy`s Espresso: Kolkata

CONTESTS
Women's Circle
Sat, 11 Oct Women's Circle

Cafe Buddy`s Espresso: Kolkata

Coffee Conversations
Sat, 11 Oct at 05:00 pm Coffee Conversations

Cafe Buddy`s Espresso: Kolkata

Dating Dilemma Discussions
Sun, 12 Oct at 05:00 pm Dating Dilemma Discussions

Cafe Buddy`s Espresso: Kolkata

Pitch a Friend
Sun, 19 Oct at 03:00 pm Pitch a Friend

Cafe Buddy`s Espresso: Kolkata

Bagbazar Walks - On 159th birth anniversary of Sister Nivedita
Sat, 25 Oct at 03:45 pm Bagbazar Walks - On 159th birth anniversary of Sister Nivedita

Sister Nivedita house

MEETUPS

What's Happening Next in Kolkata?

Discover Kolkata Events