২য় জাতীয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াড ২০২৫
Schedule
Fri, 21 Feb, 2025 at 10:00 am
UTC+06:00Location
International Mother Language Institute (IMLI) | Dhaka, DA
Advertisement
নিভন্ত এই চুল্লিতে মাএকটু আগুন দে,
আরেকটুকাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে!
-যমুনাবতী (শঙ্খ ঘোষ)
বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যের এক অনন্য নিদর্শন। উপমহাদেশের মধুর এই ভাষায় রচিত সাহিত্য বিশ্বজুড়ে প্রশংসিত ও সমাদৃত। বাঙালি জাতির ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এই সাহিত্য, যা আমাদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। এই সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জীবনের রং ধারণ করে, তুলে ধরে তাদের স্বভাব-চরিত্রের স্বকীয়তা।
সময়ের পরিক্রমায় সাহিত্য ও সংস্কৃতির গতিপথ পরিবর্তিত হয়েছে, যুক্ত হয়েছে নতুন রূপ ও ভাবনা। তরুণ প্রজন্মকে এই সাহিত্য ও সংস্কৃতির স্বাদ গ্রহণ এবং সংস্কৃতিমনা হয়ে ওঠার সুযোগ দিতে ইয়ুথ ম্যাসেঞ্জার নিয়ে আসছে '২য় জাতীয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি অলিম্পিয়াড ২০২৫।'
মোট ১০টি সেগমেন্টে সাজানো হয়েছে এবারের আসর। সেগমেন্ট গুলো হলো
▫️বাংলা সাহিত্য অলিম্পিয়াড
▫️বাংলা সংস্কৃতি অলিম্পিয়াড
▫️কবিতা আবৃত্তি
▫️কবিতা লিখন
▫️গল্প লিখন
▫️উপস্থিত বক্তৃতা
▫️দেয়াল পত্রিকা
▫️নির্দিষ্ট বই থেকে কুইজ
▫️চিত্রাঙ্কন
▫️চিত্রগ্রহণ (ফটোগ্রাফি)
ডিএসএলআর
মোবাইল
◾️ক্যাটেগরি
▫️প্রাথমিক (প্রথম থেকে পঞ্চম শ্রেণী)
▫️মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণী)
▫️উচ্চ মাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণী)
▫️বিশ্ববিদ্যালয়/ডিপ্লোমা
🔺️ আয়োজনের অনলাইন বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ২১শে ফেব্রুয়ারি 🔻
◾️প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক প্রতিযোগীকে ১৫০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। এর মাধ্যমে একজন প্রতিযোগী ১০ টি সেগমেন্টেই অংশগ্রহণ করতে পারবে।
◾️অংশগ্রহণের নিয়মাবলী
▫️প্রথমে প্রতিযোগীকে নির্ধারিত নম্বরে রেজিস্ট্রেশন ফি 'সেন্ড মানি' করতে হবে।
বিকাশ - ০১৬৪৩২৫১৪২৯
নগদ- ০১৮১৪০২১৩১৬
▫️ফি পরিশোধের পর নিম্নে দেওয়া রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করতে হবে।
▫️ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে কনফারমেশন মেইলে অংশগ্রহণ এর নিয়মাবলী বিস্তারিত জানানো হবে।
◾️রেজিস্ট্রেশন ফর্ম- https://forms.gle/xcY8ouQiEgNfveUu5
◾️সেগমেন্ট বিবরণী
▫️বাংলা সাহিত্য অলিম্পিয়াড- সাহিত্য চর্চার এক মূখ্য উপাদান সাহিত্য কে জানা, সাহিত্যিকদের সম্পর্কে জানা। এই অলিম্পিয়াডে মূলত বাংলা সাহিত্যে অবদান রাখা সাহিত্যিকদের আত্মকাহিনী ও বিভিন্ন সাহিত্যকর্ম সম্পর্কে প্রশ্ন করা হবে।
* মোট ৩০ টি প্রশ্ন করা হবে
* প্রতিটি প্রশ্নের মান থাকবে ১
* প্রশ্নোত্তর পর্ব গুগল ফর্মে অনুষ্ঠিত হবে
▫️বাংলা সংস্কৃতি অলিম্পিয়াড- বাঙালি সংস্কৃতিকে জানা সংস্কৃতির সাথে নিজ সভ্যতা করে তোলা এক চমৎকার সুযোগ হবে বাংলা সংস্কৃতি অলিম্পিয়াডে। এই অলিম্পিয়াডে মূলত বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক আচার-অনুষ্ঠান সম্পর্কে প্রশ্ন করা হবে।
* মোট ৩০ টি প্রশ্ন করা হবে
* প্রতিটি প্রশ্নের মান থাকবে ১
* প্রশ্নোত্তর পর্ব গুগল ফর্মে অনুষ্ঠিত হবে
▫️দেয়াল পত্রিকা- বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও সাহিত্য সংস্কৃতি বিভিন্ন দিক সম্পর্কে তৈরি দেয়াল পত্রিকা উপস্থাপন করা যাবে এই সেগমেন্টে। এক্ষেত্রে প্রতিযোগীকে তাদের নিজ নিজ দেয়াল পত্রিকা বিচারকদের সামনে পরিবেশন করতে হবে।
* দেয়াল পত্রিকার কোন নির্দিষ্ট মাপ নেই
* জাতীয় পর্বের পূর্বে নির্দিষ্ট তারিখে প্রত্যেক প্রতিযোগীকে তার দেয়াল পত্রিকা আয়োজনে স্থলে প্রদর্শনের জন্য জমা দিতে হবে
* দেয়াল পত্রিকায় কোন নিষিদ্ধ বস্তু কিংবা সাহিত্য সংস্কৃতি সংঘর্ষিক কোন বিষয়কে তুলে ধরা সম্পূর্ণ নিষিদ্ধ
* জাতীয় পর্বের পূর্বে বিস্তারিত জানানো হবে
▫️কবিতা ও গল্প লিখন- এই সেগমেন্টে প্রত্যেক প্রতিযোগীকে নিজের লেখা গল্প ও কবিতা জমা দিতে হবে। নিজের সৃজনশীলতা লেখা কবিতা ও গল্প উপস্থাপন করে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের কে ক্ষুদে লেখক পুরস্কার প্রদান করা হবে।
▫️কবিতা আবৃত্তি- বাছাই পর্বে একজন প্রতিযোগী যেকোনো কবিতা আবৃত্তি করে অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে প্রত্যেক প্রতিযোগীকে কবিতা আবৃত্তি ভিডিও ধারণ করে করে নির্ধারিত ইমেইলে জমা দিতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাবহার বাঞ্চনীয় নয়। ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ৩ মিনিট হতে পারবে।
▫️উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, চিত্রগ্রহণ - সাবমিশন ভিত্তিক এ সকল সেগমেন্টে একজন প্রতিযোগীকে যেকোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে উপস্থিতি বক্তৃতা, চিত্রাংকন, চিত্রগ্রহণ করতে হবে এবং ভিডিও/ছবি ধারণ করে তা নির্ধারিত ইমেইলে জমা দিতে হবে। কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার/ম্যানুপুলেশন/অতিরিক্ত এডিটিং করা যাবে না। ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ৫ মিনিট হতে পারবে এবং ছবি সর্বোচ্চ ১০ এমবি হতে হবে।
(ইমেইল পাঠানোর নিয়ম ঠিকানা ও সেগমেন্টের বিস্তারিত রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ফিরতি কনফারমেশন মেইলের মাধ্যমে জানানো হবে)
যেকোনো প্রয়োজন, জিজ্ঞাসা কিংবা কোনো ধরনের পরামর্শ প্রদানে অবশ্যই আমাদের ফেসবুক পেইজে মেসেজ অথবা ইমেইল করার অনুরোধ করা যাচ্ছে।
অথবা
সামিউল আনান
সিওও, ইয়ুথ ম্যাসেঞ্জার
০১৮১৪০২১৩১৬
Advertisement
Where is it happening?
International Mother Language Institute (IMLI), 1/A, Shegunbagicha, Dhaka-1000,Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: