১৬ আগস্ট, শনিবার জাতীয় নাট্যশালার মূল হলে প্রাচ্যনাটের 'আগুনযাত্রা'
Schedule
Sat, 16 Aug, 2025 at 07:00 pm
UTC+06:00Location
Bangladesh Shilpakala Academy | Dhaka, DA
Advertisement
প্রাচ্যনাট প্রযোজনা ৪১আগুনযাত্রা
রচনা : মহেশ দত্তানি
অনুবাদ : শহীদুল মামুন
রূপান্তর ও নির্দেশনা : আজাদ আবুল কালাম
১৬ আগস্ট ২০২৫ | শনিবার | সন্ধ্যা ৭টা।
মূল হল, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।
অনলাইন টিকিট: https://tinyurl.com/vy2a3c6t
টিকিট বুকিং‘র জন্য যোগাযোগ করুন: ০১৩১৩৭৭৪৪০০
নাটক সম্পর্কে বিস্তারিত:
https://prachyanat.com/stage-drama/#play-agunjatra
বিঃদ্রঃ “শিশুদের সঙ্গে আনবেন না”
কাহিনী সংক্ষেপঃ
উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এই গবেষণার সূত্র ধরে সে কমলার হিজরার হত্যাকান্ডের সূত্র খুঁজে পায়। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এই হত্যাকান্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজত বাস করছে। উমার স্বামী জেল পুলিশে উধ্বর্তন কর্মকর্তা, সেই সুবাদে আনারকলির সাথে সাক্ষাত করা সহজ হয় উমার এবং আরো কিছু সুত্র খুঁজে খুঁজে সে হিজড়াদের ডেরায় প্রবেশ করে। উমার এই গবেষণা শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সে জড়িয়ে পরে এই সম্প্রদায়ের মানুষদের সাথে মায়া আর দায়িত্বের বন্ধনে। উমার হারিয়ে যাওয়া এক ভাই বা বোন তৃতীয় লিঙ্গের। উমা যেনো তাকেও খুঁজে ফেরে। ঘটনান সত্যতা উদঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা অচেনা জগত আবিষ্কার করে-সেই সাথে কমলার হত্যাকান্ডের রহস্যও উদঘাটিত হয়। লিঙ্গ পরিচয় আড়াল করে কমলাকে কোনো এক মন্দিরে পুরোহিতের অজ্ঞাতে মন্ত্রী পুত্র সুব্বু বিয়ে করে। সুব্বুর এই বিয়ের খবর মন্ত্রীর কাছে পৌঁছালে তার আভিজাত্যে আঘাতপ্রাপ্ত হয়। দেহরক্ষী সালিমের মাধ্যমে কমলাকে আগুনে পুড়িয়ে মারার ব্যবস্থা করে সুব্বু-কে সম্ভ্রান্ত পরিবারের সুপাত্রীর সাথে আবার বিয়ের বন্দোবস্ত করে। বিয়ের লগ্ন শেষ হতেই সুব্বু কমলা হত্যার ঘটনা জানতে পারে এবং নিজে আত্মহত্যার পথ বেছে নেয়।
মঞ্চ ও আলো : মোঃ সাইফুল ইসলাম
সঙ্গীত : রাহুল আনন্দ
কোরিওগ্রাফি : স্নাতা শাহরিন
প্রপস : তানজি কুন
কস্টিউম : আফসান আনোয়ার
ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণ : শাহরিয়ার শাওন, রিপন কুমার দাস ধ্রুব, রাতুল
Advertisement
Where is it happening?
Bangladesh Shilpakala Academy, জাতীয় নাট্যশালয়, ঢাকা, বাংলাদেশ, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: