হিম উৎসব ১৪৩২
Schedule
Thu, 29 Jan, 2026 at 10:00 am to Fri, 30 Jan, 2026 at 11:00 pm
UTC+06:00Location
Jahangirnagar University, Jahangirnagar, Dhaka Division, Bangladesh | Dhaka, DA
Advertisement
সুধীজনদমবন্ধ করা সময়ের ভেতর দিয়ে আমরা পার করছি আরেকটি শীত। বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র- সবখানেই প্রশ্ন করার ভাষা সংকুচিত করার প্রক্রিয়া চলছে, ভিন্নমত দমনের চেষ্টা হয়ে উঠছে নিত্যদিনের বাস্তবতা। ক্যাম্পাস এখন আর কেবল শেখার জায়গা নয়; এটি এক নিয়ন্ত্রিত পরিসরে পরিণত হচ্ছে, যেখানে এমনকি গান-কবিতা-চিত্রকলা প্রায়শই “অপ্রয়োজনীয়” বলে চিহ্নিত হচ্ছে। এই সময়ে সংস্কৃতি আর কেবল বিনোদন নয়; হয়ে ওঠে টিকে থাকার কৌশল এবং প্রতিরোধের মাধ্যম।
এই বাস্তবতায় পরম্পরায় আমরা আবার আয়োজন করতে যাচ্ছি হিম উৎসব ১৪৩২- যেখানে শিল্পচর্চা মিলিত হবে শোষণ ও ভয়ের বিরুদ্ধে সংগ্রামে।
এবারের হিম উৎসবের স্লোগান:
“জ্বলে যাক পুড়ে যাক শোষকের ছল
শোধনের শিখা বেড়ে হোক দাবানল”
এই শিখা কোনো প্রতিহিংসার নয়,
বরং তার বিপরীতে এ শিখা সেই আগুন,
যা নিস্তব্ধ ক্যাম্পাসে আবার শব্দ ফিরিয়ে আনে,
যা ভয়ের সংস্কৃতির ভেতর দিয়ে পথ চলার সাহস যোগায়। যে আগুন অন্যায়কে ছাই করে দেয়, যে আলো উন্মোচন করে চাপা পড়ে থাকা সত্য, যে শিল্প আবার ফিরিয়ে আনে মানুষের কথা বলার সাহস। শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, আলোকচিত্র প্রদর্শনী, আগুনখেলা, লোকায়ত নাচ ও গানের আসর ইত্যাদি নানা আয়োজনের মাধ্যমে হিম এবার ফিরছে।
হিম উৎসব কোনো বিচ্ছিন্ন আয়োজন নয়।
এটি এই ক্যাম্পাসের ভেতরেই দাঁড়িয়ে থাকা
একটি সাংস্কৃতিক অবস্থান যেখানে আমরা আবার শিখতে চাই একসাথে থাকা, একসাথে ভাবা, এবং একসাথে উচ্চারণ করা। আমরা বিশ্বাস করি, যে রাষ্ট্রে প্রশ্ন করা নিষিদ্ধ হয়, সেখানে শিল্পই হয়ে ওঠে প্রতিরোধের হাতিয়ার। যেখানে ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলে, শিল্পচর্চাই সেখানে হয়ে উঠতে পারে স্মৃতির সংগ্রহশালা।
সবুজ স্বর্গের এই হিমেল সময়ে ক্যাম্পাসের প্রাণ আবার জাগিয়ে তুলবার এই আয়োজনে আপনার উপস্থিতি ও সংহতি আমাদের সাহস জোগাবে।
প্রাণের উষ্ণতা নিয়ে হিমে মিলিত হবার আমন্ত্রণ রইলো।
বিনীত,
পরম্পরায় আমরা
হিম উৎসব ১৪৩২
Advertisement
Where is it happening?
Jahangirnagar University, Jahangirnagar, Dhaka Division, Bangladesh, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, JU, সাভার, বাংলাদেশ, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays:
Know what’s Happening Next — before everyone else does.











