সোনাদিয়া দ্বীপে ট্যুরন্তর ক্যাম্পিং

Schedule

Thu, 25 Dec, 2025 at 10:00 pm to Sun, 28 Dec, 2025 at 06:00 am

UTC+06:00

Location

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217 | Dhaka, DA

Advertisement
⚠⚠এটি Touronto Travelers Group এর ইভেন্ট।
যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।

📖📖সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং হলো নির্জন সমুদ্র, লাল কাঁকড়ার রাজ্য আর তারাভরা রাতের এক অপূর্ণাঙ্গ সুন্দর অভিজ্ঞতা। শহরের কোলাহল থেকে দূরে এখানে প্রকৃতি নিজের মতো করে আপনাকে স্বাগত জানায়। সাদা বালুর শান্ত বিচ, ঢেউয়ের মৃদু শব্দ আর নোনামাখা বাতাস মনকে অসাধারণ শান্তি দেয়। সন্ধ্যায় সূর্যাস্তের সোনালি আভা, রাতে ক্যাম্পফায়ারের পাশে গল্প—সব মিলিয়ে তৈরি হয় এক স্বপ্নিল পরিবেশ। টেন্টে রাতযাপন, আকাশভরা তারা আর সমুদ্রের গর্জন—সোনাদিয়ায় কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়, শান্ত এবং রোমাঞ্চকর।

🌐আমাদের ওয়েবসাইটঃ www.tourontobd.com
📄আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
web.facebook.com/tourontobd/
👥আমাদের সকল ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপে :-
web.facebook.com/groups/tourontotravellers/
👨‍🔧👨‍🔧আমাদের সাথে কেন ভ্রমণ করবেনঃ
==========================
➡ আমাদের পরিচালনা টিমে রয়েছে দক্ষ ট্যুর পরিচালক যার জন্য আপনার প্রতিটা ট্যুর নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন
➡ ট্যুরন্ত সব সময়ই সার্ভিসে বিশ্বাসী তাই আপনার সার্ভিসের গ্যারান্টি ট্যুরন্ত নিজেই দিয়ে থাকে
➡ আমাদের ট্যুরের যাবতীয় তথ্য ইভেন্ট ডিটেইলস এ আপনি পেয়ে যাবেন। তাই আমাদের হিডেন চার্জ বলে কিছু নেই ।
➡ আমাদের ট্যুর গুলো একেকটি পরিবার। তাই আপনি পরিবারের সাথে ভ্রমণ করলে যে পরিবেশ পাবেন আশা করি ট্যুরন্তের সাথে ভ্রমণেও সেরকম পরিবেশই থাকবে।
➡ ট্যুরন্ত সিকিউরিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। তাই পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।
➡ মনে রাখবেন অল্প টাকায় ট্যুর কখনোই ভালো হয় না। কারন অল্প টাকার ট্যুরের সার্ভিস সবসময়ই খারাপ হয়।ইভেন্ট

🔊🔊বুকিং সিস্টেম
*********************
পুরোপুরি কনফার্ম থাকলে ইভেন্ ফি বাবদ ৳ ৩৫০০টাকা (অফেরত যোগ্য) অগ্রীম প্রদান করতে হবে।
ℹℹ যেভাবে বুকিং করতে পারবেন :
===================
১। বিকাশ/নগদ/রকেটঃ 01877724798 (পারসোনাল নম্বর অবশ্যই খরচ সহ পাঠাবেন)
২। Bank একাউন্টঃ
City Bank
একাউন্টঃTouronto Travelers Group
একাউন্ট নাম্বার: 1503372100001
একাউন্ট ব্রাঞ্চঃ Principle Branch
আপনি সরাসরি অথবা বিকাশে টাকা জমা দিতে পারবেন ।মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয় । অবশ্যই বুকিং মানিতে কনফার্ম নিশ্চিত করতে হবে ।

🚀🚀ভ্রমণকালঃ
============
ভ্রমনের সময়সীমা: ৩ রাত ২ দিন
যাত্রা শুরু: ঢাকা থেকে।
যাত্রা শেষ: ঢাকাতে।
সদস্য সংখ্যা: ২০ জন।

ইভেন্ট ফি:
========
◼️ জনপ্রতি ভ্রমণ খরচ: ৫,৯৯৯/= টাকা।
(কেউ এসি বাসে যাওয়া আসা করতে চাইলে এসি বাসের বাড়তি ভাড়া বাবদ বাড়তি টাকা যোগ হবে)

📣📣ভ্রমনকাল ও সময়সূচী
=================
যাত্রার দিনঃ
রাতের বাসে (আনুমানিক ১০টা) ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো।
১ম দিনঃ
সকালে কক্সবাজার শহরে নাস্তা করে সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবো। বীচে পৌঁছে সকলের তাবু বুঝে কিছু সময় বিচে ঝাঁপাঝাপি করে দুপুরের খাবার খেয়ে বিকালটা বিচে কাটাবো। তারপর সন্ধায় ক্যাম্পফায়ার এবং বারবিকিউ করে রাতের ডিনার শেষ করে রাত্রি যাপন করবো।
শেষ দিনঃ
ভোরে উঠে সূর্যদ্বয় দেখে নাস্তা করে কিছু সময় বিচে গোসল করে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে কক্সবাজারে উদ্দেশ্যে যাত্রা করবো এবং কক্সে এসে বিচে কিছু সময় কাটিয়ে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবো।
(কেউ চাইলে এবং ছুটি থাকলে আরো একরাত বাড়তি থাকতে পারবেন)

👁‍🗨👁‍🗨 যা যা দেখবোঃ
==============
- সোনাদিয়া দ্বীপ
- কক্সবাজার

📗📗এই টাকায় যা যা থাকছে:
===================
- নন এসি বাসে ঢাকা থেকে যাওয়া-আসা।
- লোকাল যাতায়াত
- তাবুতে শেয়ার বেসিস থাকা।
- নৌকা খরচ।
- দুই দিনে ৬ বেলার মূল খাবার।
- বারবিকিউ ডিনার।
- লোকাল গাইড খরচ।
📕📕যা যা অন্তর্ভুক্ত নাঃ
================
- যাত্রা বিরতির খাবার।
- প্যাকেজে উল্লেখ নেই এমন খরচ।
যা যা নিতে হবে :
===========
- কাধে ঝুলানো ব্যাগপ্যাক।
- ছাতা নিতে পারেন।
- অডোমাস ক্রিম।
- গামছা নিতে পারেন।
- প্রয়োজনীয় ঔষধ।
- টর্চ লাইট (বাধ্যতামূলক)।
- পাওয়ার ব্যাংক।
- শীতের কাপড়।
- শাড়ি-পাঞ্জাবী।

🧑‍🎤🧑‍🎤অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
***********************************
👁‍🗨 নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
👁‍🗨 নির্দিস্ট গেস্ট মেম্বার না হলে লোকাল গাইড দিয়ে ট্যুর পরিচালনা করা হবে।
👁‍🗨 নিজস্ব কারনে ট্রিপ কেন্সেল হলে মেইন ইভেন্ট ফি দিতে বাধ্য থাকবেন।
👁‍🗨 সিংগেল মেয়ে বা ছেলে বুকিং এর ক্ষেত্রে আর যদি সিঙ্গেল কেউ না থাকে অবশ্যই রুম ভারা বাবদ অতিরিক্ত খরচ নিজেকেই বহন করতে হবে।
👁‍🗨 হোটেলে নিজের প্রয়জনে যেকেনো ইমিনিটিস ব্যাবহারে অতিরিক্ত খরচ আপনাকে অবশ্যই করতে হবে। মোটকথা হোটেল অতিরিক্ত বিল করতে পারে সকল কিছুরবিল আপনাকেই বহণ করতে হবে।
👁‍🗨 নিজের লাগেজ নিজেকে বহন করতে হবে। এ বাবদ যদি অতিরিক্ত টিপস নিজ হাতে দিয়ে দিতে হবে।
👁‍🗨 ট্যুর চলাকালীন নিজেদের দেরি করার কারনে নির্দিস্ট সময়ে স্পট কাভার করতে না পারলে কর্তপক্ষ দায়ভার নিবে না।
👁‍🗨 ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
👁‍🗨 ট্যুরে কোন ধরনের এক্সিডেন্টাল কিছু হলে এটা সম্পূর্ন দায়ভার নিজেদের নিতে হবে।
👁‍🗨 ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা হলে, অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করা হবে যেমনটা একটি পরিবারের ভ্রমণের ক্ষেত্রে হয়ে থাকে।
👁‍🗨 সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করতে হবে।
👁‍🗨 দলছাড়া হয়ে ঘুরাফেরা করা যাবে না। বিশেষ প্রয়োজনে দলের প্রতিনিধিকে জানিয়ে যাওয়া যেতে পারে।
👁‍🗨 দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না।
👁‍🗨 সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
📢📢বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।
❌❌আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
===================
বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেস্টা করা হবে তার রিপ্লেসমেন্টের যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।
যদি প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।
আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।
আমাদের সেবা সমূহঃ
=============
💼 কর্পোরেট ট্যুর
👥 গ্রুপ ট্যুর
👪 ফ্যামিলি ট্যুর
🏢 কাষ্টমাইজ ট্যুর
⌛ ডে আউট ট্যুর
🚌 বাস টিকেট
🚢 শীপ টিকেট
✈ এয়ার টিকেট
📁 ভিসা প্রসেসিং ( ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক)
🚂 ভারতীয় অভ্যন্তরীন রেল টিকেট
🏨 হোটেল বা রিসোর্ট বুকিং
🧳 ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।
*****নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।
🏫 Room-204, 64-68 Eastern Commercial complex, Lift-2, Kamlapur, Motijheel, Dhaka-1000
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন:
01897984004
01897984005
01897984006
Advertisement

Where is it happening?

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217, Bangladesh

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.
Touronto Travelers Group

Host or Publisher Touronto Travelers Group

Ask AI if this event suits you:

Discover More Events in Dhaka

\u201cPop & Disco Night\u201d
Thu, 25 Dec at 06:00 pm “Pop & Disco Night”

Jatra Biroti

ENTERTAINMENT MUSIC
T.M.K.G Reunion
Thu, 25 Dec at 08:00 pm T.M.K.G Reunion

মধুপুর, টাঙ্গাইল

GAZIPUR - BANDARBAN - GAZIPUR
Thu, 25 Dec at 08:30 pm GAZIPUR - BANDARBAN - GAZIPUR

Gazipur, Dhaka Division, Bangladesh

Egiye Bangladesh Half Marathon 2025
Fri, 26 Dec at 04:30 am Egiye Bangladesh Half Marathon 2025

Hatir Jheel

SPORTS MARATHONS
EGIYE BANGLADESH Half Marathon 2025
Fri, 26 Dec at 05:30 am EGIYE BANGLADESH Half Marathon 2025

Hatirjheel

MARATHONS SPORTS
Dhaka MTB Championship 2025
Fri, 26 Dec at 06:00 am Dhaka MTB Championship 2025

Hatirjheel Lake, Dhaka

SPORTS
Dhaka Stadium Run 2025
Fri, 26 Dec at 06:00 am Dhaka Stadium Run 2025

Dhaka National Stadium

SPORTS MARATHONS
Bangladesh Model United Nations (BANMUN) 2025
Fri, 26 Dec at 08:00 am Bangladesh Model United Nations (BANMUN) 2025

American International University-Bangladesh

CONTESTS
Vibonic Model United Nations Session I
Fri, 26 Dec at 08:00 am Vibonic Model United Nations Session I

Presidency University

CONTESTS

What's Happening Next in Dhaka?

Discover Dhaka Events