সেন্টমার্টিন ট্রিপ ৪ রাত ৩ দিন

Schedule

Sat, 03 Jan, 2026 at 08:00 pm to Wed, 07 Jan, 2026 at 08:00 am

UTC+06:00

Location

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ | Chittagong, CG

Advertisement
https://www.facebook.com/share/p/1769jh82B9/?mibextid=wwXIfr
দেখেন সেন্টমার্টিন নিয়ে খুব সোজা সাপ্টা কথা বলি ,
জানুয়ারি মাসের প্রথম দিকেই সেন্টমার্টিন ট্রিপ হবে ইন সা আল্লাহ।
বাজেট ধরা আছে ১০৫০০( বিকাশ খরচ আলাদা )
। অনেকের কাছেই বাজেট অনেক বেশি কিন্তু চারদিকের অবস্থা পর্যালোচনা করলে বুঝতে পারবেন।
বিকাশ এবং মোবাইল নাম্বার ০১৬৭৩৩২৭০৮২
এই বাজেটে কি কি এড থাকছে ,
ঢাকা থেকে কক্সবাজার আপ ডাউন।
কক্সবাজার থেকে ইনানী শিপ ঘাট পর্যন্ত আপ ডাউন ( অটো , মিনি বাস )
কক্সবাজর তো সেন্টমার্টিন শিপ ভাড়া।
৮ বেলা খাবার ,
সকালে , পরোটা ডিম্ ভাজি / খিচুড়ি ডিম্ ভুনা / চিকেন ভুনা
দুপুরে , সামুদ্রিক মাছ /ভাত, ডাল অথবা মুরগি ভাত
রাতে , ফিস বারবিকিউ / চিকেন বারবিকিউ।
স্টান্ডার্ড রুম , ২জন অর্থবা ৪ জন
২ জনের জনের রুমের প্রাইজ বাড়বে সামান্য।
ছেড়া দ্বীপে যাওয়ার জন্য বোট ভাড়া।
যে সব জিনিস থাকছে না ,
১) যাত্রাকালীন সময়ে কোনো খরচ
২) পার্সোনাল কোনো খরচ
৩) সেন্টমার্টিনের শিপ থেকে নেমে রিসোর্ট পর্যন্ত অটো ভাড়া ( প্রতিজন পার হেড ৫০ করে পরে )
৪) আসার সময়ে রাতের খাবার।
এবারের সেন্টমার্টিন টুর খুবই চ্যালেঞ্জিং। অন্য বারের মতো না।
ইনানী নিয়ে যাওয়া আর নিয়ে আসা ওই সময়টা একজন ট্রিপ এরেঞ্জারের জন্য খুবই টাফ হবে এবার।
শর্তাবলী ,
১) ডিসেন্বরের ১৫ তারিখ পর্য়ন্ত বুকিং চলবে।
২) আপনি যদ শিউর থাকেন তাহলে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে দিতে পারেন , পেমেন্টের লাস্ট সময় ডিসেম্বর ১৫।
৩) সপূর্ণ টাকা পরিশোধ করলে আপনার এবং আমাদের জন্য ভালো।
৪) ডিসেম্বরের ১৫ তারিখের পর রিফান্ড চাইলে আপনি টোটাল টাকার ৩০% রিফান্ড পাবেন।
বাস , শিপ , রিসোর্ট বুকিং করে ফেলতে হয় আগে থেকে ফলে বেশিরভগ টাকায় খরচ হয়ে যাবে আগে।
প্রায় সবাই থাকবে আমাদের ভার্সিটির। মেন্টালিটি ম্যাচ হয় খুবই তাড়াতাড়ি।
আপনি একা জয়েন করতে পারেন অথবা গ্রপ সহ।
ভালো লাগবে আপনার ইন শা আল্লাহ।
ধন্যবাদ।
যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন।
ট্রিপে গেলে সার্ভিস ১০০ থেকে ১০০ হবে এটা ভাবাও ভুল। কম্প্রোমাইসিং মেন্টালিটি থাকলে ভালো।
আমরা কেউ ই প্রফেশনাল নোই কিন্তু আমরা রেস্পন্সিবল।
দেখা হবে ইন শা আল্লাহ।
Advertisement

Where is it happening?

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ, Saintmartin, Teknaf, Cox’sBazar, Chittagong, Bangladesh

Event Location & Nearby Stays:

Icon
Know what’s Happening Next — before everyone else does.

Ask AI if this event suits you:

Discover More Events in Chittagong

\u2665\ufe0f
Thu, 08 Jan at 12:00 am ♥️

bangladesh, Chittagong, Chittagong Division, Bangladesh

Pahartali 10K Run Challenge
Fri, 16 Jan at 05:00 am Pahartali 10K Run Challenge

Shahjahan Field, Pahartoli

MARATHONS CONTESTS
Bangladesh Beach Sports Festival 2026
Fri, 30 Jan at 08:15 am Bangladesh Beach Sports Festival 2026

BBSF

SPORTS FESTIVALS
Senabahini's Job Fair
Sun, 01 Feb at 05:00 pm Senabahini's Job Fair

BPC Training Center

JOB-FAIRS WORKSHOPS

What's Happening Next in Chittagong?

Discover Chittagong Events