সিলেটের রাতারগুল আর সাদাপাথর ডে ট্রিপ টিজিবি (২ জানুয়ারি)
Schedule
Thu, 02 Jan, 2025 at 02:00 pm to Sat, 04 Jan, 2025 at 05:00 pm
UTC+06:00Location
20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh | Dhaka, DA
Advertisement
** ইভেন্টের নামঃ সিলেটের রাতারগুল আর সাদাপাথর ডে ট্রিপ টিজিবি (২ জানুয়ারি)** অর্গানাইজেশনঃTour Group BD
** ভ্রমণের ধরনঃ রিলেক্স।
** যাত্রা শুরুঃ ২ জানুয়ারি রাত ১০.৩০ টা।
** যাত্রার শেষঃ ৪ জানুয়ারি ভোর ৬.৩০ টা।
********************************************
****** প্যাকেজ প্রাইজ ******
---৩৫০০/- পার পারসন
#অফিসিয়াল_নাম্বারঃ ০১৮৪০২৩৮৯৪৬
------------------------------------------
#বিশেষ_ভাবে_খেয়াল_করতে_হবেঃ
করোনার প্রাদুর্ভাব এর কারণে প্রায় কয়েক মাস ধরে কোন ট্রিপ হচ্ছে না। এবার আমরা শুরু করছি, তবে স্বাস্থ্য বিধি মানতে হবে সকলকেই।
এক্ষেত্রে সকলের সহযোগিতা আমাদের কাম্য।
কারো করোনা কিংবা এর কোন একটি লক্ষ্মণ থাকলেও আমাদের সাথে না যাবার অনুরোধ থাকবে। আর বাসে উঠার আগে একবার, আবার নৌকায় উঠার আগে একবার আমরা শরীরের তাপমাত্রা মেপে উঠাবো। অস্বাভাবিক থাকলে এই ট্রিপে তাকে নেয়া হবে না সকলের নিরাপত্তার দিক বিবেচনা করে। আশা করছি এই বিষয়ে সকলেই আমাদের সহায়তা করবেন।
----------------------------------------
—--—সাদা পাথর,ভোলাগঞ্জ—————
সাদা পাথর ,ধলাই নদী,রোপওয়ে ও সীমান্তের খাসিয়া-জৈন্তা পাহাড়।ভোলাগঞ্জে ধলাই নদীতে দেশের সর্ব বৃহত্তম পাথর কোয়ারি অঞ্চল । প্রতি বর্ষায় ভারতের খাসিয়া পাহাড় থেকে নেমে আসা ঢলের সাথে নেমে আসে পাথর ।এখান থেকে পাথর সংগ্রহ করে রোপওয়ের সাহায্যে পাঠানো হতো ছাতক । ১৯৬৪ সালে নির্মিত হয় এই ১১ কিলোমিটার লম্বা রোপওয়ে।
—--—রাতারগুল সোয়াম্প ফরেস্ট————
রাতারগুল সোয়াম্প ফরেস্টের (Ratargul Swamp Forest) সিলেটের অন্যতম এক দর্শনীয় স্থান যা বাংলাদেশের এক মাত্র মিঠাপানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃত।চিরসবুজ এই বন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত।বর্ষা মৌসুমে এখানে ভিড় করে পর্যটকগণ। ডিঙি নৌকাতে চড়ে বনের ভিতর ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপসুধা।
————————————————–
ইভেন্ট প্লান:
০০ ঢাকা-সিলেট বাস যাত্রা শুরু।
#ডে-০১ঃ সকালে সিলেটে নেমে ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নেব। তারপর লেগুনা রিজার্ভ করে আমারা প্রথমে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্টে । নৌকা করে জলাবন ঘুরে আবার লেগুনায় চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে ।
সব সাইড সিন করে রওয়ানা দেব সিলেটের উদ্দেশ্যে। পাঁচ ভাই অথবা পানশী হোটেলে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দ্যেশ্যে যাত্রা।।
#ডে-০০ সকাল ৬.০০ মধ্যে ঢাকা পৌঁছাবো ইনশাআল্লাহ্। অর্থাৎ ০৪ তারিখ ঢাকায় ।
———————————————————————–
** যা যা থাকছে এর মধ্যেঃ
– ঢাকা -সিলেট – ঢাকা নন এ/সি বাস টিকেট ।
– লোকাল ট্রান্সপোর্ট
– ০৩ তারিখ ৩ বেলা খাবার ।
** যা থাকছেনাঃ
-কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
-প্যাকেজের বাইরের কোন খাবার এর খরচ
*******
** যা সাথে নেওয়া উচিতঃ
-ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয় ভ্রমণ, আর যেহেতু ১ দিনের ট্রিপ, সাথে এক সেট এক্সট্রা কাপড় নিলেই যথেষ্ট।
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- যেহেতু বৃষ্টির সিজন, তাই বৃষ্টি থেকে নিজের ব্যাগ, মোবাইল, ক্যামেরা এবং শরীর বাঁচানোর জন্য যা যা প্রয়োজন,সব আপনার নিজেরই নিতে হবে।
- গোসল করার মতন পোশাক সাথে নিবেন অবশ্যই।
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক ।
*******
বুকিং মানিঃ ২০০০/- টাকা (জনপ্রতি)
বিকাশে পেমেন্ট করলে ২০৪০/- টাকা পাঠাবেন।
** টাকা পাঠানোর উপায়
Tour Group BD
=> 164110026552
Dutch Bangla Bank Ltd.
(Mirpur Branch)
০১৮৭৭৭২২৮৫৫ (বিকাস পার্সোনাল)
★★টাকা পাঠিয়ে নিচের বিষয় গুলি উল্লেখ্য করে ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে হবে।
**আপনার নাম
**ইভেন্টের নাম এবং তারিখ
**মোবাইল নাম্বার
**টাকার পরিমান,টি-শার্ট সাইজ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।
কেও এই ইভেন্টের হোস্ট এর কাছেও অথবা ট্যুর গ্রুপ বিডি এর অফিসে এসে টাকা জমা দিতে পারেন।
** #শর্ত_সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫-প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে। দেশের পরিস্থিতির জন্য কিংবা কোন দুর্যোগ কিংবা দুর্ঘটনার জন্য ট্রিপ ক্যানসেল হলে কিংবা দৃশ্যমাণ খরচ বৃদ্ধি পেলে সেটি সবাইকে বহন করতে হবে।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
**যোগাযোগ-
অফিসিয়াল নাম্বারঃ ০১৮৪০২৩৮৯৪৬
এছাড়াও ০১৮৭৭৭২২৮৫২,৫৪,৫৫ এই নম্বরগুলো অফিসের নম্বর। যে কোন বিষয়ে এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন।
Advertisement
Where is it happening?
20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh, Dhaka, BangladeshEvent Location & Nearby Stays: