শ্রী শ্রী বাণী বন্দনা- ১৪৩১ বাংলা
Schedule
Mon, 03 Feb, 2025 at 06:00 am to Tue, 04 Feb, 2025 at 01:00 pm
UTC+06:00Location
progati nursing College, Chattogram | Chittagong, CG
Advertisement
ॐ सरस्वति महाभागे विद्ये कमललोचने । विद्यारूपे विशालाक्षि विद्यां देहि नमोस्तुते ॥সম্মানিত সুধী,
ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে এই জগতে জ্ঞানের মত পবিত্র আর কিছুই নেই। আবহমান কাল ধরেই এই জ্ঞান চর্চা ও তার বিশ্লেষণ সনাতন পরম্পরার অবিচ্ছেদ্য অঙ্গ। এরই ধারাবাহিকতায় পরমেশ্বরের জ্ঞানস্বরূপ প্রকাশ মাতা বীণাপাণির আরাধনা যুগ যুগ ধরে বহমান।
আসছে ২০শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ (০৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ) সোমবার রেবতী নক্ষত্রযুক্ত বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে প্রগতি নার্সিং কলেজে শ্রী শ্রী বাণী বন্দনার আয়োজন করা হয়েছে। উক্ত পূজানুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে প্রাঞ্জল ও মঙ্গলময় করে তুলবে।
বিনীত,
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ
প্রগতি নার্সিং কলেজ
অক্সিজেন, চট্টগ্রাম।
Advertisement
Where is it happening?
progati nursing College, Chattogram , Chittagong, BangladeshEvent Location & Nearby Stays: